Thursday, December 14, 2017

গুগলের সার্চে ২০১৭ সালে শীর্ষে মেলানিয়া ট্রাম্প Melanie Trump topped Google search in 2017




If you need any information or question to answer, you have to go to Google normally. Google has released a list of the top searches for this year's information technology giant USA. Google is among the most searched topics, individuals, mobile brands as well as cricket teams, cooking shows, and the company has said it is on the list.

Google has released a huge list of searches this year. It also includes the iPhone XO starting from the Indian cricket team. The list of the most searched people in the list is the Israeli model Gal Gadot and in the United States is the list of people who have searched for First Lady Melaniea Trump

Some incidents of this year were at the center of human interest. In September, there was a lot of searches in the Caribbean region and Florida to find out about the damage to the Hurricane Islam. Irma has emerged as one of the top 10 global search engines.

More news: Trump's announcement of Jerusalem 'Great Offense': Mahmoud Abbas

Then there are iPhone 8, iPhone X, Matt Laurer, Megan Markley, Thatin Reynon White, Tom Petty, Fitzpat Spinner, Bennington of the effort, Indian cricket team. Interesting to know about the online currency Bitcoin. As well as the body fat can be reduced quickly, there are many search services. In the center of interest around the world, in the end of the year, the relationship between American actress Meghna Merkal with the British Prince

Matt Laur of the US television channel NBC dropped out of the top investigations for unusual sexual conduct. Harvey Weinstein, Kevin Spassy, ​​Gal Gaudot and Melanie Trump were the top searches on Google's list of people.

কোনো তথ্য কিংবা প্রশ্নের উত্তর দরকার হলেই স্বাভাবিকভাবেই গুগলের দ্বারস্থ হতে হয়। তথ্য-প্রযুক্তি সার্চ জায়ান্ট মার্কিন এই প্রতিষ্ঠান চলতি বছরের শীর্ষ সার্চের তালিকা প্রকাশ করেছে গুগল। গুগল সবচেয়ে বেশিবার সার্চ হওয়া বিভিন্ন বিষয়, ব্যক্তি, মোবাইল ব্র্যান্ডের পাশাপাশি ক্রিকেট টিম, রান্নার অনুষ্ঠান এই তালিকায় রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরে সার্চ হওয়া বিশাল তালিকা প্রকাশ করেছে গুগল। এতে ভারতীয় ক্রিকেট টিম থেকে শুরু আইফোন এক্সও রয়েছে। সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তির তালিকায় আছেন ইসরায়েলি মডেল গ্যাল গ্যাদোত ও যুক্তরাষ্ট্রে বেশি সার্চ হওয়া ব্যক্তির তালিকায় আছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

চলতি বছরের কিছু ঘটনাও মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল। সেপ্টেম্বরে ক্যারিবিয়ান অঞ্চল ও ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন ইরমার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে প্রচুর সার্চ হয়েছে গুগলে। বিশ্বব্যাপী শীর্ষ ১০ সার্চের এক নম্বরে উঠে এসেছে ইরমা।

আরও খবর: ট্রাম্পের জেরুজালেম ঘোষণা ‘মহা অপরাধ’ : মাহমুদ আব্বাস

এরপরেই আছে আইফোন ৮, আইফোন এক্স, ম্যাট লাওর,মেগান মার্কলে, থার্টিন রিজন হোয়াই, টম পেটি, ফিজেট স্পিনার, চেষ্টার বেনিংটন, ভারতীয় ক্রিকেট দল।অনলাইন মুদ্রা বিটকয়েন সম্পর্কে জানার আগ্রহও ছিল মানুষের। পাশাপাশি শরীরের মেদ কীভাবে দ্রুত কমানো যাবে সেব্যাপারেও সার্চ হয়েছে অনেক। বিশ্বজুড়েই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বছরের শেষের দিকে ব্রিটিশ প্রিন্সের সঙ্গে মার্কিন অভিনেত্রী মেঘান মের্কলের বাগদানের বিষয়টিও।

অস্বাভাবিক যৌন আচরণের দায়ে মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি থেকে চাকরিচ্যুত ম্যাট লাউরও ছিলেন টপ সার্চে। ব্যক্তি তালিকায় গুগলের শীর্ষ সার্চে ছিলেন হার্ভে ওয়েনস্টেইন, কেভিন স্প্যাসি, গ্যাল গ্যাদোত ও মেলানিয়া ট্রাম্প।

No comments:

Post a Comment