Tuesday, November 28, 2017

Be aware of penile gonorrhea, know about 11 signs পুরুষাঙ্গে ক্যান্সারের বিষয়ে সচেতন হোন, জেনে নিন ১১টি লক্ষণ


Men think that going to a doctor or a health professional that scares them, But when it comes to moral issues, try to avoid it. But this can be a deadly decision to avoid this problem. In this case, many serious symptoms remain in sight. Men think that going to a general doctor about health problems that spread the scourge. But when it comes to moral issues, try to avoid it. But this can be a deadly decision to avoid this problem. In this case, many serious symptoms remain in the eye. Menstrual skin may be a sign of rash or some sexually transmitted disease.

Not only this, these may be signs of something worse. Men's cancer is a disease that men should be aware of.

According to cancer research UK, in the year 2014, 130 people of Britain were killed. More than two people die each week.

American Centers for Disease Control and Prevention (CDC) says that every year there are HPV-related genital cancers. Although this cancer is rare. Human papillomavirus (HPV) is responsible for 63% of these reasons. Therefore, be careful about signs. Although the risk of death is very low, the risk of death is very low. But one of the deadly diseases.

It has to be cautious. Signs of sexual cancer appear in its skin. Take a picture about the signs.

1. The skin is clothed, which is not good after 4 weeks. It looks like a lot of mucus, ulcer or blisters.

2. Blood from the genitalia or from the skin.

3. Something out of which the smell is absurd

4. Can not get rid of genital foreskin.

5. Rash or lacerated raging.

6. Changing the color of genitalia

7. Giving meat to the groin.

8. Feeling tired.

9. Pain in the abdomen

10. Bone pain

11. Lose weight.

ভীতি ছড়িয়ে দেয় এমন স্বাস্থ্যগত সমস্যা নিয়েও সাধারণ কোনো চিকিৎসকের কাছে যাওয়ার চিন্তা করেন পুরুষরা। কিন্তু বিষয়টা যখন পৌরষত্ব বিষয়ক, তখন তা এড়িয়েই যাওয়ার চেষ্টা করেন। অথচ এই সমস্যা এড়িয়ে যাওয়া প্রাণঘাতী সিদ্ধান্ত হতে পারে। এ ক্ষেত্রে বহু মারাত্মক লক্ষণ দৃষ্টির আড়ালেই থেকে যায়।ভীতি ছড়িয়ে দেয় এমন স্বাস্থ্যগত সমস্যা নিয়েও সাধারণ কোনো চিকিৎসকের কাছে যাওয়ার চিন্তা করেন পুরুষরা। কিন্তু বিষয়টা যখন পৌরষত্ব বিষয়ক, তখন তা এড়িয়েই যাওয়ার চেষ্টা করেন। অথচ এই সমস্যা এড়িয়ে যাওয়া প্রাণঘাতী সিদ্ধান্ত হতে পারে। এ ক্ষেত্রে বহু মারাত্মক লক্ষণ দৃষ্টির আড়ালেই থেকে যায়।পুরুষের যৌনাঙ্গের ত্বকে র‌্যাশ ওঠা বা কিছু বের হয়ে আসা যৌনবাহিত রোগের লক্ষণ হতে পারে।

শুধু তাই নয়, এগুলো আরো বাজে কিছুর লক্ষণ হতে পারে।পুরুষাঙ্গের ক্যান্সার এমন এক রোগ যে বিষয়ে সচেতন হতে হবে পুরুষদের।

ক্যান্সার রিসার্চ ইউকে এর হিসাবে বলা হয়, ২০১৪ সালে ব্রিটেনের ১৩০ জন পুরুষের মৃত্যু ঘটে। প্রতি সপ্তাহে দুই জনের বেশি মৃত্যুবরণ করেন।

আমেরিকার সেন্টারর্স ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, প্রতিবছর সেখানে এইচপিভি-জনিত যৌনাঙ্গের ক্যান্সারে আক্রান্ত হন। যদিও এই ক্যান্সারটি বিরল। এদের মধ্যে ৬৩ শতাংশের কারণ হিসাবে হিউম্যান প্যাপিলোমাভাইরাসকে (এইচপিভি) দায়ী করা হয়। কাজেই লক্ষণের বিষয়ে সাবধান থাকতে হবে। যদিও এ রোগে আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি অনেক কম। কিন্তু মারাত্মক এক রোগ।

এর থেকে সাবধান থাকতে হবে।যৌনাঙ্গের ক্যান্সারের লক্ষণ প্রকাশ পায় এর ত্বকেই। লক্ষণগুলো সম্পর্কে ধারণা নিন।

১. ত্বকে গুটি ওঠে যা ৪ সপ্তাহ পরও ভালো হয় না। এটাকে অনেকটা আঁচিল, আলসার বা ফোস্কার মতো দেখা যায়।

২. যৌনাঙ্গের ভেতর থেকে বা ত্বক থেকে রক্ত বের হওয়া।

৩. এমন কিছু বের হওয়া যার গন্ধ বিদঘুটে।

৪. যৌনাঙ্গে ফোরস্কিন টেনে নামাতে না পারা।

৫. র‌্যাশ বা ফুসকুরি ওঠা।

৬. যৌনাঙ্গের রং বদলে যাওয়া।

৭. কুঁচকিতে মাংসপিণ্ড দেওয়া দেওয়া।

৮. ক্লান্তি বোধ করা।

৯. পেটে ব্যথা হওয়া।

১০. হাড়ে ব্যথা।

১১. ওজন কমতে থাকা।

No comments:

Post a Comment