Tuesday, December 12, 2017

গোসলের সময় মেয়েরা যা চিন্তা করে Girls who think about bathing while bathing

In the words, people think most when going to the bathroom or the washroom. But girls think of so many things that do not have any basis at the time of bathing. Want to know what they are? Then take a look at this list of IDE website.

1. If I used to practice a little bit then I would have been a great artist! Actually I sing a lot of good songs.

2. What is the need to wash hair today? There is no need to be If not more than two days, it will continue.

3. The whole bathroom is wet. It takes my discomfort to have a bath in the wet bath.

4. There are only two minutes. Is it okay to apply hair conditioner now? That's why I'm late.

5. Lately there are many hair fall due to hair washing. Tomorrow will go to the parlor.

6. It's very important to have my wexing. But do not understand whether it is right or not!

7. I'm getting too fat. I need to exercise.

8. The new scent of this new wave is a lot of scent. Buy it from now on.

9. Today, do not wet the towel? I absolutely do not like to rub the body with a wet towel.


কথায় বলে, মানুষ সবচেয়ে বেশি চিন্তা করে যখন বাথরুম বা ওয়াশরুমে যায়। কিন্তু মেয়েরা গোসলের সময় এমন অনেক কিছুই চিন্তা করে যার কোনো ভিত্তি নেই। জানতে চান কী সেগুলো? তাহলে আইডিভা ওয়েবসাইটের এই তালিকাটি একবার দেখে নিন।

১. আমি যদি একটু অনুশীলন করতাম তাহলে অনেক বড় শিল্পী হতাম! আসলে আমি অনেক ভালো গান গাই।

২. আজ কি চুল ধোয়ার প্রয়োজন আছে? থাক দরকার নেই। আরো দুদিন না করলেও চলবে।

৩. পুরো বাথরুম ভিজে আছে। ভেজা বাথরুমে গোসল করতে আমার অস্বস্তি লাগে।

৪. মাত্র দুই মিনিট আছে। এখন কি চুলে কন্ডিশনার লাগানো ঠিক হবে? এমনিতেই আমার দেরি হয়ে গেছে।

৫. ইদানীং চুল ধোয়ার সঙ্গে সঙ্গেই অনেক চুল পড়ে যাচ্ছে। কালই পার্লারে যেতে হবে।

৬. আমার ওয়েক্সিং করানো খুবই জরুরি। কিন্তু করাটা ঠিক হবে কি না বুঝছি না!

৭. আমি অনেক মোটা হয়ে যাচ্ছি। আমার ব্যায়াম করা প্রয়োজন।

৮. নতুন এই বডিওয়াশটার অনেক সুন্দর ঘ্রাণ। এখন থেকে এটাই কিনব।

৯. আজকে তোয়ালে ভেজা না তো? আমি ভেজা তোয়ালে দিয়ে শরীর মোছা একেবারেই পছন্দ করি না।

No comments:

Post a Comment