Tuesday, December 19, 2017

যৌনতার দায়ে নিষিদ্ধ যে ছবিগুলো Photos that are forbidden for sex

There are many pictures in Rupali world that are not allowed to be seen if you are not of 18 years of age, and there are some pictures that do not meet the clearance of 80 years or more, which means restrictions are imposed on them.

Subsequently, the ban was lifted in many places. There are so many pictures in Bollywood that the sensor board's screw on the script from the scene. Many names of them may be the names you know. See if they are in this list ...

1) Fire: In 1996, the film, directed by Shabana Azmi and Nandita Das, was directed by Deepa Mehta, the censor board was banned. In this movie, the character of two lesbian women of Indian Hindu family was highlighted, which surrounded the storm of tension. In 1998, the release was obtained with the release certificate but with the rating 'A'. However, the name of the character of the Sita is directed to be neat.

Further story: Sundari was made to leave the country for the sake of self-promotion

2) Five: Five pictures directed by Anurag Kashyap were created in 1997 in the context of Joshi-Ajayankar serial killer incident. However, the sensor board has been banned for the use of excessive violence, drugs and inhuman language. In 2001, many scenes of the film were dropped but the film was not released until finally. However, there were five film festivals exhibited in foreign countries.

3) The Bandit Queen: The life of Phoolan Devi was highlighted in the story of Shekhar Kapur. For the use of sexual content, nudity, and some tearful language in the photo view, the baner board is prohibited by the sensor board. Although many prizes have been received in the photo, it is heard that the voice of Phoolan Devi or alleged that some of her important information has been distorted in this film.

4) CineSnance: The film, created and produced by Vinod Pandey, is a highly controversial film in 2005. One of the prisoners in Kerala who was involved in sexual relations with a girl, wanted to keep the relationship he was secretive. Censor board bans 'cineas' for displaying content and nudity in the film.

5) Kamasutra, A Tale of Love: The film directed by Mira Nayar was sexually suggestive. The censor board was banned in the film.

6) Water: In this film directed by Deepa Mehta, in 1938, pictures of helplessness of widows of some monasteries of Benares were highlighted. But Hindutva organizations protested about the content of this film and also destroyed the set of films.

7) Parzania: This film directed by Rahul Dholakia also brings many awards. This image was created in the context of 2002 Gujarat riots. Although two National Awards were received, the Gujarat government was heard saying that the screening of the movie was banned.

8) Black Friday: In 1993, the series of explosions in Mumbai was highlighted by Anurag Kashyap's docufecture. The film is released after the ban was imposed for two years.

9) Lipstick Under My Burqa: This black comedy film certification board is said to be the cause of the obstruction of Srivastava, and it is said to be 'female-oriented' and there is 'sexual scenes and abusive'. It is also alleged that there is also 'audio pornography' against this photo. However, this film appears on many film festivals, and this attempt of ornamentation has gained tremendous appreciation.


রুপালি দুনিয়ায় এমন অনেক ছবি আছে যা ১৮ বছর বয়স না হলে দেখার অনুমতি মেলে না, আবার এমনও কিছু ছবি রয়েছে যা ৮০ বছর বা তার বেশি হলেও দেখার ছাড়পত্র মেলে না, অর্থাৎ যেগুলির ওপর জারি করা হয় নিষেধাজ্ঞা।

পরবর্তীকালে আবার অনেকক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠেও যায়। বলিউডেই এমন বহু ছবি রয়েছে যার দৃশ্য থেকে স্ক্রিপ্টের ওপর পড়েছে সেন্সর বোর্ডের এমন কোপ। তাদের মধ্যে অনেকগুলি নামই হয়তো আপনাদের চেনা নাম। দেখুন তো এই তালিকায় সেগুলি রয়েছে কি না…

১) ফায়ার: ১৯৯৬ সালে শাবানা আজমি এবং নন্দিতা দাস অভিনীত, দীপা মেহতা পরিচালিত এই ছবিটিকে নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড। এই সিনেমায় ভারতীয় হিন্দু পরিবারের দুই সমকামী মহিলার চরিত্র তুলে ধরা হয়েছিল, যাকে ঘিরে সামলোচনার ঝড় বয়ে গিয়েছিল৷ ১৯৯৮-এ মুক্তির ছাড়পত্র পায় ছবিটি তবে ‘এ’ রেটিং দিয়ে। তবে সীতা চরিত্রের নাম নীতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও খবর : সেলফি তোলার অপরাধে সুন্দরীকে দেশ ছাড়া করা হয়

২) পাঁচ: অনুরাগ কাশ্যপ পরিচালিত পাঁচ ছবিটি ১৯৯৭ সালে যোশী-অভয়ঙ্কর সিরিয়াল মার্ডারের ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল। তবে এতে অতিরিক্ত হিংসা, ড্রাগ এবং অশ্রাব্য ভাষার ব্যবহারের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সেন্সর বোর্ড। ২০০১ সালে ছবির বেশ কিছু দৃশ্য বাদ পড়লেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি ছবিটি। তবে বিদেশে কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল পাঁচ।

৩) দ্য ব্যানডিট কুইন : শেখর কাপুরের পরিচালনায় এই ছবির গল্পে ফুলন দেবীর জীবন তুলে ধরা হয়। ছবির দৃশ্যে সেক্সুয়্যাল কনটেন্ট, নগ্নতা এবং কিছু অশ্রাব্য ভাষার ব্যবহারের জন্য দ্য ব্যানডিট কুইনের মতো একটি ছবিকে সেন্সর বোর্ড নিষিদ্ধ করে। ছবির ঝুলিতে বেশ কিছু পুরস্কার এলেও, শোনা যায় ফুলন দেবী নাকি অভিযোগ করেছিলেন, তার জীবনের বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য বিকৃত করা হয়েছে এই ছবিতে।

৪) সিনস: বিনোদ পান্ডের পরিচালনা এবং প্রযোজনায় তৈরি সিনস্ ছবিটি ২০০৫ সালের অত্যন্ত বিতর্কিত একটি ছবি। এক যুবতীর সঙ্গে যৌনসম্পর্কে জড়িয়ে পড়েন কেরলের এক পাদ্রি যে সম্পর্ককে তিনি গোপন রাখতে চেয়েছিলেন। সিনেমায় বিষয়বস্তু এবং নগ্নতা প্রদর্শনের জন্য ‘সিনস’কে নিষিদ্ধ ঘোষণা করে সেন্সর বোর্ড।

৫) কামসূত্র, আ টেল অব লভ : মীরা নায়ার পরিচালিত এই ছবিটির বিষয়বস্তুত ছিল যৌনতানির্ভর। তবে এই ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সেন্সর বোর্ড।

৬) ওয়াটার : দীপা মেহতা পরিচালিত এই ছবিতে ১৯৩৮সালে বেনারসের কিছু আশ্রমের বিধবা মহিলাদের অসহায়তার ছবি ফুটিয়ে তোলা হয়। কিন্তু হিন্দুত্ববাদী সংগঠনগুলি এই ছবির বিষয়বস্তু নিয়ে প্রতিবাদ জানায় এবং সিনেমার সেটও নাকি নষ্ট করে দেয়।

৭) পারজানিয়া : রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই ছবির ঝুলিতেও উঠে এসেছে বহু পুরস্কার। এই ছবিটি ২০০২ সালের গুজরাট দাঙ্গার প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল। দু’টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেও গুজরাট সরকার সিনেমাটির স্ক্রিনিং নিষিদ্ধ করে বলে শোনা যায়।

৮) ব্ল্যাক ফ্রাইডে : ১৯৯৩ সালে মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা তুলে ধরা হয়েছিল অনুরাগ কাশ্যপের এই ডকুফিচারে। দুই বছর নিষেধাজ্ঞার জারি থাকার পরে সিনেমাটি মুক্তি পায়।

৯) লিপস্টিক আন্ডার মাই বোরখা : অলঙ্কৃতা শ্রীবাস্তবের এই ব্ল্যাক কমেডি-টি ফিল্ম সার্টিফিকেশন বোর্ড সেন্সরে আটকানোর কারণ হিসেবে বলা হয়, ছবিটি ‘নারী-মুখী’ এবং সেখানে ‘যৌন দৃশ্য এবং গালিগালাজ রয়েছে। ‘অডিও পর্নোগ্রাফি’ও রয়েছে বলেও অভিযোগ ওঠে এই ছবির বিরুদ্ধে৷ তবে বহু চলচ্চিত্র উৎসবে এই ছবিটি প্রদর্শিত হয় এবং ভূয়সী প্রশংসাও অর্জন করে অলঙ্কৃতার এই প্রয়াস।

No comments:

Post a Comment