Wednesday, December 13, 2017

মাদার টেরেসা স্মৃতি পুরস্কারে ভূষিত প্রিয়াঙ্কা চোপড়া Priyanka Chopra awarded Mother Teresa Memorial Award

File images
The world has received the order beforehand. Without any godfather, the soil under his foot tightened in Bollywood. Then he went to Hollywood. There are also popular faces. In between, Priyanka Chopra has stood beside those people, who have been living day by day and being sheltered day by day. The actress, who has been working in a long time, has been doing this before. He is the Goodwill Ambassador of UNICEF. Priyanka Chopra has got a new recognition for the work done by the refugees for social work. Mother Teresa Memorial Award for Social Justice has been given to him.

Priyanka Chopra, receiving 13-Mother Mother Teresa Memorial Award, said, "Thank you Harmony Foundation. I am proud to receive the Mother Teresa Memorial Award.

'
Mother Teresa Memorial Award received Priyanka Chopra's mother Madhoo Chopra.

In 2005, Mother Teresa Memorial Honors have been started from Harmony Foundation since 2005.

বিশ্বসুন্দরীর তকমা আগেই পেয়েছেন। কোনো গডফাদার ছাড়াই বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। তারপর পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানেও হয়ে উঠেছেন জনপ্রিয় মুখ। এরই মাঝে প্রিয়াঙ্কা চোপড়া দাঁড়িয়েছেন সেই সমস্ত মানুষের পাশে, যারা ভিটেছাড়া হয়ে দিনের পর দিন আশ্রিত হয়ে দিন কাটাচ্ছেন। একদিন নয় বহু আগে থেকেই এই কাজ করে আসছেন তারাকা এই অভিনেত্রী। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর তিনি। এবার উদ্বাস্তুদের হয়ে সমাজসেবামূলক কাজ করার জন্য নতুন স্বীকৃতি পেলেন প্রিয়াঙ্কা চোপড়া। মাদার টেরিজা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস দেওয়া হয়েছে তাকে।

১৩-তম মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘ধন্যবাদ হারমনি ফাউন্ডেশন। মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়ে আমি গর্বিত বোধ করছি।

’ 
মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ডটি প্রিয়াঙ্কার চোপড়ার হয়ে তার মা মধু চোপড়া গ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে হারমনি ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদার টেরেসা মেমোরিয়াল সম্মান দেওয়া শুরু হয়েছে।

No comments:

Post a Comment