Sunday, December 10, 2017

The world's oldest eye! পৃথিবীর প্রাচীনতম চোখের সন্ধান!‌


Recently, a group of researchers claimed that the world's oldest eye was found in the fossils discovered from the bottom of the ocean.

Researchers claim that 53 million years ago, these eyes were extinct in the ocean of extinct organisms. Researchers at Edenburgh University of England have said that many of the living organisms have been found to match the discovery of fossils. Researchers claim that there are many similarities with the eyes of extinct animal fossils discovered especially with crab, bees and hoppers.

Researchers at the University of Edenburgh have long been researching insects and insects in the coastal areas. Researchers believe that paleogozoic era is the ancestor of spiders and crab in the ocean area with fossils discovered. Initially, researchers at Edenburgh University examined the fossils, 54 to 25 million years old.

The discovery is similar to that of optical organ in the air fossil's eye, with optical organ of the current beeswax. Since the publication of the subject matter of research at the University of Edenburg, PNASS journal has been stirred since the researcher has been involved in the research.

At the same time, scientists further said that the complete modern eye-content with fossil eye structure and work is totally different.

Professor Ian Clarkson of Edenburgh University said the discovered fossils are very exceptional.

There were many such creatures around the world 100 million ago. -Today


সম্প্রতি, একদল গবেষক সমুদ্রের নিচ থেকে আবিষ্কৃত জীবাশ্মের মধ্যে পৃথিবীর প্রাচীনতম চোখ পাওয়া গেছে বলে দাবি করেছেন।  

গবেষকদের দাবি, ৫৩ কোটি বছর আগে সমুদ্রে নিচে বিলুপ্ত প্রাণীর জীবাশ্ময় এই চোখ ছিল। আবিষ্কার করা জীবাশ্মের চোখের সঙ্গে বর্তমান অনেক প্রাণীর মিল খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের ইডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিশেষ করে কাঁকড়া, মৌমাছি এবং ফড়িং সঙ্গে আবিস্কৃত বিলুপ্ত প্রাণীর জীবাশ্মের চোখের সঙ্গে অনেক মিল রয়েছে বলে দাবি গবেষকদের।

ইডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দীর্ঘদিন ধরে সমুদ্র উপকূলবর্তী এলাকার কীট-পতঙ্গ নিয়ে গবেষণা করছেন। প্যালিওজোয়িক যুগের আবিষ্কার হওয়া জীবাশ্মের সঙ্গে সমুদ্র এলাকার মাকড়শা এবং কাঁকড়ার পূর্বপুরুষ বলে মনে করছেন গবেষকরা। প্রাথমিকভাবে ফসিল পরীক্ষা করে ইডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন ৫৪ থেকে ২৫ কোটি বছর পুরানো এটি।  

আবিষ্কার হাওয়া জীবাশ্মের চোখের অপটিকাল অর্গানের অংশের সঙ্গে অনেকটাই মিল রয়েছে বর্তমানের মৌমাছির চোখের অপটিকাল অর্গানের। ইডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষণার বিষয় বস্তু পিএনএএস জার্নালে প্রকাশিত হওয়ার পর থেকেই আলোড়ন তৈরি হয়েছে গবেষক মহলে।

একই সঙ্গে বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, জীবাশ্ম চোখের গঠন ও কাজের সঙ্গে সম্পূর্ণ আধুনিক চোখের উপকরণ একেবারে আলাদা।  

ইডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ান ক্লার্কসন বলেন, আবিষ্কৃত জীবাশ্মটি খুবই ব্যতিক্রমী।

১০০ কোটি আগেও পৃথিবীজুড়ে এই ধরনের অনেক প্রাণী ছিল। -আজকাল

No comments:

Post a Comment