Thursday, December 14, 2017

বাংলাদেশ ও মাশরাফিকে প্রশংসায় ভাসালেন রংপুর রাইডার্স কোচ Rangpur Riders coach praised Bangladesh and Mashrafei

Mashrafe Bin Mortaza took the fourth time in the BPL fifth-round champion trophy. Under his leadership, Tom Moody of Australia was in charge of Rangpur riders. Coach has been in the BPL for the first time in the high profile. Success is the first time. He is very excited about this.

Moody has had the opportunity to see Bangladesh very close to the responsibility. He wrote on Twitter, thanks to Bangladesh for sincere hospitality. Rangpur riders have enjoyed my first BPL with new champions.

In addition to the players, Gayle-McCullum sportsmen also praised Mashrafe's leadership. Tom Moody acknowledged it unilaterally. Moody shared a picture with Mashrafe on Twitter, wrote that he was very happy to work with this best man.

Moody praised Christopher Henry Gayle and Brendon McCullum of Rangpur for the BPL final, and said, "I enjoyed working with two champions. '

বিপিএলের পঞ্চম আসরে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বাধীন রংপুর রাইডার্সের কোচের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ার টম মুডি। হাই-প্রোফাইল এ কোচ প্রথমবারের মতো বিপিএলে দায়িত্ব পালন করেছেন। প্রথমবারই সাফল্য। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে মুডির। টুইটারে তিনি লিখেছেন, আন্তরিক আতিথেয়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। নতুন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের সঙ্গে আমার প্রথম বিপিএল বেশ উপভোগ করেছি।

দেশীদের পাশাপাশি গেইল-ম্যাককালামের মতো খেলেয়াড়েরাও মাশরাফির নেতৃত্বের প্রশংসা করেছেন। টম মুডিও সেটা একবাক্যে স্বীকার করেছেন। টুইটারে মাশরাফির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে মুডি লিখেছেন, এই সেরা মানুষটির সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি।

বিপিএলের ফাইনালে রংপুরের দুই কাণ্ডারি ক্রিস্টোফার হেনরি গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের প্রশংসাও করেছেন মুডি, 'দুই চ্যাম্পিয়নের সঙ্গে কাজ করাটা উপভোগ করেছি। '

No comments:

Post a Comment