In 2002, Anika Kabeer hobbies on the screen as a child artist in a play named signature. Beginning with stars in the series, Barça began to play bigger role.
He also starred in FNF, Fifty Fifty, Day Night, and other plays with color.
In addition to the drama, he worked in various company's advertisements including Citycell, BD Powder Spice, Euro Lemon, Toshin Fan, Banglalink. However, through the advertisement of banglalink, the face of the hobby is reached to the people of the whole country. Last year the drama director Tappu Khan had a discussion about the serial killings of a play. Tappu Khan urged him to boycott and press conference in this regard.
Recently, however, he started working together again with the old trouble with Khan. Seeing the hobby, director of this director named Shooting Set. There are several details in the report.
It was about the work.
In the beginning, Shawk said, "Acting is not the main thing, it is not the main thing to get people to take a place, to remember. So I have to think about the work by keeping that place right.
He said, I have worked in almost everywhere. If you say acting, I've worked everywhere. The visitors saw me everywhere. Still, my fans may have the exposition about me. That's why I have to give Anaph time so that I'm not disrupted. For this reason, understanding the fields, learning and then will be attentive to fulfill the expectations.
Talking about the way to 'keep the audience in mind', Shakh said that now children can easily enter the TV channel. Everyone is easily becoming actors or actresses. The visitors do not remember them because they are not working quality. Many people are lost due to quality only despite good looking. Again, there is no exception - many of the lot of talented people are also lost. When it does not matter what the audience feels like.
It's not like we were known at the time of our entry. Then the TV channel was not so much. We had to fight for a long time with our work. The fight was not with the TV channels, the fight would have been in our artists. Fight with it. Fight with someone who can do better than Some of my work may have been remembered by People Peoples.
It is heard that Shoke was recently offered to act in a film. The hobby has rejected it. Asked about the idea of the film, to the hobby. He said that he still does not want to film yet. The film is a huge canvas. I want to tie a little bit, to prisize, to prize. Team Work Importer to work in definitely.
He said, those who cast me would think that they deserve me. But I'm still not prepaid from my mind's place. I do not think myself worthy After knowing a bit more then want to work.
২০০২ সালে শিশুশিল্পী হিসেবে স্বাক্ষর নামের একটি নাটকে পর্দায় পা রাখেন আনিকা কবির শখ। ধারাবাহিক অদ্ভুতুরে এর মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু শখের।
এছাড়াও তিনি এফএনএফ, ফিফটি ফিফটি, দিবা রাত্রি খোলা থাকে, রঙ সহ আরো কিছু নাটকে অভিনয় করেন।
নাটক ছাড়াও তিনি সিটিসেল, বিডি গুঁড়া মসলা, ইউরো লেমন, তোশিন ফ্যান, বাংলালিংকসহ বিভিন্ন কম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। তবে বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে শখের মুখশ্রী সারাদেশের মানুষের কাছে পৌঁছে যায়। গত বছর নাট্য পরিচালক তপু খানের একটি নাটকের শিডিউল ফাঁসানোর ঘটনায় আলোচনায় আসেন। এ বিষয়ে তপু খান তাকে বয়কটের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত করেন।
সম্প্রতি তবে খানের সাথে পুরনো ঝামেলা মিটিয়ে ফের একত্রে কাজ শুরু করেছেন। শখের সাথে দেখা হলো এই পরিচালকের নিয়েস নামের শুটিং সেটে। সেখানেই জানালেন বিভিন্ন খুঁটিনাটি বিষয়।
কথাটা হচ্ছিল কাজ নিয়ে।
শুরুতে এ প্রসঙ্গে শখ বলেন, আসলে কাজ করাটা মুখ্য নয়, মানুষের মনে জায়গা করে নেয়াটা, মনে থাকাটা প্রাপ্তি। সো ওই জায়গাটা ঠিক রেখে আমাকে কাজের কথা চিন্তা করতে হয়।
তিনি বলেন, আমি কমবেশি সব জায়গাতেই কাজ করেছি। অভিনয়ের কথা যদি বলেন, সব জায়গায় কাজ করেছি। দর্শকেরা আমাকে সব জায়গাতেই দেখেছে। তারপরেও আমাকে নিয়ে আমার ভক্তদের এক্সপেক্টেশন থাকতেই পারে। এজন্য আমাকে ইনাফ টাইম দিতে হবে যেন আমি তাদের ডিস্যাপয়েন্টেড না হয়। এজন্য ক্ষেত্রগুলো বুঝে জেনে, শিখে তারপর প্রত্যাশা পূরণে মনোযোগী হবো।
‘দর্শকদের মনে জায়গা করে নেওয়া’র উপায় সম্পর্কে আলোচনা করতে গিয়ে শখ বলেন, এখন সহজেই ছেলেমেয়েরা টিভি চ্যানেলে ঢুকে পড়তে পারছে। সহজেই সবাই অভিনেতা কিংবা অভিনেত্রী হয়ে যাচ্ছে। কোয়ালিটিফুল কাজ না হওয়াতে হয়তো দর্শক তাদের মনে রাখছে না। অনেকে গুড লুকিং সত্ত্বেও শুধু কোয়ালিটিলেসের কারণে হারিয়ে যাচ্ছে। আবার ব্যতিক্রম যে নেই তা না- অনেক সময় অনেক ট্যলেন্টেডরাও হারিয়ে যাচ্ছে। কখন অডিয়েন্সের কাছে কোন বিষয়টা ভালো লেগে যায় বলা যায় না।
‘আপনি তো পরিচিত’ শখ বাক্য শেষ না হতেই বলেন, আমাদের এন্ট্রি সময়ে এমনটা ছিল না। তখন টিভি চ্যানেল এতো বেশি ছিল না। আমাদের কাজ নিয়ে অনেকটা সময় ধরে ফাইট করে আসতে হয়েছে। ফাইট হতো টিভি চ্যানেলদের সাথে না, ফাইট হতো আমাদের আর্টিস্টদের মধ্যে। এটা কাজ নিয়ে ফাইট। কে কার চেয়ে ভালো করতে পারে সেই নিয়ে ফাইট। আমার কিছু কাজ হয়তো মাস পিপল মনে রেখেছে।
শোনা যাচ্ছে শখকে সম্প্রতি একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। শখ সেটাকে নাকচ করে দিয়েছেন। চলচ্চিত্রের ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হয় শখের কাছে। এই বিষয়ে তিনি বলেন, এখনো ফিল্ম করতে চাই না অনেস্টলি। ফিল্ম অনেক বিশাল একটা একটা ক্যানভাস। আমি চাই যে একটুখানি গোছানো, প্রিসাইজ করতে। ডেফিনিটলি কাজ করতে টিম ওয়ার্কটা ইম্পোর্ট্যান্ট।
তিনি বলেন, আমাকে যারা কাস্ট করবে তারা আমাকে যোগ্য মনে করবে। কিন্তু আমি আমার মনের জায়গা থেকে এখনো প্রিপেয়ার্ড না। আমি নিজেকে যোগ্য মনে করছি না। আরেকটু জেনে বুঝে তারপর কাজ করতে চাই।
No comments:
Post a Comment