Tuesday, December 19, 2017

ডায়াবেটিসের সম্ভাবনা কমায় কফি! Coffee reduces the chances of diabetes!


Collected pictures
Coffee is not comparable to fatigue or depression. There are many people who wake up in the morning if they do not sip in the coffee and the day is the soil. If you do not have coffee with a light breakfast at the end of the day, then it does not go away.

So let's know about some of the advantages and benefits of coffee-

Caffeine is the most active ingredient in coffee. Which will help you pay attention to the work due to the unfavorable situation.

Coffee reduces the possibility of type 2 diabetes. Several studies have found that those who regularly eat coffee have less risk of Type 2 diabetes. The risk reduction ratio is 23 to 67 percent.

Coffee also fight against Alzheimers and Parkinson's disease. Coffee enhances your brain when the age increases.

This drink filled with nutrients and antioxidants. Coffee contains Vitamin B5, Vitamin B2, Thiamine B1, Potassium and Magnesium. Not only this, the antioxidant in the coffee will keep you more refreshing.

Very effective coffee as a preventive skin skin user. The National Cancer Institute's recently published paper said that drinking coffee every day prevented malignant melanoma from producing it. As a result, skin is protected from cancer.

Recent studies have said coffee is quite effective in solving dry eyes. Caffeine stimulates eye tears, as well as increases the production of saliva and gastric juice.

If a cup of coffee every day gives you so much benefit, then why do you prevent any other drink from going to the coffee table? So start from today, caffeine.


ক্লান্তি বা বিষন্নতা থেকে নিজেকে সতেজ করতে কফির তুলনা নেই। এমন অনেকেই আছেন যাদের সকালে ঘুম থেকে উঠে কফিতে চুমুক না দিলে দিনটাই মাটি। আবার দিনের শেষে বিকেলে হালকা নাস্তার সঙ্গে কফি না হলে তো চলেই না।

তাহলে চলুন জেনে নিই কফির কিছু গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে-

কফিতে থাকা সবচেয়ে সক্রিয় উপাদানটির নাম ক্যাফেইন। যা আপনাকে প্রতিকূল পরিস্থিতি অমনোযোগ কাটিয়ে কাজে মনোযোগ দিতে সাহায্য করবে।

টাইপ ২ ডায়াবেটিসের সম্ভাবনাও কমায় কফি। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কফি খায় তাদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কম হয়। এই ঝুঁকি কমানোর পরিমাণটা ২৩ থেকে ৬৭ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। 

কফি আলঝেইমার্স ও পারকিনসন্স রোগের বিরুদ্ধেও লড়ে। বয়স বাড়লে কফি আপনার মস্তিস্ককে সুরক্ষা দেয়। 

পুষ্টিগুণ আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই পানীয়টি। কফিতে ভিটামিন বি৫, ভিটামিন বি২, থায়ামাইন বি১, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে। শুধু তাই নয় কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে রাখবে আরো বেশি সতেজ।

স্কিনক্যান্সারের প্রতিরোধক হিসেবেও বেশ কার্যকর কফি। ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটের একটি গবেষণাপত্রে সম্প্রতি জানিয়েছে প্রতিদিন কফি পান করলে সেটা শরীরে ম্যালিগন্যান্ট মেলানোমা তৈরিতে বাধা দেয়। ফলে ত্বক রক্ষা পায় ক্যান্সারের হাত থেকে।

সাম্প্রতিক গবেষণা বলছে কফি শুষ্ক চোখের সমস্যা সমাধানেও বেশ কার্যকর। ক্যাফেইন চোখের অশ্রুগ্রন্থিকে উদ্দীপিত করে সেই সঙ্গে সেটা সালিভা এবং পাচকরস তৈরি বাড়ায়।

প্রতিদিন এক কাপ কপি যদি আপনাকে এত এত উপকার দেয় তাহলে অন্য কোনো পানীয় ছেড়ে কফির দিকে ঝুঁকতে বাধা কিসের। সুতরাং আজ থেকেই শুরু হোক কফিপ্রীতি।

No comments:

Post a Comment