File images
Another day will start in the night pohale. Waking up will start to work from the beginning. That's the rule of nature. But there is no sleep in his eyes. Waiting for the speed of waiting, how fast the time will come to him, how fast it will be the day. It is a kind of irritation. The person I am talking about is no other person. The film 'Manar Jala' directed by Malek Afsari, is going to be released on 175th Friday. A lot of it is going to break into a new form and it is going to emerge from the elf. For many reasons, the image of the audience has exceeded the mercury too much.
Some people say the image or challenge for elation.
In this context, he said every day in Bangladesh, not acting as a heroine, acting as an actress. Challenging will be stupid. Expectations are one thing, challenge is one thing. From the self-confidence, the film is a complete package. Everything that is needed for the success of the catalyst for success, all of them are 'burning in the heart'. Besides, there is faith in the audience. I hope they will evaluate my confidence. Because they also want to see an actress acting, not a heroine.
রাত পোহালেই শুরু হবে আরেকটি দিন। ঘুম থেকে উঠে শুরু হবে কর্মচাঞ্চল্যতা। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু তার চোখে যেন আর ঘুম নেই। অপেক্ষার প্রহর গুণছেন কত দ্রুত কাল এসে ধরা দেবে তার কাছে, কত দ্রুত পার হবে দিনটি। এও যেন এক ধরনের জ্বালা। যার কথা বলছি তিনি আর কেউ নন- পরীমণি। কারণ শুক্রবার দেশব্যাপী ১৭৫টি হলে মুক্তি পেতে যাচ্ছে মালেক আফসারী পরিচালিত 'অন্তর জ্বালা' ছবিটি। এতে অনেকটাই নতুন রূপে নিজেকে ভেঙে গুড়ো করে আবির্ভাব হতে যাচ্ছেন পরীমণি। নানা কারণে ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদও অনেক চড়ে গেছে।
কেউ কেউ বলছেন ছবিটি নাকি পরীমণির জন্য চ্যালেঞ্জ।
এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, দেখুন, নায়িকা হিসেবে নয়, একজন অভিনেত্রী হিসেবে এতে অভিনয় করেছি। চ্যালেঞ্জ করাটা বোকামি হবে। প্রত্যাশা এক জিনিস, চ্যালেঞ্জ এক জিনিস। আত্মবিশ্বাস থেকে বলতে পারি ছবিটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। সফল হওয়ার জন্য যা যা অনুঘটকের প্রয়োজন তার সবই 'অন্তর জ্বালা'য় বিদ্যমান। তাছাড়া দর্শকদের প্রতি বিশ্বাস রয়েছে। আশা করি তারা আমার এই আত্মবিশ্বাসের মূল্যায়ন করবেন। কারণ তারাও একজন অভিনেত্রীর অভিনয় দেখতে চান, নায়িকার নয়।
Another day will start in the night pohale. Waking up will start to work from the beginning. That's the rule of nature. But there is no sleep in his eyes. Waiting for the speed of waiting, how fast the time will come to him, how fast it will be the day. It is a kind of irritation. The person I am talking about is no other person. The film 'Manar Jala' directed by Malek Afsari, is going to be released on 175th Friday. A lot of it is going to break into a new form and it is going to emerge from the elf. For many reasons, the image of the audience has exceeded the mercury too much.
Some people say the image or challenge for elation.
In this context, he said every day in Bangladesh, not acting as a heroine, acting as an actress. Challenging will be stupid. Expectations are one thing, challenge is one thing. From the self-confidence, the film is a complete package. Everything that is needed for the success of the catalyst for success, all of them are 'burning in the heart'. Besides, there is faith in the audience. I hope they will evaluate my confidence. Because they also want to see an actress acting, not a heroine.
রাত পোহালেই শুরু হবে আরেকটি দিন। ঘুম থেকে উঠে শুরু হবে কর্মচাঞ্চল্যতা। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু তার চোখে যেন আর ঘুম নেই। অপেক্ষার প্রহর গুণছেন কত দ্রুত কাল এসে ধরা দেবে তার কাছে, কত দ্রুত পার হবে দিনটি। এও যেন এক ধরনের জ্বালা। যার কথা বলছি তিনি আর কেউ নন- পরীমণি। কারণ শুক্রবার দেশব্যাপী ১৭৫টি হলে মুক্তি পেতে যাচ্ছে মালেক আফসারী পরিচালিত 'অন্তর জ্বালা' ছবিটি। এতে অনেকটাই নতুন রূপে নিজেকে ভেঙে গুড়ো করে আবির্ভাব হতে যাচ্ছেন পরীমণি। নানা কারণে ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদও অনেক চড়ে গেছে।
কেউ কেউ বলছেন ছবিটি নাকি পরীমণির জন্য চ্যালেঞ্জ।
এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, দেখুন, নায়িকা হিসেবে নয়, একজন অভিনেত্রী হিসেবে এতে অভিনয় করেছি। চ্যালেঞ্জ করাটা বোকামি হবে। প্রত্যাশা এক জিনিস, চ্যালেঞ্জ এক জিনিস। আত্মবিশ্বাস থেকে বলতে পারি ছবিটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। সফল হওয়ার জন্য যা যা অনুঘটকের প্রয়োজন তার সবই 'অন্তর জ্বালা'য় বিদ্যমান। তাছাড়া দর্শকদের প্রতি বিশ্বাস রয়েছে। আশা করি তারা আমার এই আত্মবিশ্বাসের মূল্যায়ন করবেন। কারণ তারাও একজন অভিনেত্রীর অভিনয় দেখতে চান, নায়িকার নয়।
No comments:
Post a Comment