Tuesday, December 5, 2017

A. Germans believe that trump is a major threat to Korea, Russia, উ. কোরিয়া, রাশিয়ার চেয়ে ট্রাম্পকে বড় হুমকি মনে করেন জার্মানরা


International Desk
05 December, 2017
      
A. Germans believe that trump is a major threat to Korea, Russia,
The Jamaican believes that US President Donald Trumpp is a big threat to foreign policy over North Korea, Russia or Turkey's authoritarian leaders. According to a report by Quaarbaar Foundation, Reuters reports on Tuesday, according to a report.

Zermarin's refugee crisis was at the top of foreign policy. The survey said that 26% of the country's population has expressed concern over the recession and the ability of Germany to handle the situation.

However, the Quarkar Foundation's find that the Germans consider US President Donald Trump and maintaining Germany's relations with the United States as the second biggest challenge.

19 percent of the German citizens participating in the survey saw the United States or Trump as the second major challenge. After Germany's foreign policy, Turkey was rated 17%, North Korea 10% and Russia 8%.

After taking office of the White House in January, the US President Donald Trump criticized the contribution of the Paris Climate Agreement, refusing to ratify the six world powers agreement on Iran's nuclear program, and Germany's commercial and western military alliance NATO.

Responding to Trump's actions and criticism, German Chancellor Angela Merkel said earlier this year that Berlin will not be dependent on the US in the future. Even urging European leaders to build fate in their own hands.

The survey of Quarbara Foundation was conducted in October. This took about a thousand German part of different ages. 56 percent of the people who took part in the survey said that it is bad or very bad to have relations with Germany with the United States.

About 52 percent of skepticism about Germany's active role in various international crises. They say that Berlin's policy should still be followed by the post-war moratorium.
      
উ. কোরিয়া, রাশিয়ার চেয়ে ট্রাম্পকে বড় হুমকি মনে করেন জার্মানরা
উত্তর কোরিয়া, রাশিয়া কিংবা তুরস্কের কর্তৃত্ববাদী নেতাদের চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের পররাষ্ট্রনীতির জন্য বড় ধরনের হুমকি মনে করেন জামার্নরা। কোয়ারবার ফাউন্ডেশনের এক জরিপের বরাত দিয়ে মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র সম্পর্কিত নীতিগুলোর শীর্ষে ছিল জামার্নির শরণার্থী সংকট। জরিপে বলা হয়েছে, আশ্রয় প্রার্থীদের ঢল এবং পরিস্থিতি সামলাতে জার্মানির সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির ২৬ শতাংশ নাগরিক।

তবে কোয়ারবার ফাউন্ডেশনের এই জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির সম্পর্ক রাখার বিষয়টিকে দ্বিতীয় বৃহত্তম চ্যালেঞ্জ হিসেবে মনে করেন জার্মানরা।

জরিপে অংশ নেয়া ১৯ শতাংশ জার্মান নাগরিক যুক্তরাষ্ট্র কিংবা ট্রাম্পকে দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন। জার্মানির পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পর তুরস্ককে ১৭ শতাংশ, উত্তর কোরিয়াকে ১০ শতাংশ ও রাশিয়াকে ৮ শতাংশ মানুষ চ্যালেঞ্জ মনে করেন।

জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর প্যারিস জলবায়ু চুক্তি, ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে ছয় বিশ্বশক্তির চুক্তিতে অনুমোদন প্রত্যাখ্যান, জার্মানির বাণিজ্যিক ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে তাদের অবদানের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের কর্মকাণ্ড ও সমালোচনার জবাবে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল চলতি বছরের শুরুর দিকে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওপর কোনোভাবেই নির্ভরশীল হবে না বার্লিন। এমনকি ভাগ্য নিজের হাতে গড়তে ইউরোপের নেতাদের প্রতিও আহ্বান জানান।

কোয়ারবার ফাউন্ডেশনের ওই জরিপ গত অক্টোবরে পরিচালনা করা হয়। এতে বিভিন্ন বয়সের প্রায় এক হাজার জার্মান অংশ নেন। জরিপে অংশ নেয়া ৫৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির সঙ্গে সম্পর্ক রাখাকে খারাপ অথবা খুবই খারাপ হিসেবে মতামত দিয়েছেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংকটে জার্মানির সক্রিয় ভূমিকার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন প্রায় ৫২ শতাংশ। তারা বলছেন, যুদ্ধ পরবর্তী সংবরণের নীতি এখনো মেনে চলা উচিত বার্লিনের।

No comments:

Post a Comment