Sunday, December 24, 2017

প্রথম ঋতুস্রাবের অভিজ্ঞতা জানালেন রাধিকা Radhika (with video) told her first menstrual experience

In this country, a woman who is menstruating is used as an untouchable. She has committed a crime! Forgetting that he does not tell any man in the house, on the first day of his menstruation, the girl tells her clearly that her mother The painting is even more difficult in rural village. There is a separate arrangement for menstruating girls. And, it is very difficult to see his physical protection.



Not only the purchase of sanitary napkins in the village, but also the hygiene restrictions are not followed. Where is the city or different? At this time, to buy a pad in the shop, you have to pack a black packet or newspaper. What is a crime, which always has to hide Forgetting the meaning of being the mother of all the girls is the first step in maternal mortality. In this way, a woman gets the first right to create life.

But this did not happen in actress Radhika Apte. His first roses became very different from the experience and five daughters. Radhika has shared the experience with the 'Paddman' movie that she has shared with everyone. He said most of his family members are doctors. And so from the very beginning he was made clear in this regard. But after the first menstruation, he also feared. But he scared the other members of the house.

Radhika also said that everyone had given him a gift on the news of his first menstruation. A party was organized in the house.

The actress hoped that she would be able to break apart various suspicions, prejudices, and conservatives in the upcoming movie 'Paddman', starring Akshay Kumar and Radhika Apte. On this day, Radhika was present in the singing ceremony of 'Paddman', Akshay Kumar and Twinkle Khanna


এদেশে ঋতুমতী হওয়া মেয়ের সঙ্গে অস্পৃশ্যের মতোই ব্যবহার করা হয়। সে কি যেন এক অপরাধ করে ফেলেছে! ভুলেও যেন সে বাড়ির কোনও পুরুষকে একথা না বলে, ঋতুমতী হওয়ার প্রথম দিনেই মেয়েকে স্পষ্ট বলে দেন তাঁর মা-ই। গ্রামেগঞ্জে চিত্রটা তো আরও কঠিন। সেখানে ঋতুমতী মেয়েদের জন্য আলাদা থাকা-খাওয়ার ব্যবস্থা হয়। আর, তার শারীরিক সুরক্ষার বিষয় দেখা তো দুরস্ত।



গ্রামে স্যানিটারি ন্যাপকিন কেনা তো দূরের কথা, বিন্দুমাত্র স্বাস্থ্যবিধিও মেনে চলা হয়না। শহরের চিত্রটাই বা আলাদা কোথায়? এখনেও তো দোকানে প্যাড কিনতে গিয়ে কালো প্যাকেট কিংবা খবরের কাগজে মুড়ে আনতে হয়। কি যেন এক অপরাধ, যে লুকোতে হবে সবসময়। ভুলেই যান সকলে মেয়েদের রজঃস্বলা হওয়ার অর্থই হল মাতৃত্বের প্রথম ধাপ। এভাবেই একজন নারী প্রাণ সৃষ্টির প্রথম অধিকার পায়।

তবে অভিনেত্রী রাধিকা আপ্তের ক্ষেত্রে এমনটা ঘটেনি। তাঁর প্রথম রজঃস্বলা হওয়ার অভিজ্ঞতা আর পাঁচজন মেয়ের থেকে একেবারেই আলাদা। ‘প্যাডম্যান’ সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে এসে সে অভিজ্ঞতাই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাধিকা। তিনি বলেন, তাঁর বাড়ির বেশিরভাগ সদস্যই চিকিৎসক। আর তাই প্রথম থেকেই তাঁকে এবিষয়ে স্পষ্ট জানানো হয়েছিল। তবে প্রথম ঋতুমতী হওয়ার পর তাঁরও ভয় করেছিল বৈকি। কিন্তু তাঁর সে ভয় ভাঙিয়ে দিয়েছিলেন বাড়ির অন্যান্য সদস্যরা।

রাধিকা আরও জানান, তাঁর প্রথম ঋতুমতী হওয়ার খবরে সকলেই তাঁকে উপহার দিয়েছিল। বাড়িতে একপ্রকার পার্টির আয়োজন করা হয়েছিল।

অক্ষয় কুমার ও রাধিকা আপ্তে অভিনীত আপকামিং ফিল্ম ‘প্যাডম্যান’, ঋতুস্রাব নিয়ে থাকা বিভিন্ন দ্বিধা, কুসংস্কার, রক্ষণশীলতাগুলিই ভাঙাতে সক্ষম হবে বলে এদিন আশা প্রকাশ করেন অভিনেত্রী। এদিন ‘প্যাডম্যান’-এর গান প্রকাশ অনুষ্ঠানে রাধিকা ছাড়াও উপস্থিত ছিলেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না।

No comments:

Post a Comment