Monday, December 11, 2017

জানেন, কোন ঋতুতে যৌনতায় লিপ্ত হলে সম্পর্কে গভীরতা বাড়ে? You know, if there is sex in a season, then the depth increases?



Do not say? Hey Why is that? Winter season No, no poems are talking about. Scientists say that winter sex increases the relationship between couples. Reduces mental depression, even bone pain. Enhances the prevention of diseases.

Winters increase the warmth of the winter. Even at this time, sexual relations is more deep, says scientists. In the winter, it is more healthy to sleep than coat folding in the head with open head in the chest than the warm clothes of warm clothes or wool cloth, says doctors.

Even if it is heartbroken, 'Winter Sex' may become one of the worst. Winter means to keep your spots in the winter. Winter love enhances It seems to have started to clutter? In that case, if the mate is not wearing a hot dress, then embrace it, the mind is bound to be well, the information that came up in a Russian university study. If you love your partner with a craft, your fear of heart disease decreases, it is very happy to see many couples.

According to the study, bathing together with severe cold water can reduce the warmth of the relationship if sexual intercourse creates sexual intercourse, blood pressure problems.

Scientists say that for some people, the normal temperature of the body is very high. They are more satisfied about winter sex. Winter sex can keep people away from heart disease. Hormonal experts are also promising winter conflicts for emotional exhaustion.

In the summer, couples or lover-lovers have little time during sexual intercourse, but in the winter the relationship gets another, it is also said to be a study in Japan.

Winter hug reduces mental depression. Due to the increase of blood, Vitamin D is more concerned about setting up sexual intercourse in the winter than in winter. Because of the establishment of sexual intercourse, the amount of oxytocin and endorphin hormones in the body increases.

It is also said in the Ayurvedic theology that only meditation on winter sex is possible in relation to the pain of any type of bone. This is what a group of researchers from America say. Immunity or immunosuppressiveness is more likely to increase sexual intercourse than drugs.

বলা বারণ? উঁহু। তা কেন?  আদরের ঋতু শীতকাল। না,  কোনও কবিতার কথা হচ্ছে না। বিজ্ঞানীরাই বলছেন, শীতকালীন যৌনমিলন যুগলের সম্পর্কের গভীরতা বাড়িয়ে দেয়। কমিয়ে দেয় মানসিক অবসাদ, এমনকী হাড়ের ব্যথাও। বাড়িয়ে দেয় রোগপ্রতিরোধ ক্ষমতাও।

শীতকালে সম্পর্কের উষ্ণতা বাড়ে। এমনকী, যৌন সম্পর্ক আরও বেশি গভীর হয় এই সময়েই, বলছেন বিজ্ঞানীরা। শীতকালে গরম পোশাক বা পশমের চাদরের উষ্ণতার চেয়ে সঙ্গীর খোলা বুকে মাথা রেখে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকাটা বেশি স্বাস্থ্যকর, বলছেন চিকিৎসকরাও।

এমনকী, মন খারাপ হলেও ‘উইন্টার সেক্স’ অন্যতম দাওয়াই হয়ে উঠতে পারে । শীতকাল মানেই আদরের দাগ রেখে দেওয়া। শীতকাল প্রেম বাড়ায়। সম্পর্কে চিড় ধরতে শুরু করেছে বলে মনে হচ্ছে? সেক্ষেত্রে সঙ্গীকে একবার গরম পোশাক পরেই না হয় আলিঙ্গন করুন, মন ভাল হয়ে যেতে বাধ্য, রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এমনটাই তথ্য। লেপমুড়ি দিয়ে সঙ্গীকে আদর করলে হৃদরোগের আশঙ্কা কমে যায়, এহেন সমীক্ষা দেখে বেশ খুশিই হয়েছেন অনেক যুগল।

সমীক্ষায় প্রকাশ, মারাত্মক ঠান্ডা জলে দু’জনে একসঙ্গে স্নান করে তারপর যৌনসম্পর্ক তৈরি করলে সেই সম্পর্কের উষ্ণতা কমিয়ে দিতে পারে মানসিক অবসাদ, রক্তচাপের সমস্যাও।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, কোনও কোনও ব্যক্তির ক্ষেত্রে এমনিতেই দেহের স্বাভাবিক তাপমাত্রা বেশি থাকে। সেক্ষেত্রে শীতকালীন যৌন সম্পর্কেই তাঁরা বেশি তৃপ্ত হন। শীতকালীন যৌনসম্পর্ক হৃদরোগের থেকে দূরে রাখতে পারে মানুষকে। মানসিক অবসাদ কাটানোর জন্যও শীতকালীন সঙ্গমকেই প্রাধান্য দিচ্ছেন হরমোন বিশেষজ্ঞরাও।

গ্রীষ্মকালে দম্পতি বা প্রেমিক-প্রেমিকাদের যৌনসম্পর্কের সময় অনেকটাই কম থাকে, বরং শীতকালে সেই সম্পর্ক অন্যমাত্রা পায়, এমনটাই বলা হচ্ছে জাপানের একটি সমীক্ষাতেও।

শীতকালীন আলিঙ্গন কমিয়ে দেয় মানসিক অবসাদও। শীতকালে রোদ পোহানোর চেয়ে ভিটামিন ডি—র পরিমাণ রক্তে বাড়িয়ে নিতে যৌনসম্পর্ক স্থাপনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরাও। কারণ যৌনসম্পর্ক স্থাপনের ফলে দেহে অক্সিটোসিন ও এনডরফিন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়।

যে কোনও রকমের হাড়ের ব্যথা উপশমে শীতকালীন যৌনসম্পর্ক একমাত্র দাওয়াই এমনটা আয়ুর্বেদ শাস্ত্রেও বলা হয়েছে। এই কথাই বলছেন আমেরিকার একদল গবেষকও। ইমিউনিটি বা রোগপ্রতিরোধ ক্ষমতা ওষুধের তুলনায় যৌন সম্পর্ক স্থাপনেই অনেক বেশি বেড়ে যায়।

No comments:

Post a Comment