Tuesday, December 12, 2017

ছোঁয়াচে রোগ গনোরিয়া Gonorrhea in infectious diseases

It is a sexually transmitted disease that most women do not have symptoms and 85-90% of men have symptoms. If the germ is entered into the mouth, acne and pain in the mouth and cough and penetration of the anus and rectum, or inflammation or infection occurs.

How To Spread: Spreads through the free association of men and women. Gonorrhea may also be used in the use of sterilized towels or clothes.

Newborn gonorrhea: If there is a gonorrhea during childbirth, newborn's eyes are infected. After washing the water with the eyes and then dense pulsation.

Symptoms: Women with Gonorrhea can come to the doctor with a white discharge. In this case, gonorrhea can be identified through laboratory examination. Besides, women suffer from urinary bleeding, frequent urine, and problems with blood after reconciliation. The biggest problem is the abdominal pain or inflammation. Men's urine is burning sensation or biting. The urine and thick pus may be exposed to urine.

Treatment: On the advice of the doctor, it is necessary to add ointment to the affected area as well as eating pills or injections. Clean the puddle with clean cotton cotton and wash it with saline water. It must work very carefully or the caretaker may also be affected by this disease.

এটি এমন একটি যৌন রোগ যা বেশির ভাগ মহিলাদের ক্ষেত্রে উপসর্গবিহীন থাকে এবং ৮৫-৯০% পুরুষের উপসর্গ থাকে। এ জীবাণু মুখের মধ্যে প্রবেশ করলে গলা ব্যথা ও কাশি এবং পায়ুপথে প্রবেশ করলে মলদ্বার ও রেকটামে প্রদাহ বা ইনফেকশন হয়।

কীভাবে ছড়ায় : পুরুষ-মহিলার অবাধ মেলামেশার মাধ্যমে ছড়ায়। জীবাণুমুক্ত তোয়ালে বা কাপড় ব্যবহার করলেও গনোরিয়া হতে পারে।

নবজাতকের গনোরিয়া : প্রসবকালে যদি গনোরিয়ায় আক্রান্ত হয় তবে নবজাতকের চোখ আক্রান্ত হয়। চোখ দিয়ে পানি পড়ে ও পরে ঘন পুঁজ ঝরতে থাকে।

উপসর্গ : গনোরিয়ায় আক্রান্ত মহিলারা সাদা স্রাব নিয়ে চিকিৎসকের কাছে আসতে পারে। সেক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে গনোরিয়া শনাক্ত করা যায়। এছাড়া মহিলারা প্রস্রাবে জ্বালা-পোড়া, বারবার প্রস্রাব হওয়া, মিলনের পর রক্ত বের হওয়া সমস্যায় ভোগে। সবচেয়ে বড় সমস্যা হল তলপেটে ব্যথা বা প্রদাহ। পুরুষদের প্রস্রাবে জ্বালা-পোড়া বা কুট কমে কামড় দেয়ার মতো অনুভূতি হয়। প্রস্রাবের রাস্তা দিয়ে বিজল ও ঘন পুঁজ বের হতে পারে।

চিকিৎসা : চিকিৎসকের পরামর্শে মুখে খাওয়ার বড়ি বা ইনজেকশনের পাশাপাশি আক্রান্ত স্থানে মলম লাগানোর প্রয়োজন হয়। পরিষ্কার ভেজা তুলা দিয়ে পুঁজ পরিষ্কার করতে হবে ও স্যালাইন পানি দিয়ে ধুতে হবে। খুব সাবধানতার সঙ্গে এ কাজ করতে হবে নতুবা পরিচর্যাকারীরও এ রোগে আক্রান্ত হতে পারে।

No comments:

Post a Comment