Wednesday, November 29, 2017

You know, what is the problem if the wife is older than the husband? জানেন, স্বামীর চেয়ে স্ত্রীর বয়স বেশী হলে কী কী সমস্যায় পড়তে হয়?

 In our society, boys will marry younger girls than they are, that is the normal practice. So what can not be an exception? A boy can fall in love with the older daughter, and also get married.

Unlike the age-old relationships recognized in our society. In that case the man should be big, and the girl will be small. On the contrary, society and family do not want to accept it easily. There are also many problems. It is physical and emotional. Let's take a look at what problems are due to a marriage:

Lokninda: When the wife grows older, the first thing that needs to be confronted is the condemnation of the people. Many people look bent towards the husband and wife. You have to eat the noise from friends. Many people keep away from the difference between husband and wife, even face-to-face mockery.
Family

  
Non-cooperation: The most objection to the age of the young man comes from the family. There are very few families where such marriage is easily accepted.

Age imprints: When the wife grows older than the husband, then naturally, the age of the woman will appear before the impression. Many men are hesitant to introduce their wife to others. Again many wives do not want to go out with their husbands. A distance between each other was made.

Stress: The family and social problems that arise when the wife is more than the husband, the pressure on the mind. Women-think it has more impact. It is not unusual to break the relationship.
Problems with pregnancy: Normally, after 35 years of pregnancy becomes risky. If the husband is very young, he can wait for the child. But it is not safe to wait a child for an elderly wife to spend more time.

Problems of understanding: Psychologists say, the mental age of two between two boys and girls is more than two years older than the boy. If the wife is older than the husband, the difference in the mental age will be even more. Due to differences in this mental age, it is normal to lack understanding. Often, the woman is more experienced because her husband may feel that she has authority.

There are many such problems. Again, there are many examples in this society where the difference in age has not created any problems. The small groom and the big wife are happily doing hometown through mutual understanding.

আমাদের সমাজে ছেলেরা তাঁর চেয়ে বয়সে ছোট মেয়েকে বিয়ে করবে, এটাই স্বাভাবিক রীতি। তাই বলে কি ব্যতিক্রম হতে পারে না? একজন ছেলে তার চেয়ে বয়সে বড় মেয়ের প্রেমে পড়তেই পারে, বিয়েও করতে পারে।

অসম বয়সের সম্পর্ক আমাদের সমাজে স্বীকৃত। সেক্ষেত্রে পুরুষকে হতে হবে বড়, আর মেয়ে হবে ছোট। উল্টোটা হলে সমাজ ও পরিবার সহজে মেনে নিতে চায় না। এছাড়া নানা সমস্যা রয়েছে। সেটা শারীরিক এবং মানসিক। এক নজরে দেখে নেওয়া যাক, এমন বিয়ের ফলে কী কী সমস্যায় পড়তে হয়:

লোকনিন্দা : স্ত্রী যখন বয়সে বড় হন, তখন প্রথমেই যে বিষয়টির মুখোমুখি হতে হয় সেটি হল লোকজনের নিন্দা। স্বামী-স্ত্রীর দিকে বাঁকা চোখে তাকান অনেকেই। আওয়াজ খেতে হয় বন্ধুদের থেকেও। স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য নিয়ে অনেকে আড়ালে, এমনকি সামনা সামনিও ঠাট্টা করে থাকে।
পারিবারিক

  
অসহযোগিতা : সঙ্গিনীর বেশি বয়স নিয়ে সবচেয়ে বেশি আপত্তি আসে পরিবার থেকে। খুব কম পরিবারই রয়েছে যেখানে এমন বিয়ে সহজেই গ্রহণ করা হয়।

বয়সের ছাপ : স্ত্রী যখন স্বামীর চেয়ে বয়সে বড় হবেন, তখন স্বাভাবিকভাবেই স্ত্রীর চেহারায় বয়সের ছাপ আগে পড়বে। অনেক পুরুষই তখন স্ত্রীকে অন্যের সঙ্গে পরিচয় করাতে সঙ্কোচবোধ করেন। আবার অনেক স্ত্রী স্বামীর সঙ্গে বের হতে চান না। পরস্পরের মধ্য একটা দূরত্ব তৈরি হয়।

মানসিক চাপ : স্বামীর চেয়ে স্ত্রীর বয়স বেশি হলে যেসব পারিবারিক ও সামাজিক সমস্যা তৈরি হয়, তা মনের উপরে চাপ সৃষ্টি করে। নারী-মনে তা বেশি প্রভাব ফেলে। এর জেরে সম্পর্ক ভেঙে যাওয়াও অস্বাভাবিক নয়।
গর্ভধারণে সমস্যা : সাধারণত ৩৫ বছরের পরেই গর্ভধারণ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। স্বামীর বয়স খুব কম হলে সে সন্তানের জন্য অপেক্ষা করতেই পারে। কিন্তু বয়স্কা স্ত্রীর পক্ষে সন্তানের জন্য বেশি দিন অপেক্ষা করা নিরাপদ নয়।

বোঝাপড়ার সমস্যা : মনস্তাত্বিকরা বলেন, সমবয়সি দু’জন ছেলে এবং মেয়ের মধ্যে মেয়ের মানসিক বয়স ছেলের তুলনায় দু’বছরের বেশি হয়। স্বামীর তুলনায় স্ত্রীর বয়স বেশি হলে মানসিক বয়সের পার্থক্য আরও বেশি হবে। এই মানসিক বয়সের পার্থক্যের কারণে বোঝাপড়ার অভাব হওয়াটা স্বাভাবিক। অনেক সময়ে স্ত্রী বেশি অভিজ্ঞ হওয়ায় স্বামীর মনে হতে পারে সেই কর্তৃত্ব করছে।

এমন অনেক সমস্যাই রয়েছে। আবার এই সমাজে এমন অনেক উদাহরণও আছে যেখানে বয়সের এই ফারাক কোনও সমস্যাই তৈরি করেনি। পরস্পরের বোঝাপড়ার মধ্য দিয়ে ছোট বর আর বড় বউ দিব্যি সুখে ঘর-সংসার করছেন।

No comments:

Post a Comment