Symbolic pictures
The child is the most dear to the parents. All mothers and babies love their children and love them. Many times, while lovingly expressing the love, many times, lovingly throws the beloved child in the air. Shake the child up and down. Very careful! Fatal hazards can happen. Your baby with a bleeding may go to a coma in the brain. Even his death can be up even.
Again, many times, Khoka was adamant to throw his child in a vacant place to sleep, to stop crying or to take a buggy bug. Or shake the child to zero in to stop crying. That's never right.
Cuddle
Love a lot Keep your child careless But stop shaking in the vacuum.
A recent US study has revealed sensational information. 80 percent of the doctors claim that the baby can bleed after shaking a 3-year-old child. This is called subdural hematoma. Like 90 percent of the doctors, the child may have severe retinal bleeding. 78 percent of the physician claims, this can cause the child to go to the coma. Even death can happen.
When shaking the child, the brain repeatedly hit the skull. Small blood vessels can be torn between the brain and the skull. As a result, bleeding may start. Blood clots can be tied. Those parts may swell. As the baby is sensitive to the neck, the shaking may cause muscle to rupture. Spinal cord may be severely damaged. Children may be paralyzed if they have a severe brain injury. Can be blind Even babies can be dumb-dirty.
মা-বাবার কাছে সন্তান সবচেয়ে প্রিয়। নিজের সন্তানকে সব মা-বাবাই ভালবাসা ও আদর স্নেহ করে থাকেন। আর এই ভালবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে অনেক সময় প্রিয় সন্তানকে শূন্যে ছুড়ে আদর করেন অনেকে। শিশুকে শূন্যে তুলে ঝাঁকান। খুব সাবধান! মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। মস্তিষ্কে রক্তক্ষরণে কোমায় চলে যেতে পারে আপনার অতি আদরের শিশুটি। এমনকি তার মৃত্যুও পর্যন্ত হতে পারে।
আবার অনেক সময় দেখা যায় খোকাকে ঘুম পাড়ানো, কান্না থামানো বা দুষ্টুমি বাগে আনতে দুরন্ত বাচ্চাকে শূন্যে ছুড়ে আদর করেন। বা কান্না থামাতে শিশুকে শূন্যে তুলে ঝাঁকান। যা কখনোই ঠিক নয়।
আদর করুন।
অনেক ভালোবাসুন। যত্নে ভরিয়ে রাখুন শিশুকে। কিন্তু শূন্যে তুলে ঝাঁকানো বন্ধ করুন।
সম্প্রতি এক মার্কিন গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ৮০ শতাংশ চিকিত্সকের দাবি, ৩ বছরের ছোট শিশুকে ঝাঁকানো হলে শিশুর মস্তিষ্ক থেকে রক্ত বেরোতে পারে। একে সাবডুরাল হেমাটোমা বলে। ৯০ শতাংশ চিকিত্সকের মত, শিশুর মারাত্মক রেটিনাল রক্তক্ষরণও হতে পারে। ৭৮ শতাংশ চিকিত্সকের দাবি, এর ফলে শিশুটি কোমায় চলে যেতে পারে। এমনকী মৃত্যুও হতে পারে।
শিশুকে ঝাঁকানো হলে বারবার মস্তিষ্ক খুলির গায়ে ধাক্কা খায়। মস্তিষ্ক ও খুলির মাঝে ছোট ছোট রক্তনালি ছিঁড়ে যেতে পারে। ফলে, রক্তক্ষরণ শুরু হয়ে যেতে পারে। রক্ত জমাট বেঁধে যেতে পারে। ওই অংশ ফুলে যেতে পারে। যেহেতু শিশুর ঘাড় সংবেদনশীল হয়, ঝাঁকানোর ফলে পেশি ছিঁড়ে যেতে পারে। মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে স্পাইনাল কর্ড। ব্রেনে মারাত্মক ইনজুরি হলে শিশু পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। অন্ধ হয়ে যেতে পারে। এমনকী বোবা-কালা হয়ে যেতে পারে শিশু।
No comments:
Post a Comment