Christine Margaret Keller died in the British model and cologar. Christine Keeler died of liver problems at the age of 75 on Tuesday. He will always be in the discussion for scandal with a British minister, whether he likes or not.
In the 1960s, Christine was quite well-discussed. He was born in 1942. At the age of 19, London became a popular cabaret dancer. Critin 'dances were also crowded by dignitaries. In July 1961, Christine was introduced to British minister John Prafulom. Within two years, the relationship between them is publicly expressed.
The minister was forced to tell his wife John Prafomo to his wife when a lot of discussion and criticism started coming out. Then the matter was accepted by the ministry.
Then he had to resign. One month after her resignation, Prime Minister Harold McMillan has to step aside from her position.
Even though John Pryomomer is about to face criticism about love, Christine became a hot topic of overnight practice. Even her nude picture became viral, for which Christine had to spend six months in prison.
ব্রিটেনের আলোচিত মডেল ও কলগার্ল ক্রিস্টিন মার্গারেট কীলার মারা গেছেন। গত মঙ্গলবার ৭৫ বছর বয়সে লিভার সমস্যায় ভুগে মারা যান ক্রিস্টিন কীলার। তাকে কেউ পছন্দ করুক বা নাই করুক ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে স্ক্যান্ডালের জন্য তিনি সবসময় আলোচনায় থাকবেন।
১৯৬০-এর দশকে বেশ আলোচিত ছিলেন ক্রিস্টিন। তার জন্ম ১৯৪২ সালে। ১৯ বছর বয়সেই লন্ডনের এক জনপ্রিয় ক্যাবারে ডান্সার হয়ে উঠেছিলেন। ক্রিস্টিনের নাচ দেখার জন্য গণ্যমান্য ব্যক্তিরাও ভিড় জমাতেন। ১৯৬১ সালের জুলাই মাসে ব্রিটিশ মন্ত্রী জন প্রফিউমোর সঙ্গে ক্রিস্টিনের পরিচয় হয়। এর দুই বছরের মধ্যে তাদের মধ্যকার সম্পর্কের বিষয়টি জনসম্মুখে প্রকাশ পায়।
তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হওয়ায় এসে পড়ায় মন্ত্রী জন প্রফিউমোর তার স্ত্রীকেও জানাতে বাধ্য হন। তারপর মন্ত্রণালয়ে বিষয়টি স্বীকার করে নেন।
এরপর তাকে পদত্যাগও করতে হয়। তার পদত্যাগের এক মাস পরে প্রধানমন্ত্রী হারোল্ড ম্যাকমিলানকেও নিজের পদ থেকে সরে দাঁড়াতে হয়।
প্রেমের সম্পর্কে জন প্রফিউমোরকে সমালোচনার মুখে পড়তে হলেও, ক্রিস্টিন রাতারাতি চর্চার হট টপিক হয়ে ওঠেন। এমনকি তার একটি নগ্ন ছবিও সে সময় ভাইরাল হয়ে যায়, যার জন্য ক্রিস্টিনকে ছয় মাস জেলেও কাটাতে হয়েছিল।
No comments:
Post a Comment