Thursday, January 25, 2018

অস্কারের ৯০ বছর; ইতিহাস গড়লেন মার্কিন নারী সিনেমাটোগ্রাফার 90 years of Oscar; US women cinematographer made history



American women cinematographer Rachel Morrison broke a new record in the Motion Picture Academy. In the last 90 years of the Oscars, no woman has won nomination for the best cinematographer award, the nomination was not received.

Exceptions to the 90th Oscars nomination list announced on Tuesday Rachel Morrison has been nominated for the category 'Madbund' for the first woman.

In December last year, Rachel Morrison received recognition from film critics in New York, Chicago and North Carolina. But the nomination of the movie is a big thing to get nominated. Happy Birthday Director D Riso, 'I am glad that people have recognized his work.'

Rachel Morrison has acted as a cinematographer in the film 'Black Panther' for the release of the marble serial 'Rachel Morrison'. The film will be released next month. 

মোশন পিকচার অ্যাকাডেমিতে অভিনব এক রেকর্ড ভেঙেছেন যুক্তরাষ্ট্রের নারী সিনেমাটোগ্রাফার র‌্যাচেল মরিসন। অস্কারের গত ৯০ বছরের ইতিহাসে কোনো নারীই সেরা সিনেমাটোগ্রাফার পদে পুরস্কার জেতা তো দূরের কথা, মনোনয়নই পাননি।

গত মঙ্গলবার ঘোষিত ৯০ তম অস্কারের মনোনয়ন তালিকায় যার ব্যতিক্রম ঘটেছে। প্রথম নারী হিসেবে 'মাডবাউন্ড' সিনেমার জন্য এ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন র‌্যাচেল মরিসন।

গত ডিসেম্বরে নিউ ইয়র্ক, শিকাগো ও নর্থ ক্যারোলিনায় চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে নিজের কাজের স্বীকৃতি পেয়েছেন রাচেল মরিসন। কিন্তু চলচ্চিত্রের সর্বোচ্চ আসরে মনোনয়ন পাওয়া তো আরও বিশাল ব্যাপার। এতে খুশি 'মাডবাউন্ড' ছবির পরিচালক ডি রিসও, 'আমি আনন্দিত যে মানুষ তার কাজের স্বীকৃতি দিয়েছে।'

মুক্তির অপেক্ষায় থাকা মার্বেল সিরিজের 'ব্ল্যাক প্যানথার' ছবিতেও সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন র‌্যাচেল মরিসন। ছবিটি মুক্তি পাবে আগামী মাসে।

No comments:

Post a Comment