Sunday, December 10, 2017

যৌন হয়রানি নিয়ে মুখ খুললে অনেক নায়ক হারাবেন নায়িকারা’ Nayakara will lose many heroes while opening up the face of sexual harassment '

Hollywood-Bollywood stars have opened their mouths recently on sexual harassment. As a result, many real appearances of producers, directors and producers are coming forward.

The opening is by uncovering the mask of Hollywood's influential producer Harvey Winsteen. Recently, Hollywood actress Richa Chadda is asked about the allegations of sexually assaulting her. He said, if you open your mouth or face the danger of many, then there will be many dangers.

She said, when the face of sexual harassment in Bollywood is open, many heroes will get involved in the name. Meanwhile, the speculation surrounding Richard's statement has been speculated. What does Richa mean by this word?

Richa said, "Bollywood will not be able to show it what Hollywood has done. It will take another year for him. If any Bollywood actress talks about sexual abuse, then she might lose a lot of heroes. '

He further said, 'The culprit in our country is considered guilty. Because of that many people can not open their mouth about sexual harassment. If anybody opens a mouth against someone in the film industry, then his work can go away. Many people are silent in that fear. "According to him, before all this, there is a need to change the mindset of everyone.


যৌন হয়রানি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন হলিউড-বলিউড তারকারা। যার ফলে অনেক নামিদামি প্রযোজক, পরিচালক ও নির্মাতাদের আসল চেহারা সামনে আসছে।

শুরুটা হয় হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেইনের মুখোশ উন্মোচনের মাধ্যমে। সম্প্রতি হলিউড অভিনেত্রীদের তোলা যৌন নিগ্রহের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হয় বলিউড অভিনেত্রী রিচা চাড্ডাকে। তিনি জানালেন, এই বিষয়ে মুখ খুললে নাকি অনেকের বিপদ হতে পারে।

তিনি বলেন, বলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খোলা হলে, বহু নায়কের নাম সেখানে জড়িয়ে পড়বে। এদিকে রিচার এই বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। এই কথাটির মাধ্যমে রিচা আসলে কী বুঝাতে চেয়েছেন?

তার জবাবে রিচা বলেন, ‘হলিউড যা করে দেখিয়েছে, তা বলিউড এখনই করে দেখাতে পারবে না। তার জন্য আরও কয়েক বছর সময় লাগবে। কোনভাবে বলিউডের কোনো অভিনেত্রী যদি যৌন নিগ্রহ নিয়ে কথা বলেন, তাহলে তাকে অনেক নায়ক হারাতে হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে নির্যাতিতাকেই অপরাধী মানা হয়। যে কারণে অনেকেই যৌন নিগ্রহ নিয়ে মুখ খুলতে পারে না। যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারোর বিরুদ্ধে কেউ মুখ খোলে, তাহলে তার কাজ চলে যেতে পারে। সেই ভয়েই অনেকে চুপ করে থাকে।’ তার মতে, এ সবকিছুর আগে সবার মানসিকতা পরিবর্তনের প্রয়োজন আছে।

No comments:

Post a Comment