In the beautiful competition, there is a separate number on the basis of model of women body, physical beauty. Not only in the overall sense, but also in the body. That woman has been identified in the study, whose body is said to be an ideal model.
The person who got the best body presents is named Kelly Brook. Rapture was born on 23 November 1979. Height 5 feet 5 inches Science says that everything from its hair, nails, hands and feet is absolutely ideal size. She is a British model, actress and television personality. Her modeling career started at just 16 years of age. After participating in a beauty contest, started modeling. His mother wrote the name in that competition. Then there was no need to look back.
Earlier, his physical appearance also caught the attention of the Daily Star Tabloid's editorial team. Once a selection of feminine women in Grazia Magazine, 5 thousand women Kareli gets the title of Serra there.
The research has been done by a group of experts from the University of Texas. Kelly's body is perfectly suited to the size of the female model. According to researchers, Kelly Brooke is the only owner of the ideal physical building in this world.
সুন্দরী প্রতিযোগিতায় নারীদেহের আদর্শ গড়ন, দৈহিক সৌন্দর্যের ভিত্তিতে আলাদা নম্বর বরাদ্দ রয়েছে। কেবল সার্বিক অর্থেই নয়, দেহে প্রত্যেক অঙ্গের আদর্শ গড়ন নিয়েও হয়েছে গবেষণা। সেই গবেষণায় চিহ্নিত হয়েছেন একজন নারী, যার দেহকে আদর্শ নিখুঁত গড়নের বলা হচ্ছে।
যিনি সর্বোত্তম দেহের তকমা পেয়েছেন তার নাম কেলি ব্রুক। রটেস্টারে ১৯৭৯ সালে ২৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। বিজ্ঞান বলছে, তার চুল, নখ, হাত-পা থেকে শুরু করে সবকিছুই একেবারে আদর্শ মাপের। তিনি ব্রিটিশ মডেল, অভিনেত্রী এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তার মডেলিং ক্যারিয়ার শুরু হয়েছে মাত্র ১৬ বছর বয়সে। এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া পরই মডেলিং শুরু করেন। তার মা ওই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি।
এর আগেও তার দৈহিক গড়ন ডেইলি স্টার ট্যাবলয়েড এর এডিটরিয়াল টিমের দৃষ্টি কাড়ে। একবার গ্রাজিয়া ম্যাগাজিন আদর্শ নারীদেহ খুঁজে নিয়ে বাছাই করে ৫ হাজার নারী। সেখানে সেরার খেতাব পান কেলি।
এ গবেষণা করেছে ইউনিভার্সিটি অব টেক্সাসের একদল বিশেষজ্ঞ। নারীর আদর্শ গড়নের মাপে কেলির দেহ পুরোপুরি খাপ খায়। গবেষকদের মতে, একমাত্র কেলি ব্রুকই এই পৃথিবীতে আদর্শ দৈহিক গড়নের মালিক।
No comments:
Post a Comment