Wednesday, January 17, 2018

স্ত্রী’র যে সাতটি গুণ থাকলে স্বামী হয় সুখী If the wife has seven qualities, the husband is happy

Not a Kama Sutra, a deeper theory is found in Kamashastra bridal. From emotional to physical relations, depending on everything, healthy bridal And in that context, a lot of features have been mentioned in Kamasastre What exactly is a wife is bridal, she also has the qualities of happiness Find out:

1. Husband and wife should have some similarities between the family. And the daughter of the family, who is famous as a liberal, should get married.

2. Wife needs to be intelligent. And what is happening around the world, there is need to have knowledge in the service. Wife's education brings improvement in society and family.
3. The wife must be aware of the people around her. People of any level will have to be well-behaved.

4. Besides social responsibility, religion should be devoted to a wife. Religious rites should be obeyed.

5. The voice should be slow and sweet. Money like Lakshmi should be saved, should be holy like Saraswati and should be devoted to a husband like Parvati.

6. The woman who grew up with the brothers and sisters, her patience is much more. They can love children and give respect to relationships.

7. Those who have a desire to feed the hungry can become better wives.


কামসূত্র নয়, কামশাস্ত্রে দাম্পত্যের ব্যাপারে আরও গভীর তত্ত্ব পাওয়া যায়। মানসিক থেকে শারীরিক সম্পর্ক, সবকিছুর উপরেই নির্ভর করে সুস্থ দাম্পত্য। আর সেই প্রসঙ্গে দাম্পত্যের ব্যাপারে বেশ কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কামশাস্ত্রে। স্ত্রী ঠিক কেমন হলে দাম্পত্য সুখের হয়, রয়েছে সেই গুনগুলিও। জেনে নিন:

১. স্বামী ও স্ত্রী’র পরিবারের মধ্যে কিছু মিল থাকা প্রয়োজন। আর যে পরিবারের উদার হিসেবে সুখ্যাতি রয়েছে, সেই পরিবারের মেয়েকেই বিয়ে করা উচিৎ।

২. স্ত্রী বুদ্ধিমতী হওয়া প্রয়োজন। আর বিশ্ব জুড়ে কি ঘটছে, সেব্যাপারে জ্ঞান থাকা দরকার। স্ত্রী’র শিক্ষা সমাজ ও পরিবারে উন্নতি নিয়ে আসে।
৩. স্ত্রী’কে তাঁর চারপাশের লোকজনের সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। যে কোনও স্তরের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।

৪. সামাজিক কর্তব্যের পাশাপাশি ধর্মকর্মে নিষ্ঠা থাকা উচিৎ একজন স্ত্রী’র। ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে চলা উচিৎ।

৫. কণ্ঠস্বর হওয়া উচিৎ ধীর ও মধুর। লক্ষ্মীর মত টাকা সঞ্চয় করা উচিৎ, সরস্বতীর মত পবিত্র হওয়া উচিৎ ও পার্বতীর মত স্বামীর প্রতি নিষ্ঠাশীল হতে হবে।

৬. যে মহিলা ভাই-বোনদের সঙ্গে বড় হয়ে উঠেছেন, তার ধৈর্য্য অনেক বেশি হয়। তারা শিশুদের ভালোবাসতে পারে ও সম্পর্কের মর্যাদা দিতে পারে।

৭. ক্ষুধার্তকে যাদের খাওয়ানোর ইচ্ছা থাকে, তারা ভালো স্ত্রী হয়ে উঠতে পারে।

No comments:

Post a Comment