Sunday, December 10, 2017

অ্যালকোহলের প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে ত্বক Alcohol can be damaged by the effects of skin


Doctors have been talking about the bad effects of alcohol on health. But for so long, Obesity warns against heart problems, but experts do not focus specifically on skin problems.

Recently, according to a report published in Express Dot UK, researchers report that skin may be broken by the influence of additional alcohol.

Researchers say that up to 14 units of alcohol are safe for the body. The influence of alcohol on the skin after 14 levels exceeds the skin. As a result, the skin may become worse as it may have been a problem before.

Scientists say that the effects of alcohol hangover usually last for 24 hours. But in the case of older people this effect can last for 28 days. In their case under age 30, skin may appear to dry until 1 week of alcohol consumption. But men's skin is faster than women.

In most cases, due to excessive drinking due to excessive drinking, ink, swelling, dehydration, forearm, throat, and lip bleeding.

The results of this study were first published in the Lancet Journal's Hazardous Drunking section.

চিকিৎসকরা স্বাস্থ্যের উপর অ্যালকোহলের খারাপ প্রভাবের কথাবলেই থাকেন। তবে এত দিন পর্যন্ত ওবেসিটি, হার্টের সমস্যার ব্যাপারে সাবধান করলেও ত্বকের সমস্যা নিয়ে বিশেষ আলোকপাত করেননি বিশেষজ্ঞরা।  

সম্প্রতি এক্সপ্রেস ডট ইউকে তে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী গবেষকরা জানাচ্ছেন, অতিরিক্ত অ্যালকোহলের প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে ত্বক।

গবেষকরা জানাচ্ছেন, সপ্তাহে ১৪ ইউনিট পর্যন্ত অ্যালকোহল শরীরের জন্য সুরক্ষিত। অ্যালকোহলের মাত্রা ১৪ ইউনিট ছাড়িয়ে গেলেই তা প্রভাব ফেলে ত্বকে। এর ফলে ত্বক যেমন নষ্ট হয়ে যেতে পারে, তেমনই আগে থেকে কোনও সমস্যা থাকলে তা বাড়তেও পারে।  

বিজ্ঞানীরা জানাচ্ছেন, সাধারণত অ্যালকোহলের হ্যাংওভারে ত্বকে যে প্রভাব পড়ে তা ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। কিন্তু চল্লিশোর্ধ বয়স্কদের ক্ষেত্রে এই প্রভাব ২৮ দিন পর্যন্ত থাকতে পারে। তিরিশের নীচে যাদের বয়স তাদের ক্ষেত্রেও অ্যালকোহল খাওয়ার ১ সপ্তাহ পর্যন্ত ত্বক শুষ্ক দেখাতে পারে। তবে নারীদের চেয়ে পুরুষদের ত্বক সেই তুলনায় তাড়াতাড়ি সেরে ওঠে।

অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত মদ্যপানের ফলে চোখের কোলে কালি, ফোলাভাব, ডিহাইড্রেশনের কারণে কপাল, থুতনি ও ঠোঁটে বলিরেখা দেখা দেয়।

ল্যানসেট জার্নালের ‘হ্যাজার্ডাস ড্রিঙ্কিং’ বিভাগে প্রথম এই গবেষণার ফল প্রকাশিত হয়।  

No comments:

Post a Comment