অনলাইনে শপিংয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে চীনের। দেশটির বিশ্বের সর্ববৃহৎ ই কমার্স সাইট আলীবাবা, তাওবায়েসহ বেশকিছু সাইট রয়েছে।
এতোদিন এসব সাইটে নানা ধরনে ইলেকট্রনিক্স পণ্য, দৈনন্দিন প্রয়োজনী জিনিসপত্র বিক্রি হত। কিন্তু এবার সবাইকে অবাক করে দেশটির অনলাইনে বিক্রি হল দুটি বোয়িং বিমান।
চীনের ই-শপিং ওয়েবসাইট তাওবাওয়ে বিক্রি করেছে এ দুটি বোয়িং বিমান। বোয়িং-৭৪৭ নামের বিমান দুটি ৪ কোটি ৮০ লাখ ডলারে বিক্রি হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, বিলুপ্তপ্রায় একটি কার্গো কোম্পানি এই বিমান দুটির মালিক ছিল। কোম্পানিটি আদালতে দেউলিয়া ঘোষণার আবেদন করার পর থেকে বিমান দুটি বিক্রির চেষ্টা চলছিল। সেই লক্ষ্যে ছয়বার নিলামও বসে। বিক্রি না হওয়ায় এবার অনলাইনে এটি বিক্রির পরিকল্পনা নেয়া হয়। অনলাইন নিলামে বিমান দুটি কিনেছে চীনা কোম্পানি এসএফ এয়ারলাইনস।
যাত্রী ও পণ্যবাহী বিশাল সুপরিসর উড়োজাহাজ বোয়িং ৭৪৭। ২০১৩ সালের সেপ্টেম্বরে উড়োজাহাজ দুটির মালিক জেড কার্গো ইন্টারন্যাশনাল আদালতে তাদের দেউলিয়া ঘোষণা করার আবেদন জানান। এরপর থেকে চীনের সাংহাই ও শেনঝেন প্রদেশে সংরক্ষণ করে রাখা ছিল উড়োজাহাজ দুটি।
No comments:
Post a Comment