Monday, December 11, 2017

ঘুমের সময় পাশে মোবাইল রাখা বিপদজনক Keeping mobile at the time of sleep is dangerous

If the mobile phone is kept in bed while sleeping then there is a risk of fire explosion. At the same time, researchers have warned about more serious risks.

They say, there are dozens of deadly gas out there from billions of machines like smartphones, tablets. This information was given in the study article published in the journal 'Nano Energy'.

The Czech Republic and Chinese researchers recently detected more than 100 deadly gas emitted from lithium-ion batteries. These gases contain deadly gas like carbon monoxide. The researchers warned that if the mobile phone is placed beside the bed, there may be severe damage to the environment, including intense scratching in the skin, eyes and nose.

Researchers at the Institute of NBC Defense and Singhhua University said most phones do not know about the phone being over-heating or damage to the device's bad charger.

Researcher G. Sun said, "Lately nowadays lithium-ion batteries are being used around the world. Millions of households use such battery-powered devices. So the general public should know about the risk of such batteries.

Researchers say that in some small and closed environments, if there is harmful substances like carbon monoxide, it can cause serious harm. There may be more damage in places such as cars and airports.


ঘুমের সময় যদি বিছানায় মোবাইল ফোন রাখা হয় তবে আগুন ধরে বিস্ফোরণের ঝুঁকি থাকে। একই সঙ্গে আরও মারাত্মক ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন গবেষকেরা।

তাঁরা বলছেন, স্মার্টফোন, ট্যাবলেটের মতো কোটি কোটি যন্ত্রের ব্যাটারি থেকে কয়েক ডজন মারাত্মক গ্যাস বের হয়। ‘ন্যানো এনার্জি’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাসংক্রান্ত নিবন্ধে এ তথ্য জানানো হয়।

চেক রিপাবলিক ও চীনের গবেষকেরা সম্প্রতি লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে বের হওয়া ১০০-র বেশি মারাত্মক গ্যাস শনাক্ত করেছেন। এসব গ্যাসের মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইডের মতো মারাত্মক গ্যাস থাকে। বিছানার পাশে মোবাইল ফোন রাখলে ত্বক, চোখ ও নাকের মধ্যে তীব্র চুলকানিসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা।

ইনস্টিটিউট অব এনবিসি ডিফেন্স ও সিংহুয়া ইউনিভার্সিটির গবেষকেরা বলেন, অধিকাংশ ফোন ইউজার ফোনের অতিরিক্ত গরম হয়ে যাওয়া অথবা ডিভাইস খারাপ চার্জার ব্যবহারের ক্ষতি সম্পর্কে জানেন না।

গবেষক জি সান বলেন, আজকাল লিথিয়াম আয়ন ব্যাটারি বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে। লাখো পরিবারে এ ধরনের ব্যাটারিচালিত যন্ত্রের ব্যবহার দেখা যায়। তাই সাধারণ মানুষের এ ধরনের ব্যাটারির ঝুঁকি সম্পর্কে জানা উচিত।

গবেষক সান বলেন, কোনো ছোট ও বদ্ধ পরিবেশে যদি কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকর উপাদান বের হতে থাকে, তবে তা খুব কম সময়ের মধ্যে মারাত্মক ক্ষতি করতে পারে। বিশেষ করে গাড়ি ও বিমানের মতো জায়গায় বেশি ক্ষতি হতে পারে।

No comments:

Post a Comment