Sunday, November 26, 2017

বসার ধরন বলে দেয় আপনার চরিত্র The type of sitting tells your character


Each of us has a specific sitting pattern. During the important work we are comfortable to work in any one way.

And the style of this sitting tells us many aspects of our character. Find out.
Standing back straight: Do you sit back while doing work? Then you are confident and very strong your will. You love to keep everything under your control. Always ready to lead.

Sitting back: You are very relaxed, sensitive and emotional. You are very trustworthy and reliable. Always ready to help others.

Leaning in front of you: The type of sitting in this way tells you that you are always interested in learning something new and enjoy learning.

Favorite adventure. The goal is to prevent you from aiming.
Crossing ankle: There are goals in your life and you want to fill it. You are quite serious towards life. Talking lowly, there is a lot of confusion about introvert and biological choices.

Crossing the legs: If you sit in this way while working, your practice is to speak straight. Do not be afraid to speak right. But when it comes to expressing oneself or expressing feelings to someone, they are back in time.

আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট বসার ধরন রয়েছে। গুরুত্বপূর্ণ কাজের সময় আমরা কোন এক ভাবে বসে কাজ করতেই স্বচ্ছন্দ।

আর এই বসার ধরনেই বলে দেয় আমাদের চরিত্রের অনেক দিক। জেনে নিন।    
পিঠ সোজা করে বসা: আপনি কি কাজ করার সময় পিঠ সোজা করে বসেন? তা হলে আপনি আত্মবিশ্বাসী এবং আপনার ইচ্ছাশক্তি খুব প্রবল। আপনি সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে ভালবাসেন। নেতৃত্ব দিতেও সদা প্রস্তুত।

পিছনে হেলে বসা: আপনি খুবই রিল্যাক্সড, সংবেদনশীল এবং আবেগপ্রবণ। আপনি খুবই বিশ্বাসী ও নির্ভরযোগ্য। অন্যকে সাহায্য করতে সব সময় প্রস্তুত।

সামনে ঝুঁকে বসা: এ ভাবে বসার ধরন বলে দেয় আপনি সব সময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং শেখা উপভোগ করেন।

অ্যাডভেঞ্চার প্রিয়। লক্ষ্য থেকে আপনাকে টলানো মুশকিল।
গোড়ালি ক্রস করে বসা: আপনার জীবনে লক্ষ্য রয়েছে এবং আপনি তা পূরণ করতে চান। জীবনের প্রতি আপনি বেশ সিরিয়াস। কথা কম বলেন, অন্তর্মুখী এবং জীবনসঙ্গী পছন্দের ব্যাপারে বেশ খুঁতখুঁতে।    

পা ক্রস করে বসা: যদি আপনি কাজ করার সময় এ ভাবে বসেন তা হলে সোজাসুজি কথা বলাই আপনার অভ্যাস। ঠিক কথা বলতেও ভয় পান না। কিন্তু নিজেকে প্রকাশ করতে বা কারোও কাছে নিজের অনুভূতি ব্যক্ত করার সময় পিছিয়ে আসেন। 

No comments:

Post a Comment