Monday, December 11, 2017

মিলনের পর গোসল করলে কি গর্ভধারণ এড়ানো যায়? What can be avoided after bathing after bathing?

The present youth and young people are engaging in secret marriages. This rate is increasing day by day in the world. The new generation of teenage juveniles is also ignorant about the effective way of birth control. A new study revealed such information.

A study by Clothes Or Cladded Up: Your Right to Be informed about Contraption, USA's Bayer Healthcare Pharmaceuticals The research is conducted on six thousand young people in 26 countries.
Fox News.com reports that there are also Chile, Poland and China among these countries. The study, published on the occasion of World Contraception Day (WCD), said that the rate of unrelenting sexual intercourse with new partners was 111% in France, 39% in the United States and 19% in the UK.

This rate has been in the last three years. Dennis Keller, a member of the WCDD task force, who is involved in the study, said that young people are not receiving reliable information or getting obstacles in getting them pregnant.

The whole world has seen this picture. Not only that, many aggravations and misconceptions still exist among young people. It is also said in the study, unplanned pregnancies is an issue in the world.

There have been questions about the value of sex education in those countries because of the increase in the number of youths in some countries due to unsafe sexual intercourse. Half of young people participating in the study in Europe say that they have learned sex from school.

On the other hand, in Latin America, the Pacific region and the United States, one-third of the educational institutions are aware of getting awareness information. Others said that they felt embarrassed to ask the health worker or the doctor about it.

In this context, International Planned Parenthood Federation spokesman Jennifer Woodside said that young people are saying that they are not getting the right information about sex. Some people are also getting wrong information.

She also said that many of these youths do not have enough knowledge about sexual health. Some people do not want to be embarrassed by this question, and some do not even want to discuss the matter with their partner.

In this, unexpected pregnancies and sexually transmitted diseases are spreading through one another. There are many misconceptions about sex in search.

It shows, one third of the Egyptians believe that pregnancy can be avoided after bathing. On the other hand, Thailand and one-fourth of India's young people believe that sexual intercourse during menstruation is the easiest way to avoid conception.


গোপন মিলনে জড়িয়ে পড়ছে বর্তমান তরুণ-তরুণীরা। সারা বিশ্বেই এই হার দিনকে দিন বাড়ছে। নতুন প্রজন্মের এসব টিনএজার জন্মনিয়ন্ত্রণের কার্যকর উপায় সম্পর্কেও অজ্ঞ। নতুন একটি গবেষণায় এমন তথ্যই বেরিয়ে এসেছে।

ক্লুলেস অর ক্লড আপ: ইয়োর রাইট টু বি ইনফর্মড অ্যাবাউট কন্ট্রাসেপশন নামে একটি গবেষণাটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের বেয়ার হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস। ২৬টি দেশে ছয় হাজার তরুণ-তরুণীর ওপর ওই গবেষণাটি পরিচালনা করা হয়।
এই সমস্ত দেশের মধ্যে চিলি, পোল্যান্ড এবং চিনও রয়েছে বলে ফক্স নিউজ ডটকমের প্রতিবেদনে বলা হয়। বিশ্ব গর্ভ-নিরোধ দিবস (ওয়ার্ল্ড কন্ট্রাসেপশন দিবস-ডব্লিউসিডি) উপলক্ষ্যে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, নতুন সঙ্গীর সঙ্গে অনিরাপদ যৌন সংসর্গে জড়িয়ে পড়ার হার ফ্রান্সে ১১১ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৩৯ শতাংশ এবং যুক্তরাজ্যে ১৯ শতাংশ।

এই হার গত তিন বছরের। গবেষণার সঙ্গে জড়িত ডব্লিউসিডি’র টাস্কফোর্সের সদস্য ডেনিস কেলার জানিয়েছেন, গর্ভ-নিরোধ সম্পর্কে তরুণ-তরুণীরা বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছে না কিংবা তা পেতে বাধার সম্মুখীন হচ্ছে।

সারা বিশ্বেই এই চিত্র চোখে পড়েছে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে এখনও অনেক আজগুবি এবং ভ্রান্ত ধারণা তরুণ-তরুণীদের মধ্যে প্রচলিত রয়েছে। গবেষণায় আরও বলা হয়, অপরিকল্পিত গর্ভধারণ সারাবিশ্বেই একটি আলোচ্য ইস্যু।

কয়েকটি দেশের তরুণ-তরুণীদের অনিরাপদ যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার মাত্রা বেড়ে যাওয়ায় ওই সব দেশে যৌন-শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে। ইউরোপে গবেষণায় অংশ নেওয়া তরুণ-তরুণীদের অর্ধেক বলেছে, তারা স্কুল থেকে যৌন বিষয়ে শিক্ষা পেয়েছে।

অন্যদিকে লাতিন আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং যুক্তরাষ্ট্রে তিনভাগের-একভাগ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতামূলক তথ্য পাওয়ার কথা বলেছেন। আবার কেউ কেউ বলেছে, তারা স্বাস্থ্যকর্মী বা চিকিত্সককে এ ব্যাপারে প্রশ্ন করতে বিব্রত বোধ করেছেন।

এ প্রসঙ্গে ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশনের মুখপাত্র জেনিফার উডসসাইড জানিয়েছেন, তরুণ-তরুণীরা তাদের প্রতিনিয়তই বলছে, তারা যৌন-বিষয়ে সঠিক তথ্য পাচ্ছে না। কেউ কেউ ভুল তথ্য পাওয়ার কথাও বলছে।?

তিনি আরও বলেন, যৌন-স্বাস্থ্য সম্পর্কে এসব তরুণ-তরুণীর অনেকেরই যথেষ্ট জ্ঞান নেই। কেউ কেউ এ ব্যাপারে প্রশ্ন করে বিব্রত হতে চায় না, আবার কেউ কেউ তার সঙ্গীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করতে চায় না।

এতে অপ্রত্যাশিত গর্ভধারণ ও যৌনবাহিত রোগ ছড়িয়ে পড়ছে একজনের মাধ্যমে অন্যজনের মধ্যে।গবেষণায় যৌন-বিষয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণাও উঠে এসেছে।

এতে দেখা যায়, মিশরীয়দের তিনভাগের একভাগ বিশ্বাস করে, যৌনমিলনের পর গোসল করলে গর্ভধারণ এড়ানো যায়। অন্যদিকে থাইল্যান্ড ও ভারতের চারভাগের একভাগ তরুণ-তরুণীর বিশ্বাস, ঋতুস্রাবের সময় যৌনমিলনই গর্ভধারণ এড়ানোর সবচেয়ে সহজ উপায়।

No comments:

Post a Comment