Tuesday, January 16, 2018

যৌন হেনস্থা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য কাল্কি কোয়েচলিনের Explosive commentary about sexual harassment by Kalki Koechlin


File images

More than just talking about sexual harassment, it's coming publicly. The victims are open mouth. #My Trend has become very popular. Even Time magazine has come to the list of the year's year. However, Bollywood is still reluctant to open the face of sexual assault. Its the only reason the carrier.

Recently, in an interview to the BBC, such an explosive claim that Bollywood actress Kalki Koichlin Her claim, no Bollywood actress wants to open her mouth with fear of losing her career. Because Bollywood actresses in India are still open to expressing any sexual intimacy with them, it is nothing more than a yummy headline.

Kalki said, in this context, more than one person had to make more than one comment. The tip of the road falls. Many people use the motto He has a carrier. When someone's name is revealed, it is difficult to find the actress or model of Bollywood in Bollywood. No actress wants to face this situation. Speaking of these things openly means increasing the pressure on yourself.

যৌন হেনস্থা নিয়ে একাধিক কথা এখন প্রকাশ্যে আসছে। নির্যাতিতারা মুখ খুলছেন। #মি টু ট্রেন্ড ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। এমনকী টাইম ম্যাগাজিনে বছরের সেরার তালিকায় এসেছে মি টু। অথচ বলিউড এখনও যৌনহেনস্থার ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ। তার একমাত্রা কারণ ক্যারিয়ার। 

সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করলেন বলিউডের অভিনেত্রী কল্কি কোয়েচলিন। তার দাবি, ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার ভয়েই বলিউডের কোনও অভিনেত্রীই এই নিয়ে মুখ খুলতে চান না। কারণ ভারতে এখনও বলিউডের অভিনেত্রীরা তাদের সঙ্গে ঘটা কোনও যৌনহেনস্থার কথা প্রকাশ্যে বললে, সেটা মুখরোচক একটি হেডলাইন ছাড়া আর কিছুই হয় না। 

কাল্কি বলেন, এই প্রসঙ্গে একাধিক লোক একাধিক মন্তব্য করতে থাকেন। পরামর্শের হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে নীতিবাক্য আওড়াতে থাকেন। তার উপর থাকে ক্যারিয়ার। কারোর নাম প্রকাশ করলে বলিউডে সেই অভিনেত্রীর বা মডেলের কাজ পাওয়া মুশকিল হয়ে যায়। এই পরিস্থিতির সম্মুখীন কোনও অভিনেত্রীই হতে চান না। প্রকাশ্যে এসবের কথা বলা মানে নিজের উপর চাপ বাড়ানো।

No comments:

Post a Comment