Monday, December 11, 2017

যে কারণে নারীরা রয়ে যান জীবনে অসুখী ও অতৃপ্ত? Why are women unhappy and insatiable in life?

Women's lives are unlikely to be unhappy compared to men. Even the women of their love are not happy with the life of a lot of women. Despite not expressing his face, he continued to live life with a squeezed anger and many can not say that his dissatisfaction in life. But why is this? Why are so many women unhappy and insatiable in life?

1) Misconceptions and ignorance:
The main reason for women's unhappiness in sex life is lack of adequate sex education. Sex is not only a means of child production, it is a matter of great happiness for both men and women - even today many ignorant women about this issue What to do or how to become more fond of sexual intercourse, it does not know that they remain unhappy and insatiable.

2) Misconceptions about organs:
Orgajam or the ultimate happiness that is not only for men. Women can also get the organs and it does not know how many women, like every other man, do not know this fact. How is it possible to get Orgajam, if you meet any position, orgamam easily comes in, etc., women remain unhappy due to ignorance.

3) Shouting about physical-mental problems:
Are not you interested in sex or feeling a physical problem surrounding sexuality? Do not go to the doctor in such condition most women As a result, due to lack of little medical treatment, their sexual life remains horrific.

4) Fear of sexuality:
Many women work in different phases of sexuality. As a result, they can never have a simple view of this matter, it remains unmistakable on the issue forever.

5) Selfishness of male partner
Most men are not concerned about meeting their sexual needs. Rather, when they meet their demands, they start behaving like selfish. This is also a big reason for women to be insatiable.

6) Wrong idea about orgazham
Orgajam or the ultimate happiness that is not only for men. Women can also get the organs and it does not know how many women, like every other man, do not know this fact. How is it possible to get Orgajam, if you meet any position, orgamam easily comes in, etc., women remain unhappy due to ignorance.

7) Shocked about physical-mental problems
Are not you interested in sex or feeling a physical problem surrounding sexuality? Do not go to the doctor in such condition most women As a result, due to lack of little medical treatment, their sexual life remains horrific.

8) Fear around sexuality
Many women work in different phases of sexuality. As a result, they can never have a simple view of this matter, it remains unmistakable on the issue forever. 

পুরুষের তুলনায় জীবনে নারীদের অসুখী হবার হার অনেক বেশি। এমনকি নিজের ভালোবাসার পুরুষটির সাথেও জীবন নিয়ে খুশি নন প্রচুর নারী। মুখে প্রকাশ না করলেও মনের মাঝে একটা চাপা ক্ষোভ নিয়ে জীবন যাপন করেন টানা, মুখ ফুটে অনেকেই বলতে পারেন না জীবনে নিজের অতৃপ্তির কথা। কিন্তু এটা কেন? কেন প্রচুর নারী রয়ে যান জীবনে অসুখী ও অতৃপ্ত?

১) ভুল ধারণা ও অজ্ঞতা :
নারীদের যৌন জীবনে অসুখী রয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে পর্যাপ্ত যৌন শিক্ষার অভাব। যৌনতা যে কেবল সন্তান উৎপাদনের মাধ্যম নয়, নারী ও পুরুষ উভয়ের জন্যই একটি আনন্দের ব্যাপার- এই ব্যাপারটি সম্পর্কে আজও অজ্ঞ প্রচুর নারী। কী করতে হবে বা কীভাবে করলে আরও আনন্দময় হয়ে উঠবে যৌন মিলন, সেটা জানা নেই বলে তাঁরা রয়ে যান অসুখী ও অতৃপ্ত।

২) অরগাজম সম্পর্কে ভুল ধারণা :
অরগাজম বা চূড়ান্ত সুখ যে কেবল পুরুষের জন্য নয়। নারীরাও যে অরগাজম লাভ করতে পারেন এবং সেটা পুরুষদের মতই প্রত্যেক মিলনে, এই ব্যাপারটি জানেন না প্রচুর নারী। কীভাবে অরগাজম লাভ সম্ভব, কোন পজিশনে মিলিত হলে অরগাজম সহজে আসে ইত্যাদি বিষয়ে অজ্ঞতার কারণে নারীরা রয়ে যান অসুখী।

৩) শারীরিক-মানসিক সমস্যা নিয়ে সংকোচ :
যৌনতায় আগ্রহ নেই বা যৌনতা ঘিরে কোন শারীরিক সমস্যা বোধ করছেন? এমন অবস্থায় ডাক্তারের কাছে যান না অধিকাংশ নারী। ফলে সামান্য একটু চিকিৎসার অভাবেই তাঁদের যৌন জীবন রয়ে যায় বিভীষিকা ময়।

৪) যৌনতা ঘিরে ভয় :
অনেক নারীর মাঝেই যৌনতা বিষয়ে নানান রকমের ভীতি কাজ করে। ফলে এই বিষয়টি সম্পর্কে তাঁরা কখনো সহজ মনোভাব পোষণ করতে পারেন না, চিরকাল বিষয়টি নিয়ে আড়ষ্টতা রয়ে যায়।

৫) পুরুষ সঙ্গীর স্বার্থপরতা
বেশিরভাগ পুরুষই নিজের সঙ্গীনির যৌন চাহিদা পূরণের ব্যাপারে মনযোগী নন। বরং নিজের চাহিদা মিটে গেলেই তাঁরা স্বার্থপরের মত আচরণ করতে শুরু করেন। এটাও নারীদের অতৃপ্ত থাকার একটি বড় কারণ।

৬) অরগাজম সম্পর্কে ভুল ধারণা
অরগাজম বা চূড়ান্ত সুখ যে কেবল পুরুষের জন্য নয়। নারীরাও যে অরগাজম লাভ করতে পারেন এবং সেটা পুরুষদের মতই প্রত্যেক মিলনে, এই ব্যাপারটি জানেন না প্রচুর নারী। কীভাবে অরগাজম লাভ সম্ভব, কোন পজিশনে মিলিত হলে অরগাজম সহজে আসে ইত্যাদি বিষয়ে অজ্ঞতার কারণে নারীরা রয়ে যান অসুখী।

৭) শারীরিক-মানসিক সমস্যা নিয়ে সংকোচ
যৌনতায় আগ্রহ নেই বা যৌনতা ঘিরে কোন শারীরিক সমস্যা বোধ করছেন? এমন অবস্থায় ডাক্তারের কাছে যান না অধিকাংশ নারী। ফলে সামান্য একটু চিকিৎসার অভাবেই তাঁদের যৌন জীবন রয়ে যায় বিভীষিকা ময়।

৮) যৌনতা ঘিরে ভয়
অনেক নারীর মাঝেই যৌনতা বিষয়ে নানান রকমের ভীতি কাজ করে। ফলে এই বিষয়টি সম্পর্কে তাঁরা কখনো সহজ মনোভাব পোষণ করতে পারেন না, চিরকাল বিষয়টি নিয়ে আড়ষ্টতা রয়ে যায়।

No comments:

Post a Comment