Monday, January 15, 2018

ভালোবাসার সম্পর্কটি ভেঙে যাবার পর যে কাজগুলো কখনোই করবেন না Do not do things after the break of love!

The feeling of love is the most beautiful among all the feelings of love. During love and affection, I felt as if the seven heavens touched. But at some point of time, some people have come to the point of difficulty of the problem. There is anger in the sky of love, anger, mistrust, skepticism, black cloud of mind. For a long time trying to remove the clouds of this problem, it is no longer possible after one time. It is the end of the relationship.

When the relationship ends, it remains in its own way too much. Because of which there is no relation, but the old memory, love and maya from the heart goes away. The reality is big cruel. After the breakup of relations, many emotions in the emotional persuasive work do something that should never be done. For the sake of happiness, for the future and for self-respect, we should prevent ourselves from doing all the work that can cause harm to our personality.

Show interest for love



After breaking the relationship, many people try to get their love from their former partner or get attention from him. That's a very bad job. Emotions are not understood at all times, what is wrong with the work that is being done! After a while the pain and emotions diminished, the regret will be seen for yourself. Therefore, we have to accept that we must try to understand the breakdown of relations. A person's life is not meant to go away from the love of life! So in any way, the desire to receive love from him can not be kept in his own right and it can not be expressed.

Stay lonely

At these times we can not be alone at all. Rather, we have to connect ourselves with a variety of activities. Start spending more time with all your friends, colleagues or family. Because after breaking the relationship very naturally you will feel alone. This will cause harmony. Stay happy because of not alone for that reason. Start enjoying the joy of single-life independently.

Fighting with your emotion

It will be very difficult to face severe emotional difficulties during the breakdown of relationship. As a result of the final emotional distress, mixed feelings will create a disturbing emotion in many emotional voices. Negative feelings such as anger, obstinate, arrogance, frustration, fear, sadness, sadness, will begin to grow upward once. So whenever there is a lot of emotional pain, cry out to remove all the feelings. As long as you tear, cry and shave yourself. Do not put emotion in any way. The trouble continues to grow. But one thing must be kept in mind, remembering one thing can be done only once. Because, we are laughing at the same comedy only, it can not make us laugh for a second time. But remember the same suffering, more than once to cry!

Phone or message given

After the end of the relationship, people of former love will have to refrain from doing any such thing as phone calls or unnecessary messaging. Through all such work, not only does their recklessness manifest, they have a negative effect on their personalities.

There is no discount on your standard

It is very important to take yourself forward. However, moving forward does not mean that you are becoming very crazy. Randomly guide yourself and your life. As soon as a relationship ends, many people quickly get involved in another. Without thinking, without thinking about it, it is very wrong to get involved in another matter. Rather, it is necessary to give yourself the maximum time at this time. Need to decide yourself The most important thing to him is that, in no way can be discounted with the standard of living, the kind of persona.

Keeping gifts of people of former love

In a simple and straightforward way, gather all your gifts together and throw it away. Yes, this is exactly what you should do when your relationship has broken. Many people think, if you keep some things, how will it be. The mistake is here! Anything related to a former love person can make the time difficult. His gift means old memories, and old memories are meaningless. Is there any need to keep an unhealthy mind in the house? no there's none!

You have to learn to love yourself above everything else. Be cared for yourself. Whoever loves himself, he will never do any such work that will harm him.



সকল অনুভূতির মাঝে প্রিয় মানুষটাকে ভালোবাসার অনুভূতিটা সবচাইতে চমৎকার। প্রেম-ভালোবাসা চলাকালীন সময়ে মনে হতে থাকে আনন্দ যেন সপ্ত আকাশ ছুঁয়ে দিচ্ছে। কিন্তু একদম অনাকাঙ্ক্ষিতভাবেই কোথা থেকে কারো কারো জীবনে সমস্যার ঘনঘটা এসে ভিড় করে। ভালোবাসার আকাশে এসে জড়ো হতে থাকে রাগ, অভিমান, অবিশ্বাস, সন্দেহ, মনোমালিন্যের কালো মেঘ। দীর্ঘ সময় ধরে এই সমস্যার মেঘগুলোকে সরানোর চেষ্টা করতে করতেই, একটা সময় পরে আর সম্ভব হয় না যেন। হুট করেই চলে আসে সম্পর্কের ইতি।

সম্পর্ক শেষ হয়ে গেলেও তার রেশ রয়ে যায় নিজের মাঝে খুব বেশী পরিমাণে। যার কারণে সম্পর্ক না থাকলেও মনের মাঝে থেকে যায় পুরনো স্মৃতি, ভালোবাসা ও মায়া। বাস্তবতা এক্ষেত্রে বড় নিষ্ঠুর। সম্পর্ক ভেঙে যাবার পর আবেগের বশে অনেকেই এমন কিছু তুচ্ছ কাজ করে ফেলেন যেটা করা কখনোই উচিৎ নয়। নিজের সুখের জন্য, ভবিষ্যৎ এর জন্য ও আত্মসম্মান বোধের জন্য এমন সকল কাজ থেকে নিজেদের বিরত রাখা উচিৎ যেগুলো নিজের ব্যক্তিত্বের জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে।

ভালোবাসা পাবার জন্য আকুতি প্রদর্শন



সম্পর্ক ভেঙে যাবার পরেও অনেকেই তার পূর্বের সঙ্গীর কাছ থেকে ভালোবাসা কিংবা তার কাছ থেকে মনোযোগ পাবার জন্য চেষ্টা করে থাকেন। যেটা খুবই বাজে একটি কাজ। আবেগের আতিশয্যে অনেক সময় বোঝা যায় না, যে কাজটি করা হচ্ছে সেটা কী ভুল না ঠিক! একটা সময় পরে কষ্টভাব এবং আবেগ কমে গেলে এই কাজের জন্য নিজের মাঝেই অনুশোচনা দেখা দেবে প্রবলভাবে। তাই সম্পর্ক ভেঙ্গে যাবার ব্যাপারটিকে বোঝার চেষ্টা করতে হবে, সেটা মেনে নিতে হবে। একজন মানুষ জীবন থেকে চলে যাওয়া মানেই জীবন ভালোবাসা শূন্য হয়ে যাওয়া নয়! তাই কোনোভাবেই তার কাছ থেকে ভালোবাসা পাবার আকুতি নিজের মাঝে ধারণ করা ও সেটা প্রকাশ করা যাবে না।

একাকী থাকা

এই সময়গুলোতে মোটেও একা থাকা যাবে না। বরং আরো বেশি করে বিভিন্ন ধরণের কর্মকান্ডের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। নিজের সকল বন্ধু, কলিগ কিংবা পরিবারের সাথে বেশী করে সময় কাটানো শুরু করতে হবে। কারণ সম্পর্ক ভেঙে যাবার পরে খুব স্বাভাবিকভাবেই নিজেকে একা মনে হবে। যার ফলে মনঃকষ্ট দেখা দেবে। যে কারণে একা না থেকে খুশি থাকুন। স্বাধীনভাবে সিঙ্গেল জীবনের আনন্দকে উপভোগ করতে শুরু করুন।

নিজের আবেগের সাথে যুদ্ধ করা

খুব স্বাভাবিকভাবে সম্পর্ক ভেঙে যাবার পরবর্তী সময়গুলোতে প্রবল মানসিক কষ্টের মুখোমুখি হতে হবে। চূড়ান্ত মানসিক কষ্টের ফলে একইসাথে মনে মাঝে অনেকগুলো আবেগের ভলে মিশ্র এক বিরক্তিকর আবেগ তৈরি হবে। রাগ, জেদ, অভিমান, হতাশা, ভয়, দন্দ, বিষণ্ণতার মতো নেতিবাচক অনুভুতিগুলো একে একে মাথাচাড়া উঠতে শুরু করবে যেন। তাই যখনই খুব বেশী মানসিক কষ্ট দেখা দেবে, সকল অনুভূতিগুলোকে বের করে দেবার জন্য কাঁদুন। যতক্ষণ খুশি কাঁদুন, কেঁদে নিজেকে হালকা করুন। কোনোভাবেই আবেগকে চাপা দিয়ে রাখবেন না। এতে করে কষ্ট বাড়তে থাকে। তবে একটা কথা মনে রাখতে হবে, কোন একটা বিষয়ের কথা মনে করে শুধুমাত্র একবারই কান্নাকাটি করা যাবে। কারণ, একই কৌতুক শুধুমাত্র প্রথবার শুনেই আমরা হাসি, দ্বিতীয়বার সেটা আমাদের হাসাতে পারে না। তবে কেনো একই কষ্টের কথা মনে করে একবারের বেশী কান্নাকাটি করা!

ফোনকল অথবা মেসেজ দেওয়া

সম্পর্ক শেষ হয়ে যাবার পর প্রাক্তন ভালোবাসার মানুষকে বারবার ফোনকল দেওয়া কিংবা অকারণে ম্যাসেজ দেবার মতো কাজ করা থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। এমন সকল কাজের মাধ্যমে শুধুমাত্র নিজের বেপরোয়া ভাবই প্রকাশ পায় না, নিজের ব্যক্তিত্বের উপরে নেতিবাচক প্রভাব পড়ে যায়।

নিজের স্ট্যান্ডার্ডে কোন ছাড় নয়

নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তবে নিজেকে এগিয়ে যাওয়া মানে কোনোভাবেই এই নয় যে, একদম খামখেয়ালী হয়ে ওঠা। যথেচ্ছভাবে নিজেকে ও নিজের জীবনকে পরিচালিত করা। অনেকেই একটি সম্পর্ক শেষ হয়ে যাবার সাথে সাথেই খুব দ্রুত অন্য আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়েন। কোন চিন্তাভাবনা না করে, বিচার-বিবেচনা না করেই আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়া অনেকাংশেই ভুল সিদ্ধান্ত হয়ে থাকে। বরং এই সময়ে নিজেকে সবচাইতে বেশী সময় দেওয়া প্রয়োজন। নিজেকে স্থির করা প্রয়োজন। তার সাথে সবচাইতে জরুরি ব্যাপার হলো, কোনোভাবেই নিজের জীবনযাত্রার মান, নিজের ব্যাক্তিত্বের ধরণের সাথে ছাড় দেওয়া যাবে না।

প্রাক্তন ভালোবাসার মানুষের উপহার রেখে দেওয়া

একদম সহজ ও সরল কথায় বললে- তার দেওয়া সকল উপহার একসাথে জড়ো করুন এবং ফেলে দিন। জ্বি, ঠিক এই কাজটাই করা উচিৎ যখন আপনার সম্পর্কটি ভেঙে গেছে। অনেকে ভাবতে পারেন, কয়েকটি জিনিস রেখে দিলে কিবা এমন হবে। ভুলটা এখানেই! প্রাক্তন ভালোবাসার মানুষটির সাথে সম্পর্কিত যেকোন কিছুই বর্তমান সময়কে কষ্টকর করে তুলতে পারে। তার দেওয়া উপহার মানেই পুরনো স্মৃতি, আর পুরনো স্মৃতি মানেই মনঃকষ্ট। অহেতুক মনঃকষ্টকে ঘরে পুষে রাখার কোন প্রয়োজন আদৌ আছে কী? না নেই!

সকল কিছুর উর্দ্ধে নিজেকে ভালোবাসা শিখতে হবে। নিজের প্রতি যত্নবান হতে হবে। যিনি নিজেকে ভালোবাসেন, তিনি কখনোই এমন কোন কাজ করবেন না যাতে তার ক্ষতি হবে।

No comments:

Post a Comment