Collected pictures
Olive tree is a kind of evergreen fruit. It is well-born in parts of the Mediterranean, Asia, Bangladesh and Africa. Olive trees are 8-15 meters tall. Page 4-10 cm Long and 1-3 cm Be wide. Olive fruits are quite small, only 1-2 cm in length. Is tall.
The symbol of peace in the war is the olive leaf and the ambassador of human body peace is olive oil, which is olive oil in Jaitun (زيت الزيتون) in Arabic. Which is also called Liquid Gold or Liquid Gold.
We all know about the quality of olive oil. But maybe many people do not know that the quality of olive leaves is too good. It can be used to cure various health problems starting from cure diseases. Below are some of the helpful aspects of olive leaf:
High blood pressure control:
The olive leaf contains an element called oliveophenne which controls high blood pressure. It also reduces irregular heart rate, preventing blood clotting. It also works to keep blood circulation normal in the heart.
Diabetes control:
Studies have shown that olive oil helps control blood sugar. Especially it prevents 'Type 2' diabetes.
To prevent cancer:
Olive leaf extract helps prevent breast cancer. It prevents cancer cell growth. Besides, it also prevents tumor growth.
Bone structure:
According to a research in Spanish, Olopropion prevented the bone density from decreasing. Bones fight with decay disease. Apart from this the olive leaf stimulates the preparation of bone-forming cells. It is said to be a fairly safe diet. The olive leaf extract can be eaten by liquid or by drying powder. Chai can be made from olive leaves.
জলপাই গাছ এক ধরণের চিরহরিৎ ফল । ভুমধ্যসাগরীয় অঞ্চল, এশিয়া, বাংলাদেশ ও আফ্রিকার কিছু অংশে এটা ভাল জন্মে। জলপাই গাছ ৮-১৫ মিটার লম্বা হয়ে থাকে। এর পাতা ৪-১০ সে.মি. লম্বা ও ১-৩ সে.মি. প্রশস্ত হয়ে থাকে। জলপাই ফল বেশ ছোট আকারের, লম্বায় মাত্র ১-২.৫ সে.মি. লম্বা হয়ে থাকে।
যুদ্ধে শান্তির প্রতীক হল জলপাইয়ের পাতা এবং মানুষের শরীরের শান্তির দূত হল জলপাইয়ের তেল যা অলিভ ওয়েল (Olive Oil) আরবিতে জয়তুন (زيت الزيتون)। যেটাকে Liquid Gold বা তরল সোনা নামেও ডাকা হয়।
জলপাইয়ের তেলের গুণের কথা তো আমরা কমবেশি সবাই জানি। তবে জলপাই পাতারও গুণ আছে তা হয়তো অনেকেই জানেন না। বিভিন্ন রোগ নিরাময় থেকে শুরু করে নানাবিধ স্বাস্থ্য সমস্যা দূর করার ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। নিচে জলপাই পাতার উপকারি দিকগুলো নিয়ে আলোচনা করা হলো :
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ :
জলপাইয়ের পাতায় রয়েছে অলিওরোপিয়েন নামে একটি উপাদান যেটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়া এটি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, অনিয়মিত হৃদস্পন্দন কমায়। হার্টে রক্ত চলাচল স্বাভাবিক রাখতেও কাজ করে এটি।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ :
গবেষণায় দেখা গেছে, জলপাইয়ের পাতা রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ করে এটি 'টাইপ টু’ ডায়াবেটিস প্রতিরোধ করে।
ক্যান্সার প্রতিরোধে :
জলপাইয়ের পাতার নির্যাস স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি ক্যান্সার সহায়ক কোষ বৃদ্ধিতে বাধা দেয়। এছাড়া এটি টিউমারের বৃদ্ধিও ঠেকায়।
হাড়ের গঠন :
স্প্যানিশ একটি গবেষণার ফলাফলে দেখা গেছে, অলিওরোপিয়েন হাড়ের ঘনত্ব কমে যাওয়া প্রতিরোধ করে। হাড় ক্ষয় রোগের সঙ্গে লড়াই করে। এ ছাড়া জলপাই পাতা হাড় তৈরিকারী কোষকে তৈরি হতে উদ্দীপ্ত করে। একে মোটামুটি নিরাপদ খাবারই বলা যায়। জলপাইয়ের পাতার নির্যাস তরল আকারে বা শুকিয়ে গুঁড়ো করে খেতে পারেন। জলপাইয়ের পাতা দিয়ে চাও তৈরি করা যায়।
No comments:
Post a Comment