Sunday, December 3, 2017

The world's largest lithium battery is starting to produce electricity বিশ্বের বৃহত্তম লিথিয়াম ব্যাটারি বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু


Electricity production from the world's largest lithium-ion battery was officially launched on Friday. Electricity from this battery installed in a South Australian state of Australia is now adding electricity to the power supply grid. Khabar BBC Bangla.

It is said to be a breakthrough in renewable energy production.

The 100-megawatt battery is designed by a US company Tesla Tessler's chief Ellon Mask promised to build it within 100 days. Now the promise of Tesla company is fulfilled through the production of electricity.

Mr. Mask said that this battery is three times stronger than the next big battery. The amount of electricity generated from this can be possible to meet one hour of 30 thousand home hours.

After the recent power crisis in South Australia, this battery is now being added to the current fuel system.

South Australia's local authorities say that the production of electricity from this battery is a breakthrough.

They say that this will be possible to avoid the power crisis. Last year, there was a major power crisis.
Before the inauguration of the battery, due to the hot weather, the demand for electricity has started from there since last Tuesday.

The idea of ​​building this battery comes first, on Twitter, when Mr. Mask was asked how seriously he was taking the issue of South Australia's power crisis.

Mr. The mask said that if the work is not completed within 100 days, electricity will be supplied free of charge in the South Australia state.

Then the counting of this creation begins on September 30th. After the approval of this plan from the state government, it started construction work.

But Tesla has finished building this battery within 60 days. This battery is located 200 kilometers north of Adelaide, near Gemstown. This battery is connected with a windframe connected to it. This battery is running through that. The French company, a fuel company, runs the firm.

বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। অস্ট্রেলিয়ার একটি রাজ্য দক্ষিণ অস্ট্রেলিয়ায় স্থাপিত এই ব্যাটারি থেকে উৎপাদিত বিদ্যুৎ এখন যোগ হচ্ছে বিদ্যুৎ সরবরাহের গ্রিডেও। খবর-বিবিসি বাংলা'র।  

নবায়নযোগ্য জ্বালানী উৎপাদনের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী ঘটনা বলে বলা হচ্ছে।

একশো মেগাওয়াটের এই ব্যাটারিটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান টেসলা। টেসলার প্রধান ইলন মাস্ক ১০০ দিনের মধ্যে এটি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে টেসলা কোম্পানির দেওয়া প্রতিশ্রুতি পূরণ হলো।

মি. মাস্ক জানান, এই ব্যাটারিটি পরের বৃহত্তম ব্যাটারির চেয়েও তিনগুণ বেশি শক্তিশালী। এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে সেটা দিয়ে ৩০ হাজার বাড়ির এক ঘণ্টার চাহিদা মেটানো সম্ভব।

দক্ষিণ অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক বিদ্যুৎ সঙ্কটের পর এই ব্যাটারিকে এখন বর্তমান জ্বালানী ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই ব্যাটারি থেকে বিদ্যুতের উৎপাদন একটি যুগান্তকারী ঘটনা।

তারা বলছে, এর ফলে বিদ্যুতের সঙ্কট এড়ানো সম্ভব হবে। গত বছর সেখানে বড়ো রকমের বিদ্যুত বিপর্যয়ের ঘটনা ঘটেছিলো।
গরম আবহাওয়ার কারণে বিদ্যুতের চাহিদা তৈরি হওয়ায় এই ব্যাটারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই সেখান থেকে কিছু বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে গত মঙ্গলবার থেকেই।

এই ব্যাটারি তৈরির ধারণা প্রথমে আসে টুইটারে, যখন মি মাস্ককে সেখানে জিজ্ঞেস করা হয় যে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিদ্যুৎ সঙ্কট সমাধানের বিষয়টিকে তিনি কতোটা গুরুত্বের সাথে নিচ্ছেন।

মি. মাস্ক তখন জানান, যদি ১০০ দিনের মধ্যে এটি তৈরির কাজ শেষ না হয় তাহলে দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যে বিনা খরচে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

তারপর এটি তৈরির ক্ষণগণনা শুরু হয় ৩০শে সেপ্টেম্বর থেকে। রাজ্য সরকার থেকে এই পরিকল্পনার অনুমোদন হওয়ার পরই এটি তৈরির কাজ শুরু হয়।

কিন্তু টেসলা এই ব্যাটারি তৈরির কাজ শেষ করে ফেলে প্রায় ৬০ দিনের মধ্যেই। এই ব্যাটারিটি অবস্থিত জেমসটাউনের কাছে, অ্যাডেলেইড থেকে দুশো কিলোমিটার উত্তরে। এই ব্যাটারিটি সংযুক্ত একটি উইন্ডফার্মের সাথে। সেটি দিয়েই এই ব্যাটারি চলছে। ফরাসী একটি জ্বালানী কোম্পানি ওই ফার্মটি পরিচালনা করে।

No comments:

Post a Comment