Tuesday, January 23, 2018

জীবন অস্থিরতার শীর্ষে! জেনে নিন যা করবেন Life is at the top of the unrest! Know what to do





Nowadays, in this era of globalization and digital life, life has reached the top of instability. What are the people running behind always? As a result, life is so intolerable and difficult. There is a lot of family, social and workplace impact behind this. Nevertheless, life has to be made easy and it must be taken simply. For this, there will be some changes in life and need to be tactical. Below are some of the ways to make life easier:

Enjoy the short moments: Foolish to expect a big event to enjoy. So enjoy everyday small moments. Spend a great time with sunshine, children and family members, listening to music, having fun food etc, making moments enjoyable.

Break from the smartphone: Many people spend their time in social media, e-mails and texts online through online smartphones. There are also online games and other time spent equipment. Although it keeps people busy constantly, disrupts normal activities and makes life difficult. So, taking a break from the smartphone for a while can give them much relief.

Going abroad: If you become infected with various complications of life, you can go abroad for a few years. This will eliminate the complexity of your uncomfortable job or annoyance relationship and create the opportunity to enjoy life new. Then again, to come back to the country and see everything in new perspective.
Clean the house: Clean your home well over time. Throw all the old stuff out there. Try to lighten your mind immediately with unnecessary things. Try to live in a little bit.

List the essential things: Make a list of your required and unnecessary items. You must have many things that do not have any requirements. Be careful that these unnecessary things are not bought anymore.

Bicycling: Bicycle can benefit you in many ways. Bicycling is good for health. It does not even require oil consumption, insurance, road permits, such as environmentally friendly. Besides, there is no need to be financially dependent on other transport such as riding a bike.

Learn to say 'no': It is often difficult to say that it is a very difficult task. But sometimes it does not matter in the context of various events it becomes important. The practice should not be easy because it is easy to practice. If you can achieve this, life will become very easy.

Get cluttered: Keep everything in your workplace or home. Unprotected things will ruin your peace of mind. So get rid of it.

আজকাল বিশ্বায়ন ও ডিজিটালের এই যুগে জীবন যেন অস্থিরতার শীর্ষে পৌঁছেছে। মানুষ যেন সারাক্ষণ-ই কীসের পেছনে ছুটছে। ফলে দিন দিন জীবন যেন কেমন অসহনীয় ও কঠিন লাগছে। এর পেছনে অনেক অবশ্য পারিবারিক, সামাজিক ও কর্মস্থলের প্রভাব রয়েছে। তা সত্ত্বেও জীবনকে সহজ করে তুলতে হবে ও একে সহজভাবে নিতে হবে। এজন্য জীবনযাপনে কিছুটা পরিবর্তন আনতে হবে ও কৌশলী হতে হবে। নিচে জীবনকে সহজ করে তোলার কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হলো :

ছোট ছোট মুহূর্ত উপভোগ করুন : উপভোগ করার জন্য বড় কোনো ঘটনার আশা করা বোকামি। তাই প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত উপভোগ করুন। সূর্যাস্ত, শিশু ও পরিবারের সদস্যদের সঙ্গে দারুণ সময় কাটানো, সঙ্গীত শোনা, মজার খাবার ইত্যাদির মাধ্যমেও মুহূর্তগুলো উপভোগ্য করে তোলা যায়।

স্মার্টফোন থেকে বিরতি নিন : এখন অনেকেই প্রতিনিয়ত স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে ক্রমাগত সামাজিক যোগাযোগমাধ্যমে, ইমেইল ও ক্ষুদেবার্তায় ব্যস্ত দিন কাটান। এছাড়া রয়েছে অনলাইনে গেমস ও সময় ব্যয় করার অন্যান্য উপকরণ। যদিও এটি মানুষকে ক্রমাগত ব্যস্ত রাখে, স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এবং জীবনকে জটিল করে তোলে। তাই স্মার্টফোন থেকে কিছু সময়ের জন্য বিরতি নেওয়া হলে তা যথেষ্ট স্বস্তি দিতে পারে।

বিদেশ গমন : জীবনের নানা জটিলতায় যদি আপনি আক্রান্ত হয়ে যান তাহলে কয়েক বছরের জন্য বিদেশে যেতে পারেন। এটি আপনার অস্বস্তিকর চাকরি কিংবা বিরক্তিকর সম্পর্কের জটিলতাগুলো দূর করবে এবং জীবনকে নতুন করে উপভোগ করার সুযোগ তৈরি করে দেবে। এরপর আবার দেশে ফিরে এসে সবকিছু নতুন দৃষ্টিতে দেখতে পারবেন।
বাড়ি পরিষ্কার করুন : নির্দিষ্ট সময় অন্তর আপনার বাড়ি ভালোভাবে পরিষ্কার করুন। পুরনো অপ্রয়োজনীয় জিনিসপত্র সব ফেলে দিন। অপ্রয়োজনীয় জিনিসের সঙ্গে সঙ্গে আপনার মনকেও হালকা করার চেষ্টা করুন। অল্প জিনিসেই জীবনধারণের চেষ্টা করুন।

প্রয়োজনীয় জিনিসের তালিকা করুন : আপনার প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিসপত্রের একটি তালিকা করুন। আপনার কাছে নিশ্চয়ই এমন বহু জিনিস রয়েছে, যার কোনো প্রয়োজনীয়তা নেই। এসব অপ্রয়োজনীয় জিনিস যেন আর না কেনা হয় সেজন্য সতর্ক হয়ে যান।

সাইকেল চালান : সাইকেল আপনার বিভিন্নভাবে উপকার করতে পারে। সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভালো। এটি যেমন পরিবেশবান্ধব তেমন এর তেল খরচ, ইন্সুরেন্স, রোড পারমিট ইত্যাদিরও প্রয়োজন হয় না। এছাড়া সাইকেল চালালে আর্থিকভাবে যেমন সাশ্রয় হবে তেমন অন্যান্য পরিবহনের মুখাপেক্ষিও থাকতে হবে না।

'না’ বলতে শিখুন  : না বলা প্রায়ই অত্যন্ত কঠিন একটি কাজ হয়ে দাঁড়ায়। কিন্তু নানা ঘটনার প্রেক্ষিতে না বলে দেওয়া কখনো কখনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এ কাজটি সহজ না হওয়ায় এজন্য অনুশীলন করা উচিত। বিষয়টি আয়ত্ব করতে পারলেই জীবন অনেকাংশে সহজ হয়ে যাবে।

গোছালো হোন : আপনার কর্মস্থল কিংবা বাড়ি, সবখানেই জিনিসপত্র গুছিয়ে রাখুন। অগোছালো জিনিসপত্র আপনার মনের শান্তিও নষ্ট করবে। তাই গোছালো হয়ে উঠুন।

No comments:

Post a Comment