Tuesday, November 28, 2017

মঙ্গলগ্রহে 'মুক্তোর শহর', নকশা বানাল এমআইটি! 'Pitya City' on Mars, design made MIT!


Published: November 28, 017 12:24 Online version

Mars is known as the Solar System's Red Planet. Red is the name of the red planet because of its red look from the earth.

 But the planet's red soil is red due to the red. The Massachusetts Institute of Technology (MIT), the United States of America, released the design of the red soil.
The design of MIT is made in such a way that if you look from a distance, it seems that someone has carefully spread over the redhead, one pearl pearls. . But when he got closer he was a huge city. His house is like Eskimos Igloo. But big in shape. Opening the doors of the house can be seen inside the stems, and there are huge trees standing in front of them. Arranged in its span-colored family.

In the near future, such a city may be formed on Mars's land. MIT has designed the city of Bhinappar. The name has been named 'Redwood Forest'.
At least 50 people can stay in each house. There will be a few open spaces alongside the dormitory. If there is no water, there is a separate plan for scientists. Under the specially-made trees, roots will go down like a tunnel. Residents of this house will travel from one house to another in the tunnel. The plan to build road through the ground floor of living out of harmful cosmic rays of the outside world. Apart from that, there is sometimes a metamorphosis of metallurgical diseases. Under the open sky, it is also a danger. That's exactly why the entire house will look like the Igloo covered with white cover.

The nine-member MIT-Bahini is headed by Valentina Sumini and Kaitlyn Müller. Sumini said, "The soil of Mars (Regolith), water, ice and of course sunlight will be used for everyday activities. "In his words," We have given the city the look of the jungle by wishing it. It's a lot symbolic. The way the green is spread, the idea that Mars-modelale has been highlighted. ''


সৌরজগতের লাল গ্রহ নামেই পরিচিত মঙ্গল গ্রহ। পৃথিবী থেকে অনেকটা লাল দেখানোর কারণেই এর নাম হচ্ছে লাল গ্রহ।

 তবে গ্রহের লাল মাটিই লাল দেখানোর কারণ।   আর এবার সেই লাল মাটিতে শহর তৈরির নকশা প্রকাশ করল যুক্তরাষ্ট্রের ‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি’ (এমআইটি)।
এমআইটির নকশা এমনভাবে তৈরি যে দূর থেকে দেখলে মনে হবে লালমাটির উপরে কেউ যেন সযত্নে ছড়িয়ে দিয়েছে একমুঠো মুক্তো। । কিন্তু কাছে গেলেই সে এক প্রকাণ্ড শহর। তার বাড়িগুলো দেখতে অনেকটা এস্কিমোদের ইগলুর মতো। কিন্তু আকৃতিতে বড়। বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকলেই দেখা যাবে ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে প্রকাণ্ড সব বৃক্ষ। তার ফাঁকেই সাজানো-গোছানো সংসার।

অদূর ভবিষ্যতে এমনই একটা শহর হয়তো গড়ে উঠবে মঙ্গলের মাটিতে। ভিনগ্রহের সেই শহরের নকশা বানিয়েছে এমআইটি।   নাম রাখা হয়েছে ‘রেডউড ফরেস্ট’।
এক-একটা বাড়িতে অন্তত ৫০ জন থাকতে পারবেন। শোওয়া-বিশ্রামের পাশাপাশি থাকবে বেশ খানিকটা খোলা জায়গা। যাতে জলকষ্ট না থাকে, তার জন্যেও আলাদা পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। বিশেষ ভাবে তৈরি গাছগুলোর নীচে সুড়ঙ্গের মতো চলে যাবে শিকড়। ওই সুড়ঙ্গ-পথেই এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত করবেন বাসিন্দারা। বহির্বিশ্বের ক্ষতিকর কসমিক রশ্মি থেকে বাঁচতেই মাটির তলা দিয়ে রাস্তা তৈরির পরিকল্পনা। তা ছাড়া, মাঝেমধ্যেই উল্কাবৃষ্টিতে আক্রান্ত হয় লালগ্রহ। খোলা আকাশের নীচে সেটাও একটা বিপদ। ঠিক সেই কারণেই ইগলুর মতো দেখতে গোটা বাড়িটা ঢাকা থাকবে সাদা আচ্ছাদনে।

নয় সদস্যের এমআইটি-বাহিনীর নেতৃত্বে রয়েছেন ভ্যালেন্টিনা সুমিনি এবং কেটলিন ম্যুলার। সুমিনি বলেন, ‘‘দৈনন্দিন কাজকর্মের জন্য ব্যবহার করা হবে মঙ্গলের মাটি (রেগোলিথ), জল, বরফ ও অবশ্যই সূর্যালোক। ’’ তাঁর কথায়, ‘‘ইচ্ছে করেই শহরটাকে জঙ্গলের চেহারা দিয়েছি আমরা। এটা অনেকটাই প্রতীকী। সবুজ যে ভাবে বিস্তার লাভ করে, সেই ভাবনাটাকেই তুলে ধরা হয়েছে মঙ্গল-মডেলে। ’’

No comments:

Post a Comment