Thursday, December 14, 2017

দীপিকা-প্রিয়াঙ্কা উভয়ই অনুপস্থিত ‘ডন থ্রি’-তে! Deepika-Priyanka are missing in 'Don three'!

File images
A few days ago, there was a buzz in Bollywood industry, Deepika Padukone starring Shah Rukh Khan in 'Don Three'. Priyanka Chopra will be seen in the role or will she see Deepika. But in the speculation, the film's producer Riteish Sidwani has poured water.

According to the news, Ritish went to the party on the success of 'Fukre Returns', saying, "Deepika is not part of Don Three. "Even though Priyanka Chopra is not there, she did not comment on Riteish.

In 2006, Amitabh Bachchan's remake of 'Dawn' was first remake of the movie. Priyanka starred in the role of 'Roma' in Zint Aman. Priyanka was also in 'Don 2' in 2011. However, the makers of the film 'Don Three' were told that Deepika was thinking of replacing Priyanka. There was a buzz, Shahrukhay wanted Deepika to be the second lead in the picture.

However, producer Ritesh Sidwani said that cast will be discussed only when the film shooting starts.

And after this news, new speculation in Bollywood, but whether the new actress will be seen in 'Don' at this bar. Answers are time waiting

কয়েক দিন আগে বলিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শুরু হয়েছিল, শাহরুখ খানের ‘ডন থ্রি’-তে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। প্রিয়াঙ্কা চোপড়াকে সরিয়ে সেই চরিত্রে নাকি দেখা যাবে দীপিকাকে। তবে সেই জল্পনায় নাকি পানি ঢেলে দিয়েছেন ছবির প্রযোজক রীতেশ সিদওয়ানি।

খবর অনুযায়ী, ‘ফুকরে রিটার্নস’-এর সাফল্যের পার্টিতে গিয়ে রীতেশ বলেছেন, ‘দীপিকা ডন থ্রি’র অংশ নয়। ’ যদিও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন কিনা, তা নিয়ে কোনও মন্তব্য করেননি রীতেশ।

২০০৬ সালে প্রথম অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির রিমেক করেছিলেন শাহরুখ। সেখানে জিনাত আমানের ‘রোমা’ চরিত্রটিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। ২০১১ সালে ‘ডন টু’-তেও ছিলেন প্রিয়াঙ্কা। তবে ছবির নির্মাতারা ‘ডন থ্রি’-তে প্রিয়াঙ্কার পরিবর্তে দীপিকার কথা ভাবছেন বলে জানা গিয়েছিল। গুঞ্জন ছিল, শাহরুখই নাকি দীপিকাকে চেয়েছিলেন ছবির দ্বিতীয় লিড হিসেবে।

তবে প্রযোজক রীতেশ সিদওয়ানি জানিয়েছেন, ছবির শুটিংয়ের কাজ শুরু হলেই কাস্ট নিয়ে আলোচনা করা হবে।

আর এই খবরের জেরে, বলিউডে নতুন  করে জল্পনা, তবে কি এ বারের ‘ডন’-এ নতুন কোনও অভিনেত্রীকে দেখা যাবে কিনা তাই নিয়ে। উত্তর অবশ্য সময়ের অপেক্ষা।

No comments:

Post a Comment