Monday, January 15, 2018

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে Bangladesh-Zimbabwe face-off today in the first match of the tri-series


In the first match of the tri-series, the Tigers appear to be playing in the Mirpur Sher-e-Bangla Cricket Stadium. Opponent Zimbabwe The match will start at 12 noon.

Meanwhile, Tiger captain Mashrafe Bin Mortaza, confident about the tri-series in the home field, According to him, if you can afford 70-80 percent of the capacity, success will come.

In this case, senior players will have to play with the most responsibilities. Lead to the front. And the future of victory in the home ground will be more powerful as the Tigers - the expectation of the fans.

Bangladesh captain Mohammad Mashrafe, aiming to win from the first match, said, "We all have the same expectations like that. We definitely want to win and win well. We will play in good cricket. "

Zimbabwe Squad
Graeme Cremer (captain), Hamilton Masakadza, Solomon Maire, Craig Arvin, Brandon Taylor, Sikandar Raja, Peter Moore, Malcolm Waller, Ryan Murray, Tendai Chasru, Brandon Mavuta, Blessing Mujarban, Christopher Empufu, Chandie Chata, Kyle Jarvis.

Bangladesh squad for the first two matches
Mashrafe Bin Mortaza (capt), Tamim Iqbal, Shakib Al Hasan, Mushfiqur Rahim (wicketkeeper), Mahmudullah Riyad, Imrul Kayes, Sabbir Rahman, Enamul Haque Bijoy, Mohammad Mithun, Mehdi Hasan Miraj, Rubel Hossain, Mustafizur Rahman, Nasir Hossain, Mohammad Saifuddin, Abul Hasan Raju, Sanjamul Islam.


ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে টাইগাররা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।

এদিকে, ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার মতে, সামর্থ্যের ৭০-৮০ ভাগ দিতে পারলেই সফলতা আসবে।

এক্ষেত্রে সিনিয়রদেরকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। দিতে হবে সামনে থেকে নেতৃত্ব। আর  ঘরের মাঠে জয়ের ধারবাহিকতা ধরে রেখে আরও শক্তিশালী রূপে আবির্ভাব হবে টাইগারদের- এমনটাই প্রত্যাশা ভক্তদের।

প্রথম ম্যাচ থেকেই জয়ের লক্ষ্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফির, 'সবার মত আমাদেরও একই প্রত্যাশা। আমরা অবশ্যই জিততে চাই এবং ভালোভাবে জিততে চাই। আমরা ভালো ক্রিকেট খেলতেই মাঠে নামব।'

জিম্বাবুয়ে স্কোয়াড
গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারে, টেন্ডাই চিসুরু, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজার্বানি, ক্রিস্টোফার এমপুফু, চেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

প্রথম দুই ম্যাচের বাংলাদেশ স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, সানজামুল ইসলাম।

No comments:

Post a Comment