Monday, January 8, 2018

শীতে শরীর চাঙ্গা রাখে যেসব খাবার The food that keeps the body prolonged in winter

Some foods play a special role to increase the body temperature. As a result, the fear of getting infected with small and large diseases decreases completely. If the temperature drops, our digestibility capacity starts decreasing. At the same time, temperatures in the body decreased. Therefore, the risk of getting infected with various diseases increases. Under such circumstance, some foods may cause the body to be prolonged.

1. Tilpati:
The sweet-sized food made from sesame and molasses plays a special role in keeping the body warm during winter. In fact, molasses on the one hand strengthen the body's immune system, while on the other hand, keeping an eye on the temperature of the body, which does not decrease in temperature during the sesame. In fact, molasses and sesame play a special role in treating diseases like anemia.

2. Laddu:
If the laddoos made from plant juice, flour, sugar, ghee, nuts and cardamom can be eaten throughout the winter, then the fear of disease can be reduced considerably. Because the juice collected from the plant suddenly increases the body temperature. And the rest of the components play a special role in keeping the body free.

3. Orange lemon:
Vitamin C and such fruits are advised to eat more quantity in the winter. Because these two components play a special role in strengthening the immune system. Once again, immunity increases, then there is no chance of any disease being besieged.

4. Carrots:
Winters in the winter - the grip of infection infection? If you want to eat gazers regularly Because these vegetables like orange lemon are also rich in Vitamin C. As a consequence of the introduction of the Gazette in Rose Diet, the risk of disease will be reduced. In addition to that, the body became energized from inside.

5. Tissue seeds:
Sprinkle the halo with the amount of chickpea like quantity. Then mix it with a little bit of molasses, nuts and papaya seeds. If you can eat this post throughout the winter, then there will be no other thought about the body. Because the components that are being used here are body-friendly. Not only that, this term made by TSI seeds plays a special role to meet the shortage of omega three fatty acids.

6. Chikki:
This tasty made by molasses and nuts is as tasty as it is also useful for the body. Because the molasses strengthen the body's immune system on one side. On the other hand, the nut keeps the body warm. As a result, in all aspects the body becomes so tight that there is no danger of becoming sick.

7. Eggs with vegetables:
Each day, one egg will be eaten with omelet, any vegetables of choice. Then on the one hand, such as increasing the deficiency of protein, the body will increase its strength, on the other hand, eating stomach vegetables will increase the level of antioxidant in the body. As a result, the immune system will become so strong that there will be no other thought about the body.


কিছু খাবার শরীরের তাপমাত্রাকে বাড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে ছোট-বড় নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। তাপমাত্র কমতে থাকলে আমাদের হজম ক্ষমতা কমে যেতে শুরু করে। সেই সঙ্গে দেহের অন্দরে তাপমাত্রাও কমতে থাকে। তাই তো নানাবিধ রোগে আক্রান্ত হওযার আশঙ্কা বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে বিশেষ কিছু খাবারই পারে শরীরকে চাঙ্গা রাখতে।

১. তিলপাট্টি:
তিল এবং গুড় দিয়ে বানানো মচমচে মিষ্টি জাতীয় এই খাবারটি শীতকালে শরীরকে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আসলে এক্ষেত্রে গুড় একদিকে যেমন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে, তেমনি অন্যদিকে তিল দেহের আন্দরে তাপমাত্র যাতে না কমে, সেদিকে খেয়াল রাখে। প্রসঙ্গত, রক্তাল্পতার মতো রোগের চিকিৎসাতেও গুড় এবং তিল বিশেষ ভূমিকা পালন করে থাকে।

২. লাডডু:
গাছের রস, ময়দা, চিনি, ঘি, বাদাম এবং এলাচ দিয়ে বানানো লাডডু যদি সারা শীতকাল জুড়ে খেতে পারেন, তাহলে রোগ ভোগের আশঙ্কা একেবারে কমে যায়। কারণ গাছ থেকে সংগ্রহ করা রস শরীরের তাপমাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয়। আর বাকি উপাদানগুলি শরীরকে রোগ মুক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৩. কমলা লেবু:
ভিটামিন সি এবং এ রয়েছে এমন ধরনের ফল শীতকালে বেশি মাত্রায় খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কারণ এই দুটি উপাদান শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে শক্তিশালী করে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একবার ইমিউনিটি বেড়ে গেলে কোন ধরনের রোগই ধারে কাছে ঘেঁষার সুযোগ পায় না।

৪. গাজর: 
শীতকালে সর্দিকাশির-সংক্রমণের খপ্পর থেকে বাঁচতে চান? চাহলে তো বন্ধু নিয়নিত গাজর খেতেই হবে। কারণ কমলা লেবুর মতো এই সবজিটিও ভিটামিন সি-এ ঠাসা। ফলে রোজের ডায়েটে গাজরের অন্তর্ভুক্তি ঘটালে রোগ ভোগের আশঙ্কা তো কমেই। সেই সঙ্গে শরীরও ভিতরে থেকে চাঙ্গা হয়ে ওঠে।

৫. তিসির বীজ: 
পরিমাণ মতো তিসির বীজ নিয়ে হলকা ভেজে নিন। তারপর তাতে অল্প করে গুড়, বাদাম এবং পেঁপের বীজ দিয়ে এক সঙ্গে মিশিয়ে নিন। এই পদটি সারা শীতকাল জুড়ে যদি খেতে পারেন, তাহলে শরীর নিয়ে আর কোনও চিন্তাই থাকবে না। কারণ যে যে উপাদানগুলি এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, সেগুলি প্রতিটিই শরীর বান্ধব। শুধু তাই নয়, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি মেটাতেও তিসির বীজ দিয়ে বানানো এই পদটি বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৬. চিক্কি: 
গুড় এবং বাদাম দিয়ে বানানো সুস্বাদু এই পদটি যেমন মুখরোচক, তেমনি শরীরের পক্ষে উপকারিও বটে। কারণ গুড় একদিকে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে। অন্যদিকে বাদাম শরীরকে গরম রাখে। ফলে সব দিক থেকে শরীর এত মাত্রায় সুরক্ষিত হয়ে যায় যে অসুস্থ হওয়ার কোনও আশঙ্কাই থাকে না।

৭. সবজির সঙ্গে ডিম: 
প্রতিদিন একটা করে ডিমের অমলেট, পছন্দের যে কোন সবজির সঙ্গে খেতে হবে। তাহলেই একদিকে যেমন প্রোটিনের ঘাটতি মিটিয়ে শরীরে শক্তি বাড়াবে, তেমনি অন্যদিকে পেট ভরে সবজি খাওয়ার কারণে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পাবে। ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থা এতটা শক্তিশালী হয়ে উঠবে যে শরীরকে নিয়ে আর কোন চিন্তাই থাকবে না।

No comments:

Post a Comment