Tuesday, December 5, 2017

Incredibly busy mahhi অবতারে ব্যস্ত মাহি


Entertainment Reporter Entertainment Reporter

Incredibly busy mahhi
Popular actress of Dhaka movie Mahia Mahi He has some pictures in hand with his Take a busy time to do with the boot He is currently staying in Pabna. Shooting there is directed by Mahmud Hasan Shikder 'Avatar' movie shooting.

This heroine is playing a medical student in this movie. Mahi said, "I have been playing a medical student for the first time. Parents demanded a doctor while studying. Even if they can not fulfill their wish, they are enjoying the screen.

Mahi shooting 'Avatar' from December 3. The end will be 20 December. Then there is the shooting of 'My Mother My Paradise' directed by Badiul Alam Khokan. But Mahi says it is different He said, "I have not yet signed a contract in the film. So it is definitely not possible to shoot the film after shooting Avatar. '

Newcomer Rousseau is the hero in the 'Avatar' Mahi's hero. Amin Khan is playing his older brother. There are also Misha Saudagar and Subrata. The film's story, screenplay and dialogue director. There are four songs in the song. Music conducted by Ahmed Kislu, Ahmed Humayun and Kishore.

After a long time, in the new year, in the new year, many of his photos are in the liberation procession. Among them, 'Jannat', 'Paul wants you to Paul', 'holy love', 'mind debo mind nebo' etc. are notable.

The latest hit 'Dhaka Attack', which earned the film a great deal of business success. The film directed by Dipankar Deepan, Mahir Nayak Arifan Shuvo

অবতারে ব্যস্ত মাহি
ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। বেশ কিছু ছবি হাতে রয়েছে তার। ব্যস্ত সময় পার করছেন মুটিং নিয়ে। বর্তমানে পাবনায় অবস্থান করছেন তিনি। সেখানে চলছে মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ সিনেমার শুটিং।

এই ছবিতে মেডিক্যালের ছাত্রীর চরিত্রে অভিনয় করছেন এই নায়িকা। মাহি বলেন, ‘প্রথমবারের মতো মেডিক্যালের ছাত্রীর চরিত্রে অভিনয় করছি। পড়াশোনা করার সময় বাবা-মা চাইতেন ডাক্তার হই। তাদের ইচ্ছে বাস্তবে পূরণ করতে না পারলেও পর্দায় পূরণ করতে পেরে বেশ মজা পাচ্ছি।’

৩ ডিসেম্বর থেকে ‘অবতার’-এর শুটিং করছেন মাহি। শেষ হবে ২০ ডিসেম্বর। এরপর বদিউল আলম খোকন পরিচালিত ‘আমার মা আমার বেহেশত’-এর শুটিং করার কথা রয়েছে। তবে মাহি বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘আমি এখনো ছবিটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হইনি। তাই অবতারের শুটিং শেষে ওই ছবির শুটিং করব এটা নিশ্চিতভাবে বলতে পারছি না।’

‘অবতার’-এ মাহির নায়ক হিসেবে রয়েছেন নবাগত রুশো। তার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন আমিন খান। এছাড়া রয়েছেন মিশা সওদাগর ও সুব্রত। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ পরিচালকের। গান থাকছে চারটি। সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু, আহমেদ হুমায়ুন ও কিশোর।

আর কদিন পর ২০১৮ সাল, নতুন বছরে তার অনেকগুলো ছবি মুক্তি মিছিলে রয়েছে। তারমধ্যে ‘জান্নাত’, ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘পবিত্র ভালোবাসা’, ‘মন দেবো মন নেবো’ ইত্যাদি উল্লেখযোগ্য।

সর্বশেষ মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি ব্যবসায়িকভাবে দারুণ সফলতা পেয়েছে। দীপঙ্কর দীপন পরিচালিত ছবিটিতে মাহির নায়ক আরিফন শুভ।

No comments:

Post a Comment