Tuesday, November 28, 2017

ব্রিটেনে বাংলাদেশি সেলিনার চমক Bangladeshi celine shine in Britain


Published: 28 November, 13:43 Online version

Selina Begum (16), a Bangladeshi origin student, has won the title of Britain's prestigious debate. Selina has been voted the best debater in this school debate.

Selina Begum secures first place in 200 schools of different schools. The 16-year-old student expressed her views on issues related to junk food, privacy rights and abolition of death penalty in the United States.

Selina, a student at Newham Collegiate Sixth Form Center in London. Earlier this month, she participated in the annual debate competition organized by Eaton College, the world famous university with three classmates from this institution.

Selina Begum wants to study history at Oxford University in the future. He is now preparing himself for that goal.

Sylina house in Sylhet district's south Surma upazila under the Mughla market. Her father, Abdur Rahim, went to England with family in 1990. They are currently living in East London.

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০১৭ ১৩:৪৩ অনলাইন ভার্সন

ব্রিটেনের সম্মানজনক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সেলিনা বেগম (১৬)। রাষ্ট্রীয় অর্থায়নে আয়োজিত এই স্কুল বিতর্কে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছি সেলিনা।

সেলিনা বেগম বিভিন্ন স্কুলের ২০০ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে। বিতর্কে জাঙ্ক ফুড, গোপনীয়তার অধিকার এবং যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড বিলোপের মতো বিষয়গুলোতে নিজের বক্তব্য তুলে ধরেন ১৬ বছরের এ শিক্ষার্থী।

লন্ডনের নিউহ্যাম কলেজিয়েট সিক্সথ ফর্ম সেন্টারের শিক্ষার্থী সেলিনা। এ মাসের গোড়ার দিকে তিনি এই প্রতিষ্ঠান থেকে তিন সহপাঠীকে নিয়ে বিশ্বখ্যাত ইটন কলেজে আয়োজিত বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন।

ভবিষ্যতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে পড়াশুনা করতে চান সেলিনা বেগম। সে লক্ষ্যে এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন তিনি।

সেলিনার বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাধীন মোগলা বাজারে। তার বাবা আব্দুর রহিম ১৯৯০ সালে পরিবার নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান। বর্তমানে পূর্ব লন্ডনে তারা বসবাস করছেন।

No comments:

Post a Comment