Symbolic pictures
After the arrival of the smartphone, the changes in the lives of ordinary people, the most important of all, the 'selphi'. Smartphone's front-cameras can now take pictures of themselves, smartphone users.
But by looking at it, it is understood that the cellifi is more intricate compared to the one given by the photo. Such information has been published in the International Press Huffington Post's report. Basically, for the curved photo that has been shown for 3 reasons-
1. The mirror mirrors everybody by exposing-
Profiles of human faces are not equal on both sides. From our childhood we used to see ourselves in mirrors. And we think that others see the mirror of our mirror as well. But, in reality, it is not time to take shelf life. As a result, there are a lot of barking in there.
2. Known face-to-face
People are accustomed to what they see all the time. And it started to like. For that reason, we like that we are familiar with the mirror in our mirror since childhood. Effective lifting of cellphones, the profiles change naturally. And it's not like that.
3. Lens game-
The character of the photo often changes on the camera lens. It is best to use long lenses to show yourself weakness. The picture that influences the part of the face of the face is very close to the lens. Everyone is very close to the lens while lifting the selfie. So the picture became a bit crooked.
স্মার্টফোন আসার পরে সাধারণ মানুষের জীবনে যে নানা ধরনের পরিবর্তন ঘটেছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বোধহয় ‘সেলফি’।স্মার্টফোনের ফ্রন্ট-ক্যামেরার দৌলতে এখন নিজেই নিজের ছবি তুলতে পারেন স্মার্টফোন ইউজাররা।
তবে খুঁটিয়ে দেখলে বোঝা যায় যে, কারও তুলে দেওয়া ছবির তুলনায় সেলফি অনেক বেশি বাঁকাচোরা হয়। এমনই তথ্য প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট'র এক প্রতিবেদনে। মূলত ৩টি কারণ দর্শানো হয়েছে এমন বাঁকা ছবির জন্য—
১। আয়নায় প্রতিবিম্বই এক্সপেক্ট করে সকলে-
মানুষের মুখের প্রোফাইল দু’দিকে সমান হয় না। আর ছোটবেলা থেকেই আমরা আয়নায় নিজেদের দেখে অভ্যস্ত। এবং আমরা এটাই মনে করি যে, অন্যরাও আমাদের আয়নার প্রতিফলনের মতোই দেখে। কিন্তু, আদতে তা হয় না সেলফি তোলার সময়। ফলে সেখানে নিজেকে খানিক বাঁকাই লাগে।
২। পরিচিত মুখ দেখে অভ্যস্ত-
মানুষ সারাক্ষণ যা দেখে, তাতেই অভ্যস্ত হয়ে যায়। এবং সেটাই পছন্দ করতে শুরু করে। যে কারণে, ছোটবেলা থেকে আয়নায় নিজের যে প্রতিবিম্বের সঙ্গে আমরা পরিচিত থাকি, সেটাই আমাদের ভাল লাগে। সেলফি তুললে, স্বাভাবিকভাবেই প্রোফাইল বদলে যায়। এবং তা পছন্দ মতো হয় না।
৩। লেন্সের খেলা-
ক্যামেরার লেন্সের উপরেও অনেক সময় ছবির চরিত্র বদলে যায়। নিজেকে খানিক রোগা দেখানোর জন্য লম্বা লেন্স ব্যবহার করাই শ্রেয়। খুব কাছ থেকে ছবি তুললে, মুখের যে অংশ লেন্সের কাছাকাছি থাকে, সেই অংশই প্রভাব ফেলে ছবিতে। সেলফি তোলার সময় সকলেই লেন্সের খুব কাছে থাকে। তাই ছবি খানিক বাঁকাচোরা ওঠে।
No comments:
Post a Comment