Tuesday, December 19, 2017

ইনজেকশনের ভয়ে পাঁচতলা থেকে লাফ নারীর! Women jump from five-storey fear of injection!

Symbolic pictures
There are many who are very afraid to give injection. But the fear of injection, it was probably the first thing to jump from the five-storey building.

The incident happened in West Bengal, India. To give a nurse injection to a woman on Sunday 3 in the afternoon, a female patient named Pinky Majumdar jumped through the five-storey window of the Arjikar Hospital in Kolkata. Being seriously injured, he is currently undergoing treatment at Arjikar Hospital. The question raised about the security of the hospital in this incident.

It's heard, Pinik has done this job in fear of injecting. Pinky Majumdar (30) house in Howrah. A few days ago Arjikar's woman ward admitted childbirth pinky. He delivered a son on Friday. After the deterioration of the physical condition, he was kept in the ICU. On Sunday morning, he was again brought to Ward by the ICU.

Another patient, who was standing next to him, told that the nurse came to him for injection at around three in the afternoon on Sunday. Panky dropped from the bed after seeing this. Before nurse ran him out and ran down the window, he fell down. There was no shoe in that window. Go to the ground and get out of the pinky. But he could not run away due to head and hand injury.

ইনজেকশন দিতে গেলে এমন অনেকেই আছেন যারা খুব ভয় পান। কিন্তু তাই বলে ইনজেকশন দেওয়ার ভয়ে পাঁচতলা ভবন থেকে লাফ দেওয়ার ঘটনা বোধহয় এই প্রথম ঘটলো।

ভারতের পশ্চিমবঙ্গে ঘটেছে এমন ঘটনা।  রবিবার দুপুর তিনটার এক নারীকে দিকে নার্স ইনজেকশন দিতে গেলে কলকাতার আরজিকর হাসপাতালের পাঁচতলার জানালা দিয়ে ঝাঁপ দেন পিংকি মজুমদার নামের এক নারী রোগী। গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে আরজিকর হাসপাতালেই চিকিৎসাধীন। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শোনা যাচ্ছে, ইনজেকশনের ভয়ে এই কাজ করেছেন পিংকি। পিংকি মজুমদারের (৩০) বাড়ি হাওড়ায়। কয়েকদিন আগে আরজিকরের নারী ওয়ার্ডে ভর্তি হন সন্তানসম্ভবা পিংকি।  শুক্রবার একটি পুত্র সন্তান প্রসব করেন তিনি। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়।  রবিবার সকালে আইসিইউ থেকে তাকে আবারও নারী ওয়ার্ডে আনা হয়।

তার পাশের বেডে থাকা অন্য এক রোগী জানান, রবিবার দুপুর তিনটার দিকে নার্স তাকে ইনজেকশন দিতে আসেন। এটা দেখেই বিছানা থেকে নেমে পড়েন পিংকি। নার্স তাকে ছুটে গিয়ে ধরার আগেই জানালা দিয়ে লাফিয়ে নিচে পড়েন তিনি। ওই জানালায় কোনো শিক ছিল না। মাটিতে পড়ে উঠে পালাতে যান পিংকি। কিন্তু মাথায় ও হাতে আঘাত গুরুতর হওয়ায় দৌড়ে পালাতে পারেননি তিনি।

No comments:

Post a Comment