Tuesday, November 28, 2017

যে কারনে মহিলারা পূর্ণাঙ্গ যৌন তৃপ্তি পায় না Because of which women do not get full sexual satisfaction


There is a lot of unhappiness in women in sex life. Even many women are not happy with their own love life. Without expressing your face, but living in anger with anger, many people can not say that their own inconvenience in sex life. But why? Why are so many women unhappy and insatiable in their sex life?

Misconceptions and ignorance are the main reasons for being unhappy in sex life. With lack of adequate sex education. Sexuality is not the only means of child production. A happy matter for both men and women. There are so many women ignorant about this issue today. What to do or how to become more fond of sexual intercourse They do not know that they remain unhappy and insatiable.

Can not understand myself: What is it really? How his body responds to a call. The ignorance of any organs that are sensitive to sexuality or what are the needs of your body, and not being able to understand it is a major cause of unhappiness in sex life.

Can not say what I want: I know about my needs, but I can not say I do not like it. This is a special reason behind women being dissatisfied in sexual life. Even if he is not happy with sex life, he can not even talk to a male partner, many women.

Shame and Shock: Many women think that girls do not have to talk about sex or talking about girls' sex or showing sexual demand is a matter of shame. That is why they kept their minds in mind.

Selfishness of male partner: Most men are not concerned about meeting their sexual needs. Rather, when their demands are met, they start behaving like selfish. This is a big reason for women to be insatiable.

Shouting about physical and mental problems: There is no interest in sex or there is a physical problem surrounding sexuality. Do not go to the doctor in such condition most women As a result, due to the lack of little medical treatment, their sexual life remains intrusive.

Fear of sexuality: There are many different kinds of fears about sexuality among women. As a result, they can never have an easy attitude about this matter. The issue remains forever.

যৌন জীবনে মহিলাদের অসুখী হওয়ার হার অনেক বেশি।এমনকি নিজের ভালোবাসার পুরুষটির সঙ্গেও যৌন জীবন নিয়ে খুশী নন অনেক মহিলাই। মুখে প্রকাশ না করলেও মনের মধ্যে ক্ষোভ নিয়ে জীবন যাপন করেন, মুখ ফুটে অনেকে বলতে পারেন না যৌন জীবনে নিজের অসুবিধার কথা। কিন্তু এরকম কেন? কেন অনেক নারী যৌন জীবনে অসুখী ও অতৃপ্ত?

ভুল ধারণা এবং অজ্ঞতা যৌন জীবনে অসুখী রয়ে যাওয়ার মূল কারণ। সঙ্গে পর্যাপ্ত যৌন শিক্ষার অভাব। যৌনতা যে কেবল সন্তান উৎপাদনের মাধ্যম নয়। নারী এবং পুরুষ উভয়ের জন্য একটি আনন্দের ব্যাপার। এই বিষয়টি সম্পর্কে আজও অজ্ঞ প্রচুর নারী। কী করতে হবে কিংবা কীভাবে করলে আরও আনন্দময় হয়ে উঠবে যৌন মিলন। সেটা জানা নেই বলে তারা রয়ে যান অসুখী ও অতৃপ্ত।

নিজেকে বুঝতে না পারা: আসলে কী চাইছেন? তার শরীর কোন ডাকে কীভাবে সাড়া দিচ্ছে। কোন অঙ্গগুলো যৌনতার ক্ষেত্রে স্পর্শকাতর কিংবা নিজের শরীরের চাহিদাগুলো কী কী ইত্যাদি বিষয়ে অজ্ঞতা এবং বুঝতে না পারাও যৌন জীবনে অসুখী হবার একটি বড় কারণ।

কি চাই সেটা বলতে না পারা:  নিজের চাহিদাও জানেন, কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না নিজের ভালো লাগা না লাগার কথা। নারীদের যৌন জীবনে অতৃপ্ত থাকার অন্তরালে এটা একটি বিশেষ কারণ। এমনকি তিনি যে যৌন জীবনে সুখী নন এটাও পুরুষ সঙ্গীকে মুখ ফুটে বলতে পারেন না অনেক নারী।

লজ্জা এবং সংকোচ: অনেক নারী মনে করেন যে মেয়েদের যৌনতার কথা বলতে নেই, কিংবা মেয়েদের যৌনতার বিষয়টি নিয়ে কথা বলা কিংবা যৌন চাহিদা প্রদর্শন করার বিষয়টি খুবই লজ্জার। তাই মনের ইচ্ছা মনে চেপে রাখেন তারা।

পুরুষ সঙ্গীর স্বার্থপরতা: বেশির ভাগ পুরুষ নিজের সঙ্গিনীর যৌন চাহিদা পূরণের ব্যাপারে মনযোগী নন। বরং নিজের চাহিদা মিটে গেলে তারা স্বার্থপরের মত আচরণ করতে শুরু করেন. এটা নারীদের অতৃপ্ত থাকার একটি বড় কারণ।

শারীরিক এবং মানসিক সমস্যা নিয়ে সংকোচ: যৌনতায় আগ্রহ নেই কিংবা যৌনতা ঘিরে কোনো শারীরিক সমস্যা বোধ করছেন। এমন অবস্থায় ডাক্তারের কাছে যান না অধিকাংশ নারী। ফলে সামান্য একটু চিকিৎসার অভাবে তাদের যৌন জীবন রয়ে যায় বিভীষিকাময়।

যৌনতা ঘিরে ভয়: অনেক নারীর মাঝে যৌনতা বিষয়ে নানান রকমের ভীতি কাজ করে. ফলে এই বিষয়টি সম্পর্কে তারা কখনও সহজ মনোভাব পোষণ করতে পারেন না। চিরকাল বিষয়টি নিয়ে আড়ষ্টতা রয়ে যায়।

No comments:

Post a Comment