Lair pop
Australian legend Shane Warne Former player cricketer spinner Ravichandran Ashwin has been bowled in a spin attack. He made his international debut in 1992 in Australia for 15 years until 2007. He has taken himself to the highest peak of cricket. Has won the World Cup He is also one of the best bowlers of Test cricket.
Meanwhile, in the ongoing Under-19 World Cup, Ajiz has got Shane Warne of the future. The 18-year-old Lloyd Poppe, who took eight wickets in a spell against England,
Shane Warne tweeted, "I am very happy to see such amazing performances. It was great to meet this young sensation after the match. Good luck for your future. '
Leg-spinner Lloyd took 8 wickets for 35 runs against England in the ongoing Under-19 World Cup semi-final in New Zealand. The English batsmen were all-out out of 47 runs in 47 overs without being dismissed for 98 runs in the chase. After this work, he was compared to Shane Warne.
Lloyd himself said after the match, "I always love to play for the country. I do not have a wicket or not, there is no joy to play for the country. Loyd said about the reason behind the success, "Look, I always think the ball will be in the right place. And it requires a lot of practice. I have to spend a lot of time in the nets I learned a lot from coaches and support staff.
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। সাবেক এ ক্রিকেটারের স্পিন ঘূর্ণিতে কাবু হয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান। ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবার পর ২০০৭ সাল পর্যন্ত ১৫ বছর অস্ট্রেলিয়া দলে খেলেছেন তিনি। নিজেকে নিয়ে গেছেন ক্রিকেটের সর্বোচ্চ শিখরে। জয় করেছেন বিশ্বকাপ। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা বোলারও তিনি।
এদিকে, চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অজিরা এবার পেয়ে গেছে ভবিষ্যতের শেন ওয়ার্নকে। ইংল্যান্ডের বিপক্ষে এক স্পেলে ৮ উইকেট নিয়ে রীতিমতো নায়ক বনে গেছেন ১৮ বছর বয়সী লায়ড পপে।
এ ব্যাপারে শেন ওয়ার্ন টুইট করে লিখেছেন, এমন অসাধারণ পারফর্মেন্স দেখে আমি অত্যন্ত আনন্দিত। ম্যাচ শেষে এই তরুণ সেনসেশনের সঙ্গে সাক্ষাত পেয়ে ভীষণ ভালো লেগেছে। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা।'
নিউজিল্যান্ডে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে ৮ উইকেট নিয়েছেন লেগ স্পিনার লায়ড। ১২৭ রান চেজ করতে গিয়ে লায়ডের ঘূর্ণিতে বিনা উইকেটে ৪৭ রান থেকে ৯৮ রানে অল-আউট হয়ে যায় ইংলিশ যুবারা। এই কীর্তির পর তাকে শেন ওয়ার্নের সঙ্গে তুলনা করা হচ্ছে।
ম্যাচ শেষে লায়ড নিজে বলেছেন, 'আমি সবসময় দেশের হয়ে খেলতে ভালোবাসি। আমি উইকেট নেই বা না নেই, দেশের হয়ে খেলার মত আনন্দ আর নেই। সাফল্যের নেপথ্যের কারণ সম্পর্কে লায়ড বলেন, 'দেখুন আমি সবসময় চিন্তা করি বলটা ঠিক জায়গায় করতে হবে। আর এজন্য অনেক অনুশীলন প্রয়োজন। নেটে প্রচুর সময় দিতে হয় আমাকে। কোচ এবং সাপোর্ট স্টাফদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।
No comments:
Post a Comment