Tuesday, January 23, 2018

কালো হীরের তৈরি বিশ্বের সবচেয়ে দামী নেল পালিশ The world's most expensive nail polish made of black diamonds



Many do not think how it can be spent if so many. Someone went to Paris or to travel to Switzerland, someone else started traveling on a lighter plane. But have you ever heard that if you buy a nail polish, you need millions? Yes, to buy this nail polish, you have to spend Rs. 1 crore 63 lakh 66 thousand taka.

But the reason is also viable. It has real diamonds. Black diamond Yes, this 266-carat nail paint made of black diamonds. A jewelry company named Los Angeles has created this nail polish. It contains 14.7 millilitet paint.



In this regard, a statement from the organization said that for a long time it was thought that it can be used as a means of jewelry. The Black Diamond Nail polish made from that plan

It's heard, this nail polish is selling like hot cakes.

প্রচুর থাকলে সেটা কীভাবে খরচ করা যায় ভেবে পান না অনেকেই। কেউ প্যারিসে কিংবা সুইজারল্যান্ডে বেড়াতে যান, আবার কেউ লাসবহুল বিমানে ভ্রমণ শুরু করেন। তবে কখনো শুনেছেন কি একটি নেল পালিশ কিনতে গেলে কোটি টাকা দরকার? হ্যাঁ, এই নেইল পালিশ কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ১ কোটি ৬৩ লক্ষ ৬৬,০০০ টাকা।

তবে এর কারণটাও যর্থার্থ। এতে রয়েছে আসল হীরে। ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, কালো হীরে দিয়েই তৈরি ২৬৭ ক্যারাটের এই নেল পেন্ট। লস অ্যাঞ্জেলসের অ্যাজেচার নামে এক গয়নার সংস্থা তৈরি করেছে এই নেল পালিশ। এতে রয়েছে ১৪.৭ মিলিলিটার পেন্ট।



এ ব্যাপারে সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই এই চিন্তাভাবনা ছিল যে নখেও ব্যবহার করা যেতে পারে গয়নার উপকরণ। সেই পরিকল্পনা থেকেই তৈরি এই ব্ল্যাক ডায়মন্ড নেল পালিশ।

শোনা যাচ্ছে, হট কেকের মত বিক্রি হয়ে যাচ্ছে এই নেল পালিশ।

No comments:

Post a Comment