Monday, December 4, 2017

What is good eating habits? মিষ্টি খাওয়ার অভ্যাস কি ভালো?


Sweet is such a thing, which may be the favorite of most people. It is desirable to say that the banquet Bengalis like fish and biryani as well as sweet food too. The modern 'Jane Y' is not very addicted to sweat. Many people do not favor eating sweet again.

Because people are much more health conscious now. To reduce body fat, however, if people give up eating sweet, it can not be easy to completely eliminate Fast Food. But do you know? Eating sweets or any suetdish on the last meal is not bad for health. How is that? Find out.

Weddings-restaurants, even after eating a lot of sour-spiced food at home, play a little sweeter but there is no harm. Rather than gain.

If you eat any sweet food, the body's sheritoneen name hormone is released. This hormone acts as a neurotransmitter.

That is, eating sweet foods makes you feel happy and happy. This feeling is extremely important for the overall well-being of the body. Whenever we eat something, the acid starts dripping inside our body to digest the food we eat. Salt or oil-rich foods increase the amount of acid sterilization.
On the other hand, sweet foods reduce the amount of this acid withdrawal. As a result, digestion may be done properly. Besides, after eating more gram or mangoes, the body's blood pressure decreases very much. At that time sweet foods help to normalize blood pressure. That brings you relief.

But at the same time, keep in mind that sweet or sweet foods are the most effective to increase the amount of fat in the body. As a result, it is not good to eat more sweets. If you think that eating the fat with the rest of the meal will be more than just sweet. That's not a very good idea. Because the excessive amount of sweet food will cause fat fatty body. Which will be available in the future with multiple diseases.

মিষ্টি এমন একটা জিনিস, যা হয়তো অধিকাংশ মানুষেরই প্রিয়। ভোজনরসিক বাঙালিরা যে মাছ-মাংস এবং বিরিয়ানির পাশাপাশি মিষ্টি খেতেও অত্যন্ত পছন্দ করেন, সেটা বলাই বাহুল্য। আধুনিক 'জেন ওয়াই' অবশ্য মিষ্টির প্রতি অতটা আসক্ত নয়। অনেকে তো আবার একেবারেই মিষ্টি খাওয়ার পক্ষপাতী নন।  

কারণ মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন। শরীরের ফ্যাট কমাতে অবশ্য মানুষ মিষ্টি খাওয়া ছেড়ে দিলেও 'ফাস্ট ফুড'-কে পুরোপুরি বিসর্জন দিতে খুব একটা সহজে পারেন না। কিন্তু জানেন কি? খাওয়ার শেষ পাতে মিষ্টি বা কোনও সুইটডিশ খাওয়াটা স্বাস্থ্যের জন্য তেমন মন্দ নয়। সেটা কীভাবে? জেনে নিন।

বিয়েবাড়ি-রেস্তোরাঁ, এমনকী বাড়িতেও প্রচুর পরিমাণে ঝাল-মশলাযুক্ত খাবার খাওয়ার পর একটু মিষ্টি খেলে কিন্তু কোনও ক্ষতি নেই। বরং লাভই ৷

যে কোনও মিষ্টি খাবার খেলেই শরীরে সেরিটোনিন নামের হরমোন ক্ষরিত হয়। এই হরমোন নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে।

অর্থাৎ মিষ্টি খাবার খেলে আপনার মধ্যে সুখ ও আনন্দের অনুভূতি তৈরি হয়। এই অনুভূতি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। যখনই আমরা কিছু খাই, তখন সেই ভুক্ত খাদ্যকে হজম করার জন্যে আমাদের শরীরের ভিতরে অ্যাসিড ক্ষরণ শুরু হয়। ঝাল বা তেলমশলাযুক্ত খাবার খেলে অ্যাসিড ক্ষরণের পরিমাণ বাড়ে।  
অন্যদিকে মিষ্টিজাতীয় খাবার এই অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমিয়ে দেয়। এর ফলে পরিপাকক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। এছাড়া বেশি পরিমাণে ভাজাভুজি বা মিল খাওয়ার পর শরীরের রক্তচাপ অনেকাংশেই কমে যায়। সেইসময় মিষ্টি জাতীয় খাবার কিন্তু রক্তচাপকে স্বাভাবিক করতে সাহায্য করে। যা আপনাকে স্বস্তি এনে দেয়।

কিন্তু একইসঙ্গে এটাও মনে রাখতে হবে যে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার শরীরে ফ্যাটের পরিমাণ বাড়াতে সবচেয়ে বেশি কার্যকর। ফলে বেশি পরিমাণে মিষ্টি খাওয়া কখনই ভালো নয়। আপনি যদি ভাবেন বাকি ফ্যাটযুক্ত খাবার না খেয়ে শুধু বেশি করে মিষ্টি খাবেন। সেটা কিন্তু একেবারেই ভালো আইডিয়া নয়। কারণ মিষ্টি বেশি পরিমাণে খাওয়ার ফলে শরীরে মেদ জমবে। যা ভবিষ্যতে একাধিক রোগ নিয়েই হাজির হবে।

No comments:

Post a Comment