Symbolic pictures
Personal life, career, career, family and spiritual peace You are a successful man. Thereby, some of the envious eyes are surrounded by you. You can easily identify those who envy you publicly. But there are many people who have hidden jealousy. You can not easily identify them. However, some signs can be identified by these secret envy people. Then one day you know who secretly envy you-
1. Keep in mind, whether someone is imitating you or not. It is the initial symptom of those who are secretly jealous.
2. Keep in mind, if someone is stupidly doing your homework. More delirious people live in secret but jealous jealousy.
3. If someone short of any success, you know, he is jealous for you.
4. Always take care of your defect, beware of such a person. But they are secretly hiding your net against you.
5. Keep in mind that no one is behind you rumors. If you are on the road, then find the person who spreads the rumor. You know, he is doing this evil from a secret jealousy.
6. If someone gives you unwanted advice, it is likely that the person is more likely to be secretive envy.
ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার, পেশা, পারিবার ও আত্মিক শান্তিতে আপনি একজন সফল মানুষ। যার ফলে ঈর্ষাণ্বিত কিছু চোখ আপনাকে ঘিরে রয়েছে। প্রকাশ্যে যারা আপনাকে ঈর্ষা করেন, তাদের আপনি সহজেই চিহ্নিত করতে পারেন। কিন্তু এমন বহু মানুষ রয়েছেন, যাদের ঈর্ষা গোপন। এদের সহজে আপনি চিহ্নিত করতে পারেন না। তবে কয়েকটি লক্ষণ দেখে চিহ্নিত করা যেতে পারে এই সব গোপন ঈর্ষাকাতর মানুষদের। তাহলে এক ঝলকে জেনে নিন কারা আপনাকে গোপনে ঈর্ষা করে-
১. লক্ষ রাখুন, কেউ আপনাকে অনুকরণ করছেন কি না। গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ।
২. খেয়াল রাখবেন, কেউ অযথা আপনার স্তুতি করছেন কিনা। বেশি তোষামোদকারী মানুষের মনে কিন্তু গোপন ঈর্ষা বাস করে।
৩. কেউ যদি আপনার কোনও সাফল্যকে ছোট করে দেখেন, জানবেন, তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর।
৪. সর্বদা আপনার খুঁত ধরেন, এমন লোক থেকে সাবধান। এরা কিন্তু আপনার প্রতি গোপনে হিংসার জাল বুনে চলেছেন।
৫. খেয়াল রাখবেন, আপনার পিছনে কেউ কোনও গুজব রটাচ্ছেন কি না। যদি রটে, তা হলে সেই গুজব ছড়ানো ব্যক্তিকে খুঁজে বের করুন। জানবেন, তিনি কোনও গোপন ঈর্ষা থেকেই এই কাণ্ড ঘটাচ্ছেন।
৬. কেউ আপনাকে অযাচিত উপদেশ দিলে মনে করবেন সেই ব্যক্তি গোপন ঈর্ষাকারী হওয়ার সম্ভাবনাই বেশি।
No comments:
Post a Comment