Tuesday, December 12, 2017

Charles does not have to sleep! চার্লসদের ঘুম ভাঙাতে নেই!



Rangpur Riders - Comilla Victorians
রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস
Charles got his first Twenty20 century
Everyone knows that Johnson Charles knows to run, that's all. Not only so much in the franchisee leagues so much! But why did he sleep asleep in the BPL this year? Only 38 runs out of five matches do not follow his name. Charles could not find a better time to wake up. Charles returned to form in the final in the final.

Gayle, who made a century in the previous match, returned only yesterday for three runs, McCullum was also in peril. Nevertheless, the 55 runs scored by Rangpur, the achievement of Charles, The West Indies opener was unbeaten on 46 off 26 balls. He started where he stayed yesterday. McCullum helped return to form, himself also made a storm. 9 fours and 7 chakkaya 63 runs 105 runs! Not only did he return to the form, he also got his first Twenty20 century.
Rangpur Riders scored a 192-run target in this Century. Comilla Victorians did not climb over the hills. Coming to the first stage, Comilla lost by 36 runs. Rangpur ran for the first time in the final. If you want to get another taste (BPL title) tomorrow, then Charles will continue to fire, Rangpur will continue. The dynamics of their dreams are dynamite Dhaka Dynamites.


ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পেয়ে গেলেন চার্লস।
জনসন চার্লস যে রান করতে জানেন, সেটা সবাই জানে। শুধু শুধু তো আর ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এত কদর করা হয় না তাঁকে! কিন্তু এবারের বিপিএলে কেন যেন ঘুমিয়ে ছিলেন চার্লস। পাঁচ ম্যাচে মাত্র ৩৮ রান তাঁর নামের পাশে মানায় না। জেগে উঠতে এর চেয়ে ভালো সময় খুঁজে পেতেন না চার্লস। ফর্মে ফিরেই দলকে ফাইনালে তুলেছেন চার্লস। 

আগের ম্যাচেই সেঞ্চুরি করা গেইল কাল মাত্র ৩ রানে ফিরেছেন, ধুঁকছিলেন ম্যাককালামও। তবু যে ৫৫ রান তুলতে পেরেছিল রংপুর, এর কৃতিত্ব চার্লসের। ২৬ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন ক্যারিবীয় ওপেনার। কাল যেখানে থেমেছেন, ঠিক সেখানেই শুরু করলেন। ম্যাককালামকে ফর্মে ফিরতে সাহায্য করলেন, নিজেও ঝড় তুললেন। ৯ চার ও ৭ ছক্কায় ৬৩ বলে তুললেন ১০৫ রান! শুধু ফর্মেই ফিরলেন না, ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিও পেয়ে গেলেন। 
এ সেঞ্চুরিতে ভর করেই ১৯২ রানের পাহাড় গড়েছিল রংপুর রাইডার্স। সে পাহাড় আর টপকানো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ানসের। ৩৬ রানে হেরে গেছে দুর্দান্তভাবে প্রথম পর্ব শেষ করা কুমিল্লা। আর তাতেই প্রথমবারের মতো ফাইনালে চলে এল রংপুর। আগামীকাল আরেকটি প্রথমের (বিপিএল শিরোপা) স্বাদ পেতে চাইলে চার্লস এভাবে জ্বলে উঠলেই চলবে রংপুরের। তাদের এ স্বপ্নের পথে বাধা ঢাকা ডায়নামাইটস।

No comments:

Post a Comment