Monday, December 4, 2017

Fate opens the fate! ফাঁকা দাঁতে ভাগ্য খোলে!


In a wise sense, fate is a supernatural and deterministic concept where there are some forces (such as gods or spirits) that can happen according to certain rules of physics. The definition of fate is interpreted in different ways by philosophical, religious, mysteriousness and emotion. Knowing that the fate depends on a lot of teeth. It is also possible to explain the nature of the form, even if it is analyzed. Recently the archaeologist has claimed that the archives have been archived. Let's find out that researchers analyzed the structure of dental structures in more than one ancient document and what information they found -

* Those who are empty in their teeth, they are very brave and confident.

* Those who have a dentist, they are usually very intelligent and creative. Not only that, they do any work very enthusiastically. That is why success is their daily companion.

* Those who have their teeth in the front, are very successful in their career. Not only this, it is such a great work in life that the rest of the people started to accept their idol at one time.

* If they decide to do the job, you can leave them. In one word, all the qualities that need to be done to succeed in life can be found in them. They do not fall behind in dangerous work too.

* They all like to work. Trying to give the best in any work without thinking of success.

* Those who form the type of dental form, they make quick decisions without thinking. So many times they are involved in various problems. Such people love to talk too So they love to be among friends or known people.

* This kind of people are very lively, they love to eat. Only people who are not familiar foods are happy to have any type of food. They know very well how to spend money. That's why people never have to face financial crisis in the world.

প্রজ্ঞাপূর্ণ অর্থে ভাগ্য হল একটি অতিপ্রাকৃত এবং নির্ণায়ক ধারণা যেখানে কিছু শক্তি (যেমন দেবতা বা আত্মা) আছে যা পদার্থবিজ্ঞানের নির্দিষ্ট কিছু নিয়মানুযায়ী ঘটতে পারে। ভাগ্যের সংজ্ঞা দার্শনিক, ধর্মীয়, রহস্যময়তা এবং আবেগের দ্বারা ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়। জেনে হয়তো অবাক হবেন যে, দাঁতের ওপর ভাগ্য অনেকাংশে নির্ভর করে। এমনকি কার স্বভাব কেমন হবে, তাও অনেকাংশে দাঁতের গঠন বিশ্লেষণ করে বলে দেয়া সম্ভব। সম্প্রতি প্রাচীন নথি ঘেঁটে এমনটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা। জেনে নেয়া যাক গবেষকরা একাধিক প্রাচীন নথি ঘেঁটে দাঁতের গঠন বিশ্লেষণ করে আর কী কী তথ্য পেয়েছেন-

* যাদের দুই দাঁতের মাঝে ফাঁকা থাকে, তারা খুব সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে থাকেন।

* যাদের দাঁতের গঠন এমন, তারা সাধারণত খুব বুদ্ধিমান এবং ক্রিয়েটিভ হন। শুধু তাই নয়, এরা যে কোনো কাজ খুব উৎসাহের সঙ্গে করে থাকেন। যে কারণে সফলতা এদের প্রতিদিনের সঙ্গী হয়।

* যাদের সামনের পাটির দাঁতে ফাঁকা থাকে, তারা কর্মজীবনে খুব সফল হন। শুধু তাই নয়, জীবনে এত বড় কাজ করেন যে, বাকিরা একটা সময়ে গিয়ে তাদের আইডল হিসেবে মানতে শুরু করেন।

* তারা যদি ঠিক করে ফেলেন কাজটা করবেন, করেই ছাড়েন। এক কথায় জীবনে সফল হতে গেলে যেই গুণগুলো থাকার দরকার তা সবই খুঁজে পাওয়া যায় তাদের মধ্যে। বিপজ্জনক কাজেও পিছপা হন না তারা।

* তারা সব কাজ গুছিয়ে করতে পছন্দ করেন। সফলতার চিন্তা না করেই যে কোনো কাজে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেন।

* এ ধরণের দাঁতের গঠনের যারা, তারা চিন্তাভাবনা না করেই হুট করে সিদ্ধান্ত নেন। তাই অনেক সময় নানা অসুবিধায় জড়িয়ে পড়েন তারা। এমন মানুষেরা কথা বলতে খুব ভালবাসেন। তাই তো বন্ধু বা চেনা-জানা লোকেদের মাঝে থাকতে এরা খুব পছন্দ করেন।

* এ ধরণের মানুষ খুব পেটুক হয়ে থাকেন মানে খেতে ভালবাসেন। শুধু চেনা খাবার নয়, এমন মানুষেরা যে কোনো ধরনের খাবার পেলেই খুশি হয়ে যান। কীভাবে টাকা খরচ করতে হয় তারা খুব ভালভাবেই জানেন। তাই তো জীবনে কখনও অর্থনৈতিক সংকটে পড়তে হয় না এমন মানুষদের।

No comments:

Post a Comment