Monday, January 22, 2018

পিয়ার টুকরো খবর Peer shred


Jannatul Ferdous Pia Like the three names in the whole name, the career is reflected in three places. That's the big screen, the small screen and the ramp - these three platforms are illuminating the illumination of light. And with this additional bonuses have also been covered by the legal profession. He also joined the sports world in the BPL final presentation.

Asked about the latest work, Piya said there is no such thing as heading. I'm busy working for some pieces. Besides, I want to stay away from some time.

Then they told the pieces of work. Pia said that on Sunday afternoon, we took part in a bicycle program. Today a TV channel interview is about to be camera-bound. It will be broadcast next month. Apart from this, take part in a live radio program tonight. And there are plans to go to Bangkok at the end of this weekend. This tour is not for any purpose, but for a personal stroll and leisure. This is a piece of news.

Pia was elected to Bangladesh in 2007. Initially Peer started wandering through the media. 19 Pya, the daughter of Khulna, was elected Miss India Princeton International after losing the country's competition in 2013. He made his debut in the film in 2012 with the help of Redwan Ronnie. He has acted in several films including 'Chorabali', 'The Story of Samara', 'Gangster Return' and 'National Award'. As the first Bangladeshi model, Pia was seen on the cover of the popular fashion and lifestyle magazine 'Vogue'.

Piya dreamed from his childhood and became a lawyer. Pia has already completed the graduation from the London College of Legal Studies (LCLS). As well as modeling and acting, the law is passing busy time.

জান্নাতুল ফেরদৌস পিয়া। পুরো নামের তিনটি শব্দের মতো ক্যারিয়ারও প্রতিফলিত হচ্ছে তিন জায়গায়। অর্থাৎ বড় পর্দা, ছোট পর্দা এবং র‍্যাম্প- এই তিন প্ল্যাটফর্মেই আলোর দ্যুতি ছড়াচ্ছেন এই লাস্যময়ী। আর এর সাথে বাড়তি বোনাস হিসেবে আইন পেশার চাদরও গায়ে জড়িয়েছেন। বিপিএলের সর্বশেষ আসরে উপস্থাপনার মাধ্যমে ক্রীড়া জগতের সঙ্গেও যুক্ত হন তিনি।

সাম্প্রতিক কাজের খবর জানতে চাইলে পিয়া বলেন, শিরোনাম হওয়ার মতো তেমন কোনো খবর নেই। আপাতত কিছু টুকরো টুকরো কাজে ব্যস্ত আছি। তাছাড়া কিছুটা সময় ব্যস্ততা থেকে দূরে থাকতে চাই।

তাহলে সেই টুকরো টুকরো কাজের খবরই জানান। এবার পিয়া বলেন, রবিবার বিকেলে একটি বাইসাইকেলের ব্রান্ড কার্যক্রমে অংশ নিয়েছিলাম। আজ একটি টেলিভিশনের চ্যানেলে সাক্ষাৎকার ক্যামেরাবন্দী হওয়ার কথা রয়েছে। এটি আগামী মাসে প্রচারিত হবে। এছাড়া আজ রাতে একটি রেডিওর সরাসরি অনুষ্ঠানে অংশ নেব। আর চলতি সপ্তাহের শেষে ব্যাংকক যাওয়ার পরিকল্পনা আছে। কোনো কাজে নয়, ব্যক্তিগতভাবে ঘোরাঘুরি ও অবকাশযাপনের জন্যই এ সফর। এই হলো টুকরো খবর। 

২০০৭ সালে মিস বাংলাদেশ নির্বাচিত হন পিয়া। মূলত এরই মাধ্যমে মিডিয়ায় বিচরণ শুরু পিয়ার। ১৯ দেশের প্রতিযোগীকে হারিয়ে ২০১৩ সালে 'মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল' নির্বাচিত হন খুলনার মেয়ে পিয়া। রেদওয়ান রনির হাত ধরে ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। জাতীয় পুরস্কার পাওয়া 'চোরাবালি', 'দ্যা স্টোরি অব সামারা', 'গ্যাংস্টার রির্টান'সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। প্রথম বাংলাদেশি মডেল হিসেবে জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী 'ভোগ'-এর প্রচ্ছদেও দেখা গেছে পিয়াকে।

পিয়া ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন আইনজীবী হওয়ার। এরইমধ্যে লন্ডন কলেজ অব লিগ্যাল স্ট্যাডিস (এলসিএলএস) থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশাতে ব্যস্ত সময় পার করছেন।

No comments:

Post a Comment