Tuesday, December 12, 2017

ভয়ঙ্কর বিপদ ডেকে আনে টয়লেট টিস্যু Tailor Tissue brings horrible danger

The toilet paper is one of the important components of each toilet. But the most important element is that people can be infected with serious diseases, experts say.

According to doctors, it is better to use wet tissues instead of toilet paper. Because the toilet paper can not clear the paupatha, but it is said to help in the development of various diseases in the ass. In one study, one study.

Due to the use of toilet paper, people in the United States, Australia, and Britain have an incredibly dirty hip, which is said to be in the study report.

Whereas people living in Japan, Italy and Greece are known to be very clean. Because they use water for anus cleaning. This is known from a recent article related to the study published in International Ganmadham Tonic.

After leaving the stool, wet tissue helps in the removal of sebacea bacteria in very few cases. Where the toilet paper does not come in any way it is said in the study. So this dirty bacterium can bind to a house in Paupatha. The report says that there may be various kinds of severe ankle diseases including pain, crack, and the report.


প্রতিটি টয়লেটেরই বেশ গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে টয়লেট পেপার। কিন্তু এই অতি প্রয়োজনীয় উপাদানটি থেকেই মানুষ মারাত্বক সব রোগে আক্রান্ত হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, টয়লেট পেপারের পরিবর্তে ভেজা টিস্যু ব্যবহার করা ভালো। কেননা টয়লেট পেপার কখনই পায়ুপথকে পরিস্কার রাখতে পারে না, বরঞ্চ এটা পায়ু পথে বিভিন্ন রোগ তৈরিতে সাহায্য করে বলে জানানো হয় এক গবেষণায়।

টয়লেট পেপার ব্যবহার করার ফলে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ব্রিটেনের মতো দেশের মানুষেরা অকল্পনীয় নোংরা নিতম্বের অধিকারী হন বলেও গবেষণা প্রতিবেদনে বলা হয়।

যেখানে জাপান, ইতালি এবং গ্রীসে বসবাসকারী মানুষের গোপনাঙ্গ অনেকাংশে পরিচ্ছন্ন বলে জানা যায়। কারণ তারা মলদ্বার পরিস্কারের জন্য পানি ব্যবহার করেন। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যাম টনিক এ প্রকাশিত একটি গবেষণা সম্পর্কিত আর্টিকেল থেকে এসব তথ্য জানা যায়।

মল ত্যাগের পর ভেজা টিস্যু অনেকাংশেই পায়ুপথের ব্যাকটেরিয়া তাড়াতে সাহায্য করে। যেখানে টয়লেট পেপার কোনো কাজেই আসে না বলে গবেষণায় বলা হয়। তাই এই নোংরা ব্যাকটেরিয়াময় পায়ুপথে বাসা বাঁধতে পারে এনাল ফিসার। ব্যথা, ফাটল সহ নানা রকম ভয়ঙ্কর মলদ্বারের রোগ হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

No comments:

Post a Comment