Wednesday, December 6, 2017

তরুণীদের ভাল স্ত্রী হওয়ার পরামর্শ দিচ্ছে চীনা স্কুল, কিন্তু...! Chinese school is advised to be a good wife, but ...!


Symbolic pictures
Most Chinese women prefer to stay away from the house's work hundreds of miles away. Many people do not want to marry because of fear of taking responsibility for the world. The country's Fushion Traditional Cultural Society has come forward to help us overcome this situation.

The Chinese girls have opened a school to train girls to learn how to be better wives, starting from home work. There are also branches of this school in many big cities of China. It is advised to be a better wife in this school in China.

In Chinese schools, Chinese women are taught that if women are to be better wives they will have to speak less. Home work must be done ninely. Cook the house without eating food from the outside. If not, then a woman will be humiliated.

The video of the class is now viral in the social media.

Then there was a storm of criticism. The Chinese government immediately takes steps. The school has been closed

ঘরের কাজ থেকে শতহাত দূরে থাকতেই পছন্দ করে চীনের অধিকাংশ তরুণী। সংসারের দায়িত্ব নেওয়ার ভয়ে অনেকেই বিয়েই করতে চাইছেন না। এই পরিস্থিতি থেকে কীভাবে সমাজকে মুক্ত করা যায় তার জন্য এগিয়ে এল দেশটির ফুশুন ট্র্যাডিশনাল কালচারাল সোসাইটি।  

চীনা মেয়েদের ঘরের কাজ শেখানো থেকে শুরু করে কীভাবে ভাল স্ত্রী হওয়া যায় তার প্রশিক্ষণ দিতে একটি স্কুল খুলে ফেলেছে তারা। চীনের একাধিক বড় শহরে এই স্কুলের শাখাও র‌য়েছে। আর ভাল স্ত্রী হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে চীনের এই স্কুলে। 

চীনের সেই স্কুলে চীনা তরুণীদের শেখানো হয়, ভাল বউ হতে হলে মেয়েদের কথা কম বলতে হবে। বাড়ির কাজ নিপুনভাবে করতে হবে। বাইরে থেকে খাবার অর্ডার না করে বাড়িতে রান্না করুন। তা না করলে সেটা একজন নারীর অবমাননা করা হবে।  

ক্লাসের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

তারপরেই সমালোচনার ঝড় ওঠে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় চীনা সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলটি।  

No comments:

Post a Comment